আমিনুল ইসলাম নাবিল
বাঙালি গোটা জীবনে যত খাবার খায়, এর অর্ধেকই ডিম। বাজারের অন্যান্য খাবারের চেয়ে ডিমের দাম তুলনামূলক কম হওয়ায় তিনবেলার খাবারেই ডিমের দেখা মেলে। কখনো ডিম হাজির হয় ভাজি হয়ে। কখনো-বা তরকারি হয়ে। আর কখনোবা সিদ্ধ হয়ে। শুধু কি এগুলোতেই সীমাবদ্ধ? না, আরও আছে। ডিমের ভর্তা, কাটলেট, মামলেট, চচ্চড়ি থেকে শুরু করে কদিন পর হয়তো ডিমের আচারের রেসিপিও আসবে। ভালোবাসার এই ডিমকে কেউ কেউ আবার আন্ডা নামেও ডাকেন। ভালোবাসা বলে কথা।
ব্যাচেলর জীবনে রান্নাবান্নার ঝক্কিঝামেলা এড়াতে ডিম বেছে নেন অনেকেই। আবার মধ্যবিত্তের বড় একটা অংশ প্রোটিনের চাহিদা মেটাতে আস্থা রাখেন ডিমে। শুধু কি খাবার হিসেবেই ডিমের কদর? না, ডিমের আরও কদর আছে। পরীক্ষার ফল খারাপ হলে তিরস্কার হিসেবে বলা হয়, ‘তুমি পরীক্ষায় ডিম পেয়েছ।’ অনেক সময় ডিম আবার প্রতিবাদের ভাষা। দুষ্কৃতকারীদের পচা ডিম ছুড়ে মারার প্রবণতা বেশ পুরোনো।
তবে হালে এসে ডিমের আরেক ব্যবহার দেখা যাচ্ছে খুব। আর সেটা হচ্ছে বন্ধু-বান্ধবের জন্মদিনে হাত-পা বেঁধে কাচা ডিম দিয়ে গোসল করানো। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কাঁচা ডিম মাথায় ফাটাতে গিয়ে ব্যথা পেয়ে আহত হওয়ার খবরও এসেছে। তবুও থামেনি এ সংস্কৃতি। আর এই ডিম ফাটিয়ে ডিমের অপমান, ডিমের অপচয় নিয়েই এবারের ডিম দিবসে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে ‘ডিম ঐক্যজোট’।
ডিম দিবসে হাঁস-মুরগি-কোয়েলসহ যাবতীয় সকল ডিমের সংগঠন ডিম ঐক্যজোট এক বিবৃতিতে জানিয়েছে, সকাল-বিকেল ডিম খাও, তাতে কোনো আপত্তি নেই। তিরস্কার কিংবা প্রতিবাদের ভাষা হিসেবে আমাকে ব্যবহার কর, কুসুমে (অন্তরে) গিয়ে তার ঘা লাগলেও এত দিনে তাও মেনে নিয়েছি। কিন্তু আমাকে এভাবে অপচয়ের কাজে ব্যবহার করা যাবে না। এভাবে চলতে থাকলে আমিও একদিন আমার দাম বাড়িয়ে দেব। তখন তোমাদের না খেয়ে থাকতে হবে। এই বছর ভালোভাবে জানালাম। সামনে বছর অ্যাকশনে যাব। ডিমের অপমান সইব না, সইব না।
ডিম ঐক্যজোট বিবৃতিতে আরও জানিয়েছে, ‘কেন, কেন, কেন? শুধু আমার সঙ্গেই কেন? অপমান ও অপচয় শুধু আমার সঙ্গেই। পারলে গরু আর খাসির মাংসের জুস বানিয়ে এমনটা করে দেখাও। দেখি তোমাদের পকেট কত ভারী।
বাঙালি গোটা জীবনে যত খাবার খায়, এর অর্ধেকই ডিম। বাজারের অন্যান্য খাবারের চেয়ে ডিমের দাম তুলনামূলক কম হওয়ায় তিনবেলার খাবারেই ডিমের দেখা মেলে। কখনো ডিম হাজির হয় ভাজি হয়ে। কখনো-বা তরকারি হয়ে। আর কখনোবা সিদ্ধ হয়ে। শুধু কি এগুলোতেই সীমাবদ্ধ? না, আরও আছে। ডিমের ভর্তা, কাটলেট, মামলেট, চচ্চড়ি থেকে শুরু করে কদিন পর হয়তো ডিমের আচারের রেসিপিও আসবে। ভালোবাসার এই ডিমকে কেউ কেউ আবার আন্ডা নামেও ডাকেন। ভালোবাসা বলে কথা।
ব্যাচেলর জীবনে রান্নাবান্নার ঝক্কিঝামেলা এড়াতে ডিম বেছে নেন অনেকেই। আবার মধ্যবিত্তের বড় একটা অংশ প্রোটিনের চাহিদা মেটাতে আস্থা রাখেন ডিমে। শুধু কি খাবার হিসেবেই ডিমের কদর? না, ডিমের আরও কদর আছে। পরীক্ষার ফল খারাপ হলে তিরস্কার হিসেবে বলা হয়, ‘তুমি পরীক্ষায় ডিম পেয়েছ।’ অনেক সময় ডিম আবার প্রতিবাদের ভাষা। দুষ্কৃতকারীদের পচা ডিম ছুড়ে মারার প্রবণতা বেশ পুরোনো।
তবে হালে এসে ডিমের আরেক ব্যবহার দেখা যাচ্ছে খুব। আর সেটা হচ্ছে বন্ধু-বান্ধবের জন্মদিনে হাত-পা বেঁধে কাচা ডিম দিয়ে গোসল করানো। সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। কাঁচা ডিম মাথায় ফাটাতে গিয়ে ব্যথা পেয়ে আহত হওয়ার খবরও এসেছে। তবুও থামেনি এ সংস্কৃতি। আর এই ডিম ফাটিয়ে ডিমের অপমান, ডিমের অপচয় নিয়েই এবারের ডিম দিবসে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে ‘ডিম ঐক্যজোট’।
ডিম দিবসে হাঁস-মুরগি-কোয়েলসহ যাবতীয় সকল ডিমের সংগঠন ডিম ঐক্যজোট এক বিবৃতিতে জানিয়েছে, সকাল-বিকেল ডিম খাও, তাতে কোনো আপত্তি নেই। তিরস্কার কিংবা প্রতিবাদের ভাষা হিসেবে আমাকে ব্যবহার কর, কুসুমে (অন্তরে) গিয়ে তার ঘা লাগলেও এত দিনে তাও মেনে নিয়েছি। কিন্তু আমাকে এভাবে অপচয়ের কাজে ব্যবহার করা যাবে না। এভাবে চলতে থাকলে আমিও একদিন আমার দাম বাড়িয়ে দেব। তখন তোমাদের না খেয়ে থাকতে হবে। এই বছর ভালোভাবে জানালাম। সামনে বছর অ্যাকশনে যাব। ডিমের অপমান সইব না, সইব না।
ডিম ঐক্যজোট বিবৃতিতে আরও জানিয়েছে, ‘কেন, কেন, কেন? শুধু আমার সঙ্গেই কেন? অপমান ও অপচয় শুধু আমার সঙ্গেই। পারলে গরু আর খাসির মাংসের জুস বানিয়ে এমনটা করে দেখাও। দেখি তোমাদের পকেট কত ভারী।
এই ঘটনার জেরে চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত চলছে। সিস্টার হংয়ের ঘটনা সামনে আসতেই চীনা নেটিজেনদের একাংশের মধ্যে আলোচনায় আসে ২০১৬ সালের আরেক প্রতারণার কাহিনি।
২ দিন আগেঅনেকের কাছেই মদের বোতলে ডুবে থাকা সাপ, মোটেই রুচিকর বা মনোহর দৃশ্য নয়। তবে এশিয়ার কিছু অঞ্চলে এই ছবি আশার প্রতীক, স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি। এই ব্যতিক্রমী পানীয়টির নাম ‘স্নেক ওয়াইন’ বা সাপের ওয়াইন। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি পান করা হয়ে আসছে এই অঞ্চলে। অনেকেরই বিশ্বাস, এতে রয়েছে ওষধিগুণ।
৩ দিন আগেনারীর বগলের গন্ধ পুরুষদের আচরণে প্রভাব ফেলতে পারে। এমনকি তাদের মানসিক চাপও কমাতে পারে। এমনটাই জানা গেছে, জাপানে হওয়া এক চমকপ্রদ গবেষণা থেকে। তবে এই প্রভাব সব সময় দেখা যায় না। মাসের নির্দিষ্ট কিছু সময়ে, যখন নারীদের গন্ধ পুরুষদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়, তখনই এই প্রভাব দেখা যায়।
৫ দিন আগেযুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বাসিন্দা ৩৩ বছর বয়সী এমিলি এনজার এখন নিয়মিত আয় করছেন বুকের দুধ বিক্রি করে। পাঁচ সন্তানের এই মা প্রতিদিন সন্তানদের দুধ পান করানোর পর অতিরিক্ত যে দুধ পাম্প করেন, তা ব্যাগে ভরে সংরক্ষণ করেন ফ্রিজে। উদ্দেশ্য—নিজের সন্তানের জন্য নয়, বরং বিক্রি করে বাড়তি আয় করা।
৬ দিন আগে