অনলাইন ডেস্ক
জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।
টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।
ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান।
প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।
ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’
গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’।
ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’
জাপানে কবুতর হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত অক্টোবরে রাজধানী টোকিওতে এক ব্যক্তি রাস্তার কবুতরের ঝাঁকের ভেতর গাড়ি চালিয়ে দেন। এতে একটি কবুতর মারা যাওয়ায় গত রোববার (৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল মঙ্গলবার পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে গাড়ি চালিয়ে নেন। রাস্তার ওপর পাখি থাকায় তিনি রেগে গিয়েছিলেন।
টোকিও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তি আৎসুসি ওজাওয়া (৫০) গত মাসে তাঁর গাড়ি দিয়ে একটি মুক্ত কবুতর হত্যা করেছেন। এটি কোনো প্রতিযোগিতা বা শিকারের প্রাণী ছিল না। বন্য প্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন করায় গত রোববার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্রাফিকের সবুজ বাতি জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে গাড়ি চালান এবং রাস্তায় থাকা কবুতরের ঝাঁকের ভেতর দিয়ে চালিয়ে নেন।
ইঞ্জিনের শব্দে চমকে ওঠা এক পথচারী পরে এ সম্পর্কে পুলিশকে জানান।
প্রতিবেদন অনুসারে, টোকিও পুলিশ একজন প্রাণিচিকিৎসকের সহায়তায় কবুতরটির ময়নাতদন্ত করেছে। ময়নাতদন্তে পাখির মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ‘ট্রমাটিক শক’ বা আকস্মিক চাপ।
ওজাওয়া পুলিশকে বলেন, ‘রাস্তা মানুষের জন্য, তাই কবুতরের উচিত ছিল রাস্তা থেকে দূরে থাকা।’
গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়ার আগে পুলিশ বলে, পেশাদার চালক হিসেবে তাঁর আচরণ অত্যন্ত ‘ক্ষতিকর’।
ঘটনা নিয়ে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটারে) মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ব্যবহারকারী বলেছেন, ‘বাহ্! কবুতরকে গাড়ি চাপা দেওয়ার জন্যও মানুষ গ্রেপ্তার হতে পারে?’ আরেক ব্যবহারকারী বলেছেন, ‘তিনি শুধু গাড়ির হর্ন বাজালেই পারতেন। তবে ইচ্ছাকৃতভাবে হত্যা করাটা সীমা লঙ্ঘন।’
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
১২ ঘণ্টা আগেনেই অফিসে যাওয়ার ঝক্কি। তবে, আছে অফিসের কাজ। বর্তমানে বেশ জনপ্রিয় একটি ধারণা এই ‘হোম অফিস’। যুক্তরাষ্ট্রে আজ ‘অর্গানাইজ ইওর হোম অফিস ডে’, অর্থাৎ নিজের কাজের জায়গা ও পরিবেশকে সুশৃঙ্খল করার দিন এটি।
১ দিন আগেফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
৪ দিন আগেএক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
৪ দিন আগে