চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
ইন্টারনেট দুনিয়ায় হাতির বাচ্চাদের নিষ্পাপ ও কৌতুক উদ্রেককারী কার্যকলাপের সুন্দর ভিডিওগুলো সব সময়ই মন দর্শকদের মনে ছুঁয়ে যায়। সম্প্রতি, এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি ভিডিও। যেখানে একটি ছোট হাতির বাচ্চাকে একটি ভাঁজ করা চেয়ারে বসার চেষ্টা করতে দেখা যায়।
১৩ ঘণ্টা আগেহিমাচল প্রদেশের সিরমৌর জেলার শিল্লাই গ্রামের ট্রান্স-গিরি অঞ্চলে প্রাচীন রীতিনীতির অনুসরণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান—এক নারী বিয়ে করেছেন দুই ভাইকে। হাট্টি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পলিয়ান্ড্রি বিয়েতে শত শত অতিথি অংশ নেন।
৩ দিন আগেশিক্ষার্থীদের একাডেমিক ক্রেডিট তথা পরীক্ষার খাতায় বেশি নম্বর দেওয়ার বিনিময়ে রক্ত দান করতে বাধ্য করেছেন এক ফুটবল কোচ। তাইওয়ানের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের এক ফুটবল কোচ এমনই অভিযোগে অভিযুক্ত হয়েছেন। হংকং থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে...
৪ দিন আগেআজকের ডিজিটাল দুনিয়ায় আমাদের দৈনন্দিন যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে ইমোজি। ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা মনের ভাব প্রকাশে ইমোজি ব্যবহার করি। ভাষার সীমা পেরিয়ে এই ছোট ছোট ডিজিটাল চিহ্নগুলো আবেগ প্রকাশের কার্যকর মাধ্যম হয়ে উঠেছে। আনন্দ থেকে শুরু করে দুঃখ—সব অনুভূতিই এখন বোঝ
৭ দিন আগে