অনলাইন ডেস্ক
কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’
এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।
পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।
কখনো কখনো হঠাৎ এমন বিচিত্র সমস্যার মুখোমুখি হতে হয়, যা কল্পনায়ও ছিল না কারও। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের দুটি পরিবারের বেলায় এমনটাই হয়েছে। সার পরিবহন করা একটি ট্রাক উল্টে এর ভেতরের তরল মল ছড়িয়ে পড়ে আশপাশের দুটি বাড়িতে। বুঝতেই পারছেন কী দুর্গন্ধময় এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেখানকার বাসিন্দারা।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায়। কানেকটিকাটের পোমফ্রেটের ডিয়ারফিল্ড রোড ও বেম্যান রোডের সংযোগ যেখানে, তার পাশেই অ্যান বেডার্ডের বাড়ি। এই নারী জানান, হঠাৎ বাইরে বিকট একটা শব্দ শুনে ঘটনাটি জানার জন্য ছুটে যান তিনি। বেডার্ড আবিষ্কার করেন যে একটি সারের ট্রাক উল্টে তাঁর প্রতিবেশীর গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে। এতে তাঁদের উঠান, প্রতিবেশীর উঠান এবং বাড়ি দুটিতে ছড়িয়ে পড়েছে সার হিসেবে গাড়িতে বহন করা তরল বিষ্ঠা বা মল।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘এটি আক্ষরিক অর্থে বাদামি জলপ্রপাতের মতো ছিল।’ বেডার্ড ডব্লিউভিআইটি-টিভিকে বলেন, ‘হঠাৎ আমরা দেখি ট্রাক থেকে তরল ময়লা বেরিয়ে আসছে। এটি আমাদের সবকিছু প্লাবিত করে ফেলে।’
এম প্রভোস্ট নামের একটি প্রতিষ্ঠানের ওই ট্রাকটি। এর মালিকদের একজন দেরি না করে কর্মিবাহিনী নিয়ে হাজির হন পরিস্থিতি সামাল দিতে। অবশ্য এক দিনে এখানকার মল পরিষ্কার করা সম্ভব হয়নি। পরদিনও হাজির হতে হয় তাঁদের।
পোমফের্ট ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ব্রেট শেল্ডন বলেন, মঙ্গলবার সন্ধ্যার ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে ট্রাকের চালক সামান্য আহত হওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটেনি এতে।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে