একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।
একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫