চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
চলতি মাসে ১১৭তম জন্মদিন উদ্যাপন করেছেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী জীবিত মানুষ মারিয়া ব্রানিয়াস মোরেরা। চিকিৎসকেরা জানিয়েছেন, মারিয়ার তেমন কোনো গুরুতর শারীরিক কিংবা মানসিক সমস্যা নেই। এমনকি হৃদ্রোগ থেকেও মুক্ত তিনি।
মোরেরা ১৯০৭ সালের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় জন্ম নেন। আট বছর বয়স থেকে স্পেনের কাতালোনিয়ায় বাস করছেন তিনি। গত ২৩ বছর ধরে একই নার্সিং হোমেই আছেন তিনি।
১১৮ বছর বয়সে ফরাসি নারী লুসি রঁদো মারা যাওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ মারিয়া ব্রানিয়াস মোরেরাকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি ঘোষণা করে।
‘তিনি মানুষের অভিনন্দন এবং তাঁর স্বাস্থ্যের বিষয়ে এত লোকের আগ্রহের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন মোরেরার নার্সিং হোমের পরিচালক ইভা কারেরা বইস ।
তিনি আরও বলেন, এই বিশেষ দিনকে তাঁর পরিবার এবং এখানকার অন্য মানুষের সঙ্গে উদ্যাপন করতে পেরে মোরেরা খুশি হয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। মোরেরা তার নার্সিং হোমে সক্রিয় থাকেন। নিজের ৮০ বছর বয়সী মেয়ের সহায়তায় এক্স-এ (টুইটার) একটি অ্যাকাউন্ট চালান তিনি।
‘শুভ সকাল, বিশ্ববাসী। আজ আমার বয়স ১১৭ হলো। আমি এত দূর পর্যন্ত পৌঁছেছি।’ গত সোমবার জন্মদিনে তিনি লেখেন টুইটারে।
মোরেরা বর্তমানে ইতিহাসের যাচাই করা সম্ভব হয়েছে এমন মানুষের মধ্যে ১২তম বয়স্ক।
সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫