ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া
ক্যালকুলাস, মহাকর্ষ, আলোকবিদ্যা, স্থিতি ও গতিবিদ্যাসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় মৌলিক ও যুগান্তকারী অবদান রয়েছে স্যার আইজ্যাক নিউটনের। নিউটনের জন্ম ১৬৪৩ সালের ৪ জানুয়ারি। মৃত্যু ১৭২৭ সালের ৩১ মার্চ। তাঁর জীবনের এমন কিছু চমকপ্রদ বিষয় আছে যা আপনাকে অবাক করবে!
জন্ম হয়েছিল অপরিণত, বাঁচার আশাই ছিল না
নিউটনের জন্মের কয়েক মাস আগেই তাঁর বাবা মারা যান। মায়ের পেটে পরিণত শিশু হয়ে ওঠার আগেই নিউটনের জন্ম হয়। নবজাতক এতটাই ছোট ছিল যে বেঁচে থাকা নিয়ে ছিল সংশয়। ছোট একটি মগের ভেতরে অনায়াসে ভরা যেত!
মাথায় আপেল পড়ার ঘটনা সত্য নয়
মাথায় আপেল পড়ার ঘটনা থেকে নিউটন তৎক্ষণাৎ তাঁর বিখ্যাত মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন—এ গল্প সত্য নয়! বলা হয় এই ঘটনা তাঁকে মহাকর্ষ সূত্র বিকাশে সাহায্য করে। আপেল পড়ার ঘটনা নিয়ে ইতিহাসবিদেরা বলেন, নিউটন কখনোই দাবি করেননি আপেল তাঁর মাথায় আঘাত করেছিল। স্টিফেন হকিং তাঁর ‘কালের সংক্ষিপ্ত ইতিহাস’ বইতেও বিষয়টি উল্লেখ করেছেন। হকিং বলছেন, ওই আপেল গাছের নিচে নিয়মিত বসতেন নিউটন। মাথায় আপেল পড়ার কারণে সূত্র পাননি বরং তিনি মহাকর্ষের ধারণা নিয়েই ভাবছিলেন।
নিজের প্রতিকৃতি আঁকতে ভালোবাসতেন নিউটন
জীবদ্দশায় নিউটন এক ডজনেরও বেশি নিজের প্রতিকৃতি এঁকেছেন। বিশেষ করে জীবনের শেষ দিকে এসে আঁকাআঁকি বেশি করেছেন।
রসায়নেও আগ্রহ ছিল নিউটনের
পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং গণিতে মৌলিক অবদানের জন্য নিউটনকে স্মরণ করা হয়। কিন্তু নিউটনের ব্যক্তিগত চিঠি ও নোটবুক ঘেঁটে জানা যায় রসায়নেও বেশ আগ্রহ ছিল তাঁর।
রাজনীতিতেও বিচরণ ছিল নিউটনের
ইংলিশ পার্লামেন্টে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন নিউটন।
মহামারিতেই সব বৈপ্লবিক কাজ করেছিলেন নিউটন
১৬৬৫ সালে লন্ডনেও হানা দেয় প্লেগ মহামারি। নিউটন তখন ক্যামব্রিজের ছাত্র। বয়স ২০-এর কোঠায়। সাম্প্রতিককালের কোভিড মহামারির মতো সে কালেও সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছিল। ক্যামব্রিজের শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। নিউটনের বাড়ি ছিল ক্যামব্রিজ থেকে ৬০ মাইল দূরে। সেখানে এক বছরের বেশি সময় একলা ঘরে বন্দী ছিলেন। নিউটনের এই সময়টাকেই বলা হয় ‘আশ্চর্য বছর’। ঘরবন্দী সময়ে কোনো শিক্ষকের সাহায্য ছাড়াই নিউটন ক্যালকুলাস, আলোকবিদ্যা এবং মহাকর্ষের ধারণা লিপিবদ্ধ করেন।
সূত্র: মেন্টাল ফ্লস, বায়োগ্রাফি ডট কম ও উইকিপিডিয়া
আজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
৮ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগে