অনলাইন ডেস্ক
একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।
একটা খরগোশের ওজন কত হতে পারে? ভাবছেন কত আর, খুব বেশি হলে কেজি দেড়েক! কিন্তু যদি শোনেন একটা খরগোশের ওজন ২৬ পাউন্ড বা প্রায় ১২ কেজি, তবে নিশ্চয় চমকাবেন। এমন একটি বিশাল খরগোশ উদ্ধার করা হয়েছে ব্যস্ত এক মহাসড়ক থেকে।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের। হাইওয়ে ১৭-র কাছে কাজ করা নির্মাণশ্রমিকেরা বিশালাকায় খরগোশটিকে ঘুরে বেড়াতে দেখে সান্তা ক্রুজের ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রল অফিসারদের খবর দেন।
পুলিশ কর্মকর্তারা এর নাম দেন বাগস। তাঁরা খরগোশটিকে প্রথমে পশু চিকিৎসকদের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর মিল ভ্যালি র্যাবিট রেসকিউ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া হয় প্রাণীটিকে। রেসকিউ গ্রুপের কর্মীরা অনুমান করছেন এটি একটি স্ত্রী ফ্লেমিশ জায়ান্ট খরগোশ। বিশাল আকারের কারণে এরা পোষা প্রাণী হিসেবে খুব জনপ্রিয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রলের কর্মকর্তারা জানিয়েছেন, বাগসের মুখ এবং ঘাড়ের পেছনের ছোটখাটো আঘাতগুলি ইঙ্গিত দেয় যে ঘেরে ছিল সেখান থেকে খরগোশটিকে কোনো শিকারি প্রাণী তুলে নেয়। তবে মুখরোচক একটি খাবারে পরিণত হওয়ার আগেই এটি পালিয়ে আসতে সক্ষম হয়।
রেসকিউ গ্রুপ জানিয়েছে আগামী চার দিন মালিকহীন প্রাণী হিসেবে রাখা হবে একে। এ সময়ের মধ্যে এর প্রকৃত মালিক চাইলে খরগোশটিকে নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। চার দিন পেরিয়ে গেলে দত্তক দেওয়ার জন্য তোলা হবে বাগসকে।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৭ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে