যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের অরিগনে ভেসে এসেছে অদ্ভুত এক মাছ। সাত ফুট লম্বা মাছটির আকার অনেকটা গোলাকার। কৌতূহলী মানুষেরা মাছটিকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন সৈকতে।
সিসাইড অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ জানিয়েছে ৭ ফুট ৩ ইঞ্চি লম্বা মৃত মাছটি হুডউইংকার সানফিশটি পাওয়া যায় অ্যাকোরিয়ামের উত্তরের গিয়ারহার্ট সৈকতে। ঘটনাটি ৩ জুনের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাছ আবিষ্কারের বিষয়টি ছড়িয়ে পড়লে মানুষ দলে দলে আসতে থাকেন একে এক নজর দেখতে।
সিসাইড অ্যাকুরিয়ামের শেয়ার করা এক ছবিতে দেখা যায় ফুলে থাকা বিশাল এক রুপার ডলারের মতো দেখতে মাছটি, যেটি মুখ হা করে আছে।
প্রাথমিকভাবে ধারণা করা হতো দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ জলেই কেবল এরা বাস করে। কিন্তু এদের কয়েকটি ক্যালিফোর্নিয়া সৈকতে এমনকি একটি একেবারে উত্তরে আলাস্কায় ভেসে আসায় ওই তত্ত্বটি সঠিক কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
অ্যাকুরিয়াম জানিয়েছে মাছটির ছবি দেখে নিউজিল্যান্ডের গবেষক মারিয়ান নিয়েগার্ড জানিয়েছেন, সাধারণ কোনো সামুদ্রিক সানফিশ বা মোলা মোলা নয়।
অরিগনের সাগরসৈকতে ভেসে আসা মাছটিকে হুডউইংকার সানফিশ বা মোলা টেকটা বলে শনাক্ত করেছেন।
নিয়েগার্ড মাছের জেনেটিক নমুনার জন্য অনুরোধ করার জন্য অ্যাকুরিয়ামের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অ্যাকুরিয়াম অতিরিক্ত ছবি নেওয়ার পাশাপাশি মাছটির দৈর্ঘ্য মাপে। যার ফলে এই উপসংহারে পৌঁছে, ‘এটি সম্ভবত এখন পর্যন্ত নমুনা নেওয়া এ ধরনের সবচেয়ে বড় মাছ।’
সামুদ্রিক প্রাণীটি শনিবার পর্যন্ত সৈকতে রয়েছে, অ্যাকুরিয়ামটি একটি ই-মেইলে সিএনএনকে নিশ্চিত করেছে।
এটি সম্ভবত আরও কয়েক দিন, হয়তো কয়েক সপ্তাহ থাকবে। কারণ তাদের শক্ত ত্বকের কারণে মৃতভোজী প্রাণীদের পক্ষে এটা ছিদ্র করা কঠিন করে তুলে বলে ফেসবুকে জানিয়েছে, অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ।
ইন্দোনেশিয়ায় এক ব্যক্তি তাঁর স্ত্রীকে পরকীয়ায় ধরার পর অনন্য এক উপায়ে সম্পর্কের ইতি টানলেন। স্ত্রীকে তিনি প্রেমিকের হাতে তুলে দিয়ে বিনিময়ে নিলেন একটি গরু, ঐতিহ্যবাহী কিছু পণ্য এবং নগদ অর্থ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব সুলাওয়েসি প্রদেশে, যেখানে তোলাকি নামের আদিবাসী জনগোষ্ঠী প্রাচীন সামাজিক রীতিনীতিতে...
৩ দিন আগেবিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে মানুষের দীর্ঘ নামের একটি আলাদা গুরুত্ব আছে। এই দীর্ঘ নামের মধ্য দিয়ে প্রায় সময় ঐতিহ্য ও সামাজিক কাঠামো প্রতিফলিত হয়। দক্ষিণ ভারতে সাধারণত নামের সঙ্গে গ্রামের নাম, বাবার নাম এবং প্রদত্ত নাম যুক্ত থাকে। অন্যদিকে আরব বিশ্বে বংশগতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে একজনের নাম তার...
৯ দিন আগেউত্তর চীনের হেনান প্রদেশের আনইয়াং শহরের একটি নার্সিং হোম সম্প্রতি তীব্র সমালোচনার মুখে পড়েছে। মূলত তাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই সমালোচনার ঝড় শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নার্সিং হোমটির এক নারী কর্মকর্তা মিনি স্কার্ট ও স্কুল ইউনিফর্মের মতো পোশাক পরে বয়স্ক রোগীদের সামনে
১০ দিন আগেথাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় চনবুরি প্রদেশে গত সোমবার (৬ অক্টোবর) শুরু হয়েছে ঐতিহ্যবাহী জল-মহিষ উৎসব। শতাধিক বছরের পুরোনো এই উৎসবের লক্ষ্য হলো—মহিষদের সম্মান জানানো ও কৃষিক্ষেত্রে তাঁদের বিলুপ্তি রোধ করা। যন্ত্রচালিত কৃষিকাজে ট্রাক্টরের ব্যবহার বেড়ে যাওয়ায় দেশটিতে বর্তমানে মহিষের অবদান অনেকটাই কমে...
১২ দিন আগে