২৮ বছর বয়সী ইনফ্লুয়েন্সার সোফি গ্রিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে মিডটাউন ম্যানহাটনে গিয়েছিলেন। গভীর রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ছিল ভরসা। মাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। উবারে ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোফি জানান, নিউ জার্সির উইহকেনে তাঁর বাড়ি। সেদিন একটি উবার এক্সএল বুক করেন তিনি। সাড়ে ৫ কিলোমিটার যাত্রার জন্য উবার প্রাথমিকভাবে ৮৯ ডলার (১০ হাজার ৫৯০ টাকা) চার্জ দেখায়। গন্তব্যে পৌঁছাতে ৫ কিলোমিটারের রাস্তা যানজটে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। গন্তব্যে পৌঁছে সোফি অ্যাপ চেক করে বিশাল চার্জ দেখে বিস্মিত হয়ে যান।
সোফি বলেন, ‘উবারের বিল দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল। এর ওপর আমাদের কোনো হাত ছিল না। এমন না যে আমরা গাড়িচালককে কোথাও থামতে বলছিলাম বা গাড়ি থামিয়ে অন্য কিছু করছিলাম।’
সোফি জানান, মিডটাউনের সড়কে তীব্র যানজট ছিল। কোনো কোনো জায়গায় পথ আংশিক বন্ধও ছিল। এ কারণে সময় বেশি লাগে। এছাড়া সান্টাকন উৎসবের বিশৃঙ্খলাও এর একটি কারণ ছিল। তাঁরা নির্ধারিত গন্তব্যের বাইরে কোথাও দাঁড়াননি।
এতক্ষণ সড়কে আটকে থাকায় উবার থেকে সোফিকে বেশ কয়েকবার বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, গাড়িটি অনেকক্ষণ স্থির দাঁড়িয়ে আছে। সোফি নিরাপদ আছে কি না জানতে চাওয়া হয়। তবে ভাড়া এত বাড়বে সে বিষয়ে কোনো সতর্কতা দেয়নি বলে জানান সোফি।
তিনি বলেন, ‘তারা (উবার) আমাকে একাধিকবার বার্তা পাঠিয়েছিল। বার্তায় বলা হয়, মনে হচ্ছে আপনার গাড়ি অনেকক্ষণ ধরে থেমে আছে। আপনি কি নিরাপদ? ’
সোফি সঙ্গে সঙ্গে এই উদ্ভট চার্জের বিষয়ে উবারকে অভিযোগ জানানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান পাননি। পরদিন সকালে এ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন তিনি। এর আধা ঘণ্টার মধ্যে উবার তাঁকে অতিরিক্ত অর্থ ফেরত দিয়ে ভাড়ার অঙ্ক ৮৯ ডলারে নামিয়ে দেয়, যা প্রথমে জানানো হয়েছিল।
সোফি অভিযোগ করেন, ‘তারা (উবার) হয়তো ভাবছে, অনেকে এটা খেয়াল করবে না। বা অনেকে মনে করে বছরের এই সময়ে ভাড়া বেশি হবে।’
বিষয়টি নিশ্চিত করে উবারের মুখপাত্র জোশ গোল্ড বলেন, ‘আমরা যাত্রীদের সমস্যাগুলো বুঝি। তাই তাদের আংশিক অর্থ ফেরত দিয়েছি।’ একই কারণে সোফির মতো আরও কয়েকজন যাত্রীর ভাড়া অনেক বেড়ে গিয়েছিল বলে জানান তিনি।
২৮ বছর বয়সী ইনফ্লুয়েন্সার সোফি গ্রিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করতে মিডটাউন ম্যানহাটনে গিয়েছিলেন। গভীর রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ছিল ভরসা। মাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। উবারে ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
নিউইয়র্ক পোস্টের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সোফি জানান, নিউ জার্সির উইহকেনে তাঁর বাড়ি। সেদিন একটি উবার এক্সএল বুক করেন তিনি। সাড়ে ৫ কিলোমিটার যাত্রার জন্য উবার প্রাথমিকভাবে ৮৯ ডলার (১০ হাজার ৫৯০ টাকা) চার্জ দেখায়। গন্তব্যে পৌঁছাতে ৫ কিলোমিটারের রাস্তা যানজটে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। গন্তব্যে পৌঁছে সোফি অ্যাপ চেক করে বিশাল চার্জ দেখে বিস্মিত হয়ে যান।
সোফি বলেন, ‘উবারের বিল দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল। এর ওপর আমাদের কোনো হাত ছিল না। এমন না যে আমরা গাড়িচালককে কোথাও থামতে বলছিলাম বা গাড়ি থামিয়ে অন্য কিছু করছিলাম।’
সোফি জানান, মিডটাউনের সড়কে তীব্র যানজট ছিল। কোনো কোনো জায়গায় পথ আংশিক বন্ধও ছিল। এ কারণে সময় বেশি লাগে। এছাড়া সান্টাকন উৎসবের বিশৃঙ্খলাও এর একটি কারণ ছিল। তাঁরা নির্ধারিত গন্তব্যের বাইরে কোথাও দাঁড়াননি।
এতক্ষণ সড়কে আটকে থাকায় উবার থেকে সোফিকে বেশ কয়েকবার বার্তা পাঠানো হয়। বার্তায় বলা হয়, গাড়িটি অনেকক্ষণ স্থির দাঁড়িয়ে আছে। সোফি নিরাপদ আছে কি না জানতে চাওয়া হয়। তবে ভাড়া এত বাড়বে সে বিষয়ে কোনো সতর্কতা দেয়নি বলে জানান সোফি।
তিনি বলেন, ‘তারা (উবার) আমাকে একাধিকবার বার্তা পাঠিয়েছিল। বার্তায় বলা হয়, মনে হচ্ছে আপনার গাড়ি অনেকক্ষণ ধরে থেমে আছে। আপনি কি নিরাপদ? ’
সোফি সঙ্গে সঙ্গে এই উদ্ভট চার্জের বিষয়ে উবারকে অভিযোগ জানানোর চেষ্টা করেন, কিন্তু কোনো সমাধান পাননি। পরদিন সকালে এ নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন তিনি। এর আধা ঘণ্টার মধ্যে উবার তাঁকে অতিরিক্ত অর্থ ফেরত দিয়ে ভাড়ার অঙ্ক ৮৯ ডলারে নামিয়ে দেয়, যা প্রথমে জানানো হয়েছিল।
সোফি অভিযোগ করেন, ‘তারা (উবার) হয়তো ভাবছে, অনেকে এটা খেয়াল করবে না। বা অনেকে মনে করে বছরের এই সময়ে ভাড়া বেশি হবে।’
বিষয়টি নিশ্চিত করে উবারের মুখপাত্র জোশ গোল্ড বলেন, ‘আমরা যাত্রীদের সমস্যাগুলো বুঝি। তাই তাদের আংশিক অর্থ ফেরত দিয়েছি।’ একই কারণে সোফির মতো আরও কয়েকজন যাত্রীর ভাড়া অনেক বেড়ে গিয়েছিল বলে জানান তিনি।
জাপানে ছোটখাটো বিরোধ বা ঝামেলা মেটাতে এখন আর পুলিশের দরকার নেই। দরকার নেই আদালতেরও নয়। কারণ, এবার বাজারে নেমেছে একেবারে ভিন্নধর্মী সেবা। নাম ‘রেন্টাল কোওয়াইহিতো।’ জাপানি ভাষায় এর মানে দাঁড়ায়—‘ভাড়ায় পাওয়া ভয়ংকর মানুষ।’ যেমন নাম, তেমনি কাজ।
৯ ঘণ্টা আগেবিমা জালিয়াতি এবং পর্নোগ্রাফি রাখার দায়ে এক ব্রিটিশ ভাসকুলার সার্জনকে দুই বছর আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৪৯ বছর বয়সী নীল হপার, ২০১৯ সালে নিজের পা কেটে মিথ্যা বিমা দাবি করেছিলেন। এই কাণ্ড ঘটানোর আগে তিনি শত শত অঙ্গচ্ছেদের অস্ত্রোপচার করেছিলেন। সেই সব অপরাধের বিস্তারিত বিবরণ আদালতের নথিতে প্রকাশ..
৪ দিন আগেভারতের রাজস্থানের পাহাড়ি গ্রাম পিপলোডির এক কৃষক মোর সিং। ৬০ বছর বয়সী মোর সিং নিজে কখনো স্কুলে যাননি। কিন্তু তিলে তিলে গড়া নিজের একমাত্র বাড়িটি দান করে দিয়েছেন গ্রামের শিশুদের জন্য। এই অনন্য অবদানের জন্য স্থানীয় বাসিন্দাদের মাঝে রীতিমতো হিরো বনে গেছেন মোর সিং।
৫ দিন আগেদক্ষিণ চীনের এক ব্যক্তি তাঁর ১০ বছরের মেয়ে ও ৮ বছরের ছেলেকে ৮০০ কিলোমিটার হাঁটিয়েছেন। দীর্ঘ এই হণ্ঠন যাত্রার উদ্দেশ্য ছিল সন্তানদের মানসিকভাবে শক্ত করা। তাঁদের এই অভিযানের প্রশংসা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। হংকং থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৮ দিন আগে