অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে