মোরগের আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুনে অবাক লাগলেও ঘটনাটি আয়ারল্যান্ডের বালিনাস্লো শহরের। গত বছর এপ্রিলে মোরগের আক্রমণে জ্যাসপার ক্রাউস নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি কয়েক মাস আগের হলেও সামনে এসেছে সম্প্রতি। কিছুদিন আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ওই মোরগটি স্বভাবে অত্যন্ত আক্রমণাত্মক ছিল। এর আগে একটি শিশুর ওপরে সেটি হামলা চালিয়েছিল। পরে এটিকে এনে জ্যাসপারের খামারে রাখা হয়।
ঘটনার দিন ২০২২ সালের ২৮ এপ্রিল জ্যাসপার ক্রাউস তাঁর রান্নাঘরে কাজ করছিলেন। সে সময় বাড়িতে থাকা ব্রাহমা প্রজাতির হিংস্র মোরগটি তাঁর পায়ে অনবরত ঠোকর দেয়। এ সময় চিৎকার করতে শুরু করেন তিনি।
হঠাৎই জ্যাসপারের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর ভাড়াটিয়া ও’কিফের। তিনি ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জ্যাসপার। তাঁর পায়ের গভীর ক্ষত থেকে রক্ত পড়ছে অনবরত। জ্ঞান হারানোর আগে তিনি একটি শব্দই বলতে পেরেছিলেন, ‘মোরগ’।
সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বরে কল দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান ও’কিফে। এর মাঝে জ্যাসপার জ্ঞান হারিয়ে ফেলেন। প্যারামেডিকরা ঘটনাস্থলে এসে সিপিআর দিতে শুরু করেন তাঁকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। মোরগটির আক্রমণে তাঁর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
মোরগের আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুনে অবাক লাগলেও ঘটনাটি আয়ারল্যান্ডের বালিনাস্লো শহরের। গত বছর এপ্রিলে মোরগের আক্রমণে জ্যাসপার ক্রাউস নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি কয়েক মাস আগের হলেও সামনে এসেছে সম্প্রতি। কিছুদিন আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ওই মোরগটি স্বভাবে অত্যন্ত আক্রমণাত্মক ছিল। এর আগে একটি শিশুর ওপরে সেটি হামলা চালিয়েছিল। পরে এটিকে এনে জ্যাসপারের খামারে রাখা হয়।
ঘটনার দিন ২০২২ সালের ২৮ এপ্রিল জ্যাসপার ক্রাউস তাঁর রান্নাঘরে কাজ করছিলেন। সে সময় বাড়িতে থাকা ব্রাহমা প্রজাতির হিংস্র মোরগটি তাঁর পায়ে অনবরত ঠোকর দেয়। এ সময় চিৎকার করতে শুরু করেন তিনি।
হঠাৎই জ্যাসপারের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর ভাড়াটিয়া ও’কিফের। তিনি ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জ্যাসপার। তাঁর পায়ের গভীর ক্ষত থেকে রক্ত পড়ছে অনবরত। জ্ঞান হারানোর আগে তিনি একটি শব্দই বলতে পেরেছিলেন, ‘মোরগ’।
সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বরে কল দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান ও’কিফে। এর মাঝে জ্যাসপার জ্ঞান হারিয়ে ফেলেন। প্যারামেডিকরা ঘটনাস্থলে এসে সিপিআর দিতে শুরু করেন তাঁকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। মোরগটির আক্রমণে তাঁর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
হিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
২ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৩ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৬ দিন আগেপরিত্যক্ত একটি নকিয়া ফোনের সূত্র ধরে পরিচয় পাওয়া গেছে ১০ বছর আগে মারা যাওয়া এক ব্যক্তির। ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে আমির খান নামের ওই ব্যক্তির কঙ্কাল উদ্ধার হয়। মরদেহের পাশে থাকা ফোনটির সূত্র ধরেই তাঁর পরিচয় উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।
৭ দিন আগে