হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা।
চুক্তির সময়সীমা শেষের আট বছর আগেই পান্ডা দুটি ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ফিনল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চিড়িয়াখানাটির পরিচালনা পর্ষদের প্রধান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সংস্থা রয়টার্সকে।
লুমি ও পিরি নামের পান্ডা দুটি ফিনল্যান্ডে আনা হয় ২০১৮ সালের জানুয়ারিতে। এর কয়েক মাস আগেই চীনা প্রেসিডেন্ট সি চিনপিং নরডিক দেশটি ভ্রমণের সময় প্রাণী সুরক্ষায় একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই বাণিজ্য সম্পর্ক জোরদার, বৈদেশিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে বিদেশি চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে চীন।
পান্ডাগুলোর বর্তমান বাসস্থান আহতারি চিড়িয়াখানা জানিয়েছে, চুক্তি অনুসারে ১৫ বছর থাকার কথা ছিল জনপ্রিয় এই প্রাণীগুলোর। কিন্তু শিগগিরই পান্ডাগুলোর এক মাসের কোয়ারেন্টাইন শুরু করা হবে। তারপর জাহাজে করে চীনে ফেরত পাঠানোর হবে এদের।
বেসরকারি এই চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের প্রধান রিস্টো সিভোনেন বলেন, যে জায়গায় প্রাণী দুটি রাখা হয়েছে, তার পেছনে তাদের খরচ পড়েছে ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০৮ কোটি টাকার বেশি। এ ছাড়া সরকারকে দেওয়া একটি সংরক্ষণ ফিসহ এদের পেছনে বছরে গুনতে হয় ১৬ লাখ ৭০ হাজার ডলার (কোটি টাকার বেশি)।
অর্থাৎ, বুঝতেই পারছেন পাঠক, একটি পান্ডার পেছনে বার্ষিক খরচ ১০ কোটি টাকার বেশি। এখন নিশ্চয় পান্ডা পালা যে হাতি পালার চেয়ে বেশি খরচের, এটা মেনে নেওয়ায় আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না।
মধ্য ফিনল্যান্ডের চিড়িয়াখানাটি কিন্তু বড় আশা নিয়ে এই পান্ডাদের এনেছিল। তাদের ধারণা ছিল এরা প্রচুর দর্শক টানবে। কিন্তু গত বছর তারা জানায়, করোনা মহামারির কারণে পর্যটক আসা কমে যাওয়ায় এই পান্ডা পোষা মুশকিল হয়ে পড়েছে। ক্রমবর্ধমান ঋণে এরা জর্জরিত করছে চিড়িয়াখানাটিকে। এদের ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করছে তারা।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি খরচ বাড়িয়েছে উল্লেখ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিনল্যান্ডের সরকার ২০২৩ সালে তাদের রাষ্ট্রীয় অর্থায়নের আবেদন প্রত্যাখ্যান করে। আর চীনকে এদের ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছিল তিন বছর ধরে।
‘শেষ পর্যন্ত আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই, যখন চীনারা জানায় এটা করা যেতে পারে।’ বলেন তিনি।
এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পান্ডাদের প্রত্যাবর্তন চিড়িয়াখানার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল। আর এর সঙ্গে ফিনল্যান্ডের সরকারের কোনো সম্পর্ক নেই। এটি দুই দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে না।
হেলসিঙ্কিতে চীনা দূতাবাস রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে, চিড়িয়াখানাটিকে সহায়তা করার জন্য চীন চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনার পর পান্ডাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
হাতি পালা যে বিশাল খরচের ব্যাপার, এটা বাংলা প্রবাদ জানা না থাকলেও যে কেউ বুঝতে পারবেন। তবে এখন দেখা যাচ্ছে, পান্ডা পালার খরচ তার চয়ে ঢের বেশি। এর প্রমাণ, রক্ষণাবেক্ষণের খরচ চালাতে না পেরে আগামী নভেম্বরে দুটি পান্ডাকে চীনে ফেরত পাঠিয়ে দিচ্ছে ফিনল্যান্ডের এক চিড়িয়াখানা।
চুক্তির সময়সীমা শেষের আট বছর আগেই পান্ডা দুটি ফেরত পাঠাতে বাধ্য হচ্ছে ফিনল্যান্ড চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত মঙ্গলবার চিড়িয়াখানাটির পরিচালনা পর্ষদের প্রধান এ তথ্য নিশ্চিত করেন সংবাদ সংস্থা রয়টার্সকে।
লুমি ও পিরি নামের পান্ডা দুটি ফিনল্যান্ডে আনা হয় ২০১৮ সালের জানুয়ারিতে। এর কয়েক মাস আগেই চীনা প্রেসিডেন্ট সি চিনপিং নরডিক দেশটি ভ্রমণের সময় প্রাণী সুরক্ষায় একটি যৌথ চুক্তিতে স্বাক্ষর করেন।
১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই বাণিজ্য সম্পর্ক জোরদার, বৈদেশিক সম্পর্ককে শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক ভাবমূর্তি বাড়াতে বিদেশি চিড়িয়াখানায় পান্ডা পাঠিয়ে আসছে চীন।
পান্ডাগুলোর বর্তমান বাসস্থান আহতারি চিড়িয়াখানা জানিয়েছে, চুক্তি অনুসারে ১৫ বছর থাকার কথা ছিল জনপ্রিয় এই প্রাণীগুলোর। কিন্তু শিগগিরই পান্ডাগুলোর এক মাসের কোয়ারেন্টাইন শুরু করা হবে। তারপর জাহাজে করে চীনে ফেরত পাঠানোর হবে এদের।
বেসরকারি এই চিড়িয়াখানার পরিচালনা পর্ষদের প্রধান রিস্টো সিভোনেন বলেন, যে জায়গায় প্রাণী দুটি রাখা হয়েছে, তার পেছনে তাদের খরচ পড়েছে ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১০৮ কোটি টাকার বেশি। এ ছাড়া সরকারকে দেওয়া একটি সংরক্ষণ ফিসহ এদের পেছনে বছরে গুনতে হয় ১৬ লাখ ৭০ হাজার ডলার (কোটি টাকার বেশি)।
অর্থাৎ, বুঝতেই পারছেন পাঠক, একটি পান্ডার পেছনে বার্ষিক খরচ ১০ কোটি টাকার বেশি। এখন নিশ্চয় পান্ডা পালা যে হাতি পালার চেয়ে বেশি খরচের, এটা মেনে নেওয়ায় আপনাদের আর কোনো দ্বিধা থাকবে না।
মধ্য ফিনল্যান্ডের চিড়িয়াখানাটি কিন্তু বড় আশা নিয়ে এই পান্ডাদের এনেছিল। তাদের ধারণা ছিল এরা প্রচুর দর্শক টানবে। কিন্তু গত বছর তারা জানায়, করোনা মহামারির কারণে পর্যটক আসা কমে যাওয়ায় এই পান্ডা পোষা মুশকিল হয়ে পড়েছে। ক্রমবর্ধমান ঋণে এরা জর্জরিত করছে চিড়িয়াখানাটিকে। এদের ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করছে তারা।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি খরচ বাড়িয়েছে উল্লেখ করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ফিনল্যান্ডের সরকার ২০২৩ সালে তাদের রাষ্ট্রীয় অর্থায়নের আবেদন প্রত্যাখ্যান করে। আর চীনকে এদের ফিরিয়ে দেওয়ার আলোচনা চলছিল তিন বছর ধরে।
‘শেষ পর্যন্ত আমরা এমন একটি পর্যায়ে পৌঁছাই, যখন চীনারা জানায় এটা করা যেতে পারে।’ বলেন তিনি।
এদিকে ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পান্ডাদের প্রত্যাবর্তন চিড়িয়াখানার একটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল। আর এর সঙ্গে ফিনল্যান্ডের সরকারের কোনো সম্পর্ক নেই। এটি দুই দেশের সম্পর্কের ওপরও প্রভাব ফেলবে না।
হেলসিঙ্কিতে চীনা দূতাবাস রয়টার্সকে এক বিবৃতিতে জানিয়েছে, চিড়িয়াখানাটিকে সহায়তা করার জন্য চীন চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত বন্ধুত্বপূর্ণ আলোচনার পর পান্ডাদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
বিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগেচীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাংশার এক আবাসিক এলাকা লাল ব্যানার টাঙিয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ জানিয়েছেন তাঁর স্ত্রী। ব্যানারে ওই নারী ব্যঙ্গ করে তাঁর ঘনিষ্ঠ বান্ধবীকে স্বামীর সঙ্গে পরকীয়া সম্পর্ক তৈরি করায় ‘কৃতজ্ঞতা’ প্রকাশ করেছেন।
৯ দিন আগে