Ajker Patrika

সাড়ে ২৫ ফুট উচ্চতার সাইকেল!

আপডেট : ১২ জুন ২০২৪, ১৫: ২৩
সাড়ে ২৫ ফুট উচ্চতার সাইকেল!

একটি বাইসাইকেলের উচ্চতা কত হতে পারে? আর যাই হোক, আপনি নিশ্চয় ভাববেন না ২৫ ফুট পাঁচ ইঞ্চি উঁচু একটি বাইসাইকেল থাকতে পারে। কিন্তু সত্যি এমন একটি বাইসাইকেল বানিয়েছেন ফ্রান্সের দুই বন্ধু। শুধু তাই নয়, এটিতে চড়ে চালানোও যায়। এর মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম তুলে নিয়েছেন তাঁরা।

নিকেলা বাহিও ও ডেভিড পেরো জানান, একটি পানশালায় পান করার সময়ই এমন একটি কিছু করার চিন্তাটা মাথায় আসে তাঁদের। তারপর আর দেরি না করে আজব এই বাইসাইকেলের নকশা করায় এবং এটি তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ে ব্যস্ত হয়ে পড়েন। শেষমেশ দুই বছরের খাটাখাটনিতে সফল হন বাইসাইকেলটি তৈরিতে। 

আর এতে চালানোর উপযোগী সবচেয়ে বেশি উচ্চতার বাইসাইকেলের আগের রেকর্ডটি ভাঙেন। ওটা ছিল ২৪ ফুট ৩ ইঞ্চি উঁচু। অর্থাৎ ১ ফুট ২ ইঞ্চি বা ৩৬ সেন্টিমিটারের ব্যবধান রেখে গিনেস বুকে জায়গা করল দুই বন্ধুর সাইকেল।

তাদের বাইসাইকেলের চাকা দুটি কিন্তু সাধারণ আকৃতিরই। তবে স্বাভাবিকভাবেই এর গোটা কাঠামো বিশাল। প্যাডেল জোড়া পেছনের চাকার সঙ্গে সংযুক্ত আছে, একটি ১৬ মিটার বা ৫৩ ফুট লম্বা চেইনের মাধ্যমে।

‘এতে একটি বেল বা ঘণ্টাও আছে। যদি অন্য যাতায়াতকারীরা আপনাকে দেখতে না পায়।’ নিকেলা কৌতুক করেন। 

বিখ্যাত টায়ার নির্মাতা প্রতিষ্ঠান মিশেলিন সাইকেলের টায়ার সরবরাহ করে নিখরচায়। তাদের সদর দপ্তর ক্লেমো-ফেহো শহরে। ওই শহরেই ডেভিড ও নিকেলা একটি বার্ষিক সাইকেল উৎসবে তাঁদের সাইকেলটি প্রথম জনসাধারণের সামনে হাজির করেন।

এটি কাজ করেছে প্রমাণ করতে এবং আনুষ্ঠানিকভাবে রেকর্ডটি অর্জন করতে ডেভিড ১০০ মিটার দূরত্ব পর্যন্ত কোনো ধরনের সাহায্য ছাড়াই চালান সাইকেলটি।

নিকেলা জানান, ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম তাঁদের এই সাইকেল।

ডেভিড এবং নিকেলা এই চ্যালেঞ্জ নেওয়ার একাধিক কারণ আছে। একটি হলো, বাইসাইকেল আন্দোলনের একটি অলাভজনক সংস্থার নেতা হিসেবে তাঁরা সাইকেলের ব্যবহার এবং এর পরিবেশগত সুবিধার প্রচার করতে চেয়েছিলেন।

সাইকেলটি তৈরি করতে দুই বছর সময় লাগে। ছবি: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসতা ছাড়া যানবাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো নিকেলার অন্যতম শখ। তিনি লোকেদের দেখাতে চেয়েছিলেন মাত্র ১০০০ ইউরো দিয়ে কী করা সম্ভব।

সাইকেলটি ইস্পাত, কাঠ এবং বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি। 

নিকেলা ও ডেভিড এখন নতুন একটি রেকর্ড গড়ার চিন্তা-ভাবনা করছেন। তাঁরা চালানো সক্ষম সবচেয়ে ছোট বাইসাইকেল তৈরির কথা ভাবছেন। এখনকার রেকর্ডটি ৮.৪ সেন্টিমিটার বা ৩.৩১ ইঞ্চি, যা তাদের বিশাল আকৃতির সাইকেলের প্রায় এক শ ভাগের এক ভাগ।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত