Ajker Patrika

গাড়ির টায়ারের মাঝখানে আটকা পড়ল কৌতূহলী বিড়াল ছানা

গাড়ির টায়ারের মাঝখানে আটকা পড়ল কৌতূহলী বিড়াল ছানা

কৌতূহল থাকাটা নিঃসন্দেহে ভালো। তবে কখনো কখনো অতিরিক্ত কৌতূহল ডেকে আনতে পারে বিপদও। ঠিক এটাই ঘটেছে কৌতূহলী এক বিড়াল ছানার বেলায়। একটি ট্রাকের চাকার ফাঁকে ঢুকে পড়ে ফেঁসে যায় প্রাণীটি। আটকা পড়ে সেখানে। 

ঘটনাটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের। অবশ্য ওহাইও স্টেট পেট্রল (ওএসপি) ট্রুপারসের সদস্যরা শেষ পর্যন্ত বিড়াল ছানাটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। 

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। 

ওএসপির উত্তর-পূর্ব ওহাইও অফিস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, পোর্টেজ কাউন্টির ওহাইও টার্নপিক সড়কে যাত্রার আগে গাড়ির সবকিছু ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করছিলেন চালক। এ সময়ই আবিষ্কার করেন একটি বিড়াল ছানা গাড়ির দুই টাওয়ারের মধ্যে আটকা পড়েছে। 

বিষয়টি ট্রাকচালককে চমকে দিলেও এটিকে এই অবস্থা থেকে উদ্ধার করা তার পক্ষে সম্ভব ছিল না। অতএব ওএসপিকে বিষয়টি জানান তিনি। 

উদ্ধার কর্মীরা গাড়ির একটি টায়ার সরিয়ে শেষ পর্যন্ত প্রাণীটিকে উদ্ধার করেন। তারপর একটি কার্ডবোর্ডের বাক্সের মধ্যে রাখেন যত্ন করে। পরে পোর্টেজ অ্যানিমেল প্রোটেকশন লিগের কাছে হস্তান্তর করা হয় একে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত