মোরগের আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুনে অবাক লাগলেও ঘটনাটি আয়ারল্যান্ডের বালিনাস্লো শহরের। গত বছর এপ্রিলে মোরগের আক্রমণে জ্যাসপার ক্রাউস নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি কয়েক মাস আগের হলেও সামনে এসেছে সম্প্রতি। কিছুদিন আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ওই মোরগটি স্বভাবে অত্যন্ত আক্রমণাত্মক ছিল। এর আগে একটি শিশুর ওপরে সেটি হামলা চালিয়েছিল। পরে এটিকে এনে জ্যাসপারের খামারে রাখা হয়।
ঘটনার দিন ২০২২ সালের ২৮ এপ্রিল জ্যাসপার ক্রাউস তাঁর রান্নাঘরে কাজ করছিলেন। সে সময় বাড়িতে থাকা ব্রাহমা প্রজাতির হিংস্র মোরগটি তাঁর পায়ে অনবরত ঠোকর দেয়। এ সময় চিৎকার করতে শুরু করেন তিনি।
হঠাৎই জ্যাসপারের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর ভাড়াটিয়া ও’কিফের। তিনি ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জ্যাসপার। তাঁর পায়ের গভীর ক্ষত থেকে রক্ত পড়ছে অনবরত। জ্ঞান হারানোর আগে তিনি একটি শব্দই বলতে পেরেছিলেন, ‘মোরগ’।
সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বরে কল দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান ও’কিফে। এর মাঝে জ্যাসপার জ্ঞান হারিয়ে ফেলেন। প্যারামেডিকরা ঘটনাস্থলে এসে সিপিআর দিতে শুরু করেন তাঁকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। মোরগটির আক্রমণে তাঁর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
মোরগের আক্রমণে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। শুনে অবাক লাগলেও ঘটনাটি আয়ারল্যান্ডের বালিনাস্লো শহরের। গত বছর এপ্রিলে মোরগের আক্রমণে জ্যাসপার ক্রাউস নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাটি কয়েক মাস আগের হলেও সামনে এসেছে সম্প্রতি। কিছুদিন আগে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর বিষয়টি প্রকাশ পায়।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ওই মোরগটি স্বভাবে অত্যন্ত আক্রমণাত্মক ছিল। এর আগে একটি শিশুর ওপরে সেটি হামলা চালিয়েছিল। পরে এটিকে এনে জ্যাসপারের খামারে রাখা হয়।
ঘটনার দিন ২০২২ সালের ২৮ এপ্রিল জ্যাসপার ক্রাউস তাঁর রান্নাঘরে কাজ করছিলেন। সে সময় বাড়িতে থাকা ব্রাহমা প্রজাতির হিংস্র মোরগটি তাঁর পায়ে অনবরত ঠোকর দেয়। এ সময় চিৎকার করতে শুরু করেন তিনি।
হঠাৎই জ্যাসপারের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তাঁর ভাড়াটিয়া ও’কিফের। তিনি ছুটে গিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জ্যাসপার। তাঁর পায়ের গভীর ক্ষত থেকে রক্ত পড়ছে অনবরত। জ্ঞান হারানোর আগে তিনি একটি শব্দই বলতে পেরেছিলেন, ‘মোরগ’।
সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বরে কল দিয়ে অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠান ও’কিফে। এর মাঝে জ্যাসপার জ্ঞান হারিয়ে ফেলেন। প্যারামেডিকরা ঘটনাস্থলে এসে সিপিআর দিতে শুরু করেন তাঁকে। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর।
চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি ক্যানসার ও হৃদ্রোগে আক্রান্ত ছিলেন। মোরগটির আক্রমণে তাঁর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের পাশাপাশি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
সময়টা ১৮৫৯ সালের ১৭ সেপ্টেম্বরের সকাল। এক সুসজ্জিত ব্যক্তি সান ফ্রান্সিসকোর ‘দ্য সান ফ্রান্সিসকো ইভনিং বুলেটিনের’ কার্যালয়ে প্রবেশ করে একটি ঘোষণাপত্র জমা দেন, যেখানে নিজেকে ‘যুক্তরাষ্ট্রের সম্রাট’ বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি ছিলেন জোশুয়া নর্টন।
২৪ দিন আগেআজ ফোর টুয়েন্টি (৪২০) দিবস। সংখ্যাটা পড়েই ভাবছেন প্রতারকদের দিবস আজ? না না। এই ফোর টুয়েন্টি সেই ফোর টুয়েন্টি নয়। পশ্চিমা বিশ্বে এই সংখ্যা গাঁজা সংস্কৃতির কোড ভাষা।
২০ এপ্রিল ২০২৫সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
১৬ এপ্রিল ২০২৫গত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
১৪ এপ্রিল ২০২৫