অনলাইন ডেস্ক
প্রায় ৫০০ বছর ধরে একই ডিজাইনের ইউনিফর্ম চালু রেখেছে ব্রিটেনের ক্রাইস্টস হাসপাতাল বোর্ডিং স্কুল। ব্রিটেনের সবচেয়ে পুরোনো সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। এ বিদ্যালয়ের বিশেষত্ব হলো—প্রতিষ্ঠাকালীন টিউডর ইউনিফর্ম তারা এখনো চালু রেখেছে। সে হিসাবে ৪৭১ বছরের ঐতিহ্য ধরে রেখেছে স্কুলটি। এর মধ্যে শিক্ষার্থীদের একটি অংশ একসময় ইউনিফর্ম পরিবর্তনের দাবি তুললেও ভোটে তা নাকচ হয়ে যায়।
১৫৫২ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের হরশামে অবস্থিত এ স্কুলটিতে শিক্ষার্থীদের ইউনিফর্ম হলো এটির সবচেয়ে আকর্ষণীয় ও স্বতন্ত্র বিষয়। স্কুলটির প্রতিষ্ঠাকাল থেকেই লম্বা নীল রঙের কোট, কোমরে বেল্ট, হাঁটু পর্যন্ত লম্বা পায়জামা, হাঁটু পর্যন্ত হলুদ মোজা ও গলায় রুমাল পরার রীতি রয়েছে। স্কুল থেকে সব শিক্ষার্থীকে বিনা মূল্যে এ পোশাক সরবরাহ করা হয়।
২০১০ সালের দিকে স্কুলপ্রধানেরা এ ইউনিফর্ম হালনাগাদ করার পরামর্শ দেন। পরে এ নিয়ে বিতর্ক উঠলে স্কুলটির প্রায় ৮০০ শিক্ষার্থীর ৯৫ শতাংশই পুরোনো ইউনিফর্ম রাখার পক্ষে ভোট দেয়। মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী আধুনিক ডিজাইনের পক্ষে ছিল।
এই ইউনিফর্মকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউনিফর্ম বলা হয়। প্রাচীন এই ইউনিফর্ম দেখলে যে কেউ সহজেই চিনতে পারে। রাজা ষষ্ঠ এডওয়ার্ড প্রতিষ্ঠা করার পর আর এ স্কুলের পোশাকের কোনো পরিবর্তন হয়নি।
দাতব্য শিক্ষাপ্রতিষ্ঠান ক্রাইস্টস হাসপাতালে এতিম ও দরিদ্র পরিবারের শিশুদের উন্নতমানের শিক্ষার সুযোগ দেওয়া হয়। র্যাপ সংগীতশিল্পী টাইও ক্রুজ এ স্কুলে পড়েছেন। লন্ডনের বাসিন্দারা এই শিশুদের মুক্তহস্তে দান করতেন। শিক্ষার্থীদের জন্য তাঁরা নতুন জামাকাপড় পাঠাতেন।
স্কুলটির প্রাথমিক ইউনিফর্ম ছিল টিউডর শৈলী অনুসারে বেশ রঙিন। ইউনিফর্মের জন্য নীল এবং হলুদ রং বেছে নেওয়ার পেছনে ধারণা করা হয়, দুটি রংই সস্তা। পাশাপাশি এ স্কুলের শিশুদের অন্যান্য স্কুলে পড়া শিশুদের থেকে আলাদা করার জন্য নীল ও হলুদ রং বেছে নেওয়া হয়ে থাকতে পারে।
স্কুলের প্রধান শিক্ষক জন ফ্রাঙ্কলিন বলেন, এটি স্পষ্ট যে, বিগত প্রজন্মের শিক্ষার্থীদের মতো এখনকার শিক্ষার্থীরাও এ ইউনিফর্মকে গর্ব হিসেবে ধারণ করে। একে ঐক্য ও পরিচয়ের এক ইতিবাচক অনুষঙ্গ হিসেবে দেখে তারা।’
শিক্ষার্থীদের অধিকাংশই এ ইউনিফর্মকে স্কুলের ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে। তারা বলে, অন্যদের চেয়ে আলাদা ইউনিফর্মের কারণে তাদের সহজেই চেনা যায়। এতে তারা নিজেদের মধ্যে একতা অনুভব করে।
সাবেক এক শিক্ষার্থী জেসন ফ্লেমিং ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইনকে বলেন, ‘আমি আনন্দিত যে তাঁরা এ ইউনিফর্ম আগের মতো রাখছেন। আমি এ ইউনিফর্ম সব সময় পছন্দ করতাম। এ পোশাকের অর্থ হলো, আমরা সবাই এক এবং গুরুত্বপূর্ণ কিছুর অংশ।’ ফ্লেমিং জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে।
বাইরের মানুষের কাছে ক্রাইস্টস হাসপাতাল বোর্ডিং স্কুলটি ‘নীল কোটের স্কুল’ নামে পরিচিত। তবে শিক্ষার্থীরা স্কুলকে বলে, ‘হাউজি’ এবং তাঁদের লম্বা কোটকে বলে ‘হাউজি কোট’।
প্রায় ৫০০ বছর ধরে একই ডিজাইনের ইউনিফর্ম চালু রেখেছে ব্রিটেনের ক্রাইস্টস হাসপাতাল বোর্ডিং স্কুল। ব্রিটেনের সবচেয়ে পুরোনো সরকারি বিদ্যালয়গুলোর মধ্যে এটি অন্যতম। এ বিদ্যালয়ের বিশেষত্ব হলো—প্রতিষ্ঠাকালীন টিউডর ইউনিফর্ম তারা এখনো চালু রেখেছে। সে হিসাবে ৪৭১ বছরের ঐতিহ্য ধরে রেখেছে স্কুলটি। এর মধ্যে শিক্ষার্থীদের একটি অংশ একসময় ইউনিফর্ম পরিবর্তনের দাবি তুললেও ভোটে তা নাকচ হয়ে যায়।
১৫৫২ সালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের হরশামে অবস্থিত এ স্কুলটিতে শিক্ষার্থীদের ইউনিফর্ম হলো এটির সবচেয়ে আকর্ষণীয় ও স্বতন্ত্র বিষয়। স্কুলটির প্রতিষ্ঠাকাল থেকেই লম্বা নীল রঙের কোট, কোমরে বেল্ট, হাঁটু পর্যন্ত লম্বা পায়জামা, হাঁটু পর্যন্ত হলুদ মোজা ও গলায় রুমাল পরার রীতি রয়েছে। স্কুল থেকে সব শিক্ষার্থীকে বিনা মূল্যে এ পোশাক সরবরাহ করা হয়।
২০১০ সালের দিকে স্কুলপ্রধানেরা এ ইউনিফর্ম হালনাগাদ করার পরামর্শ দেন। পরে এ নিয়ে বিতর্ক উঠলে স্কুলটির প্রায় ৮০০ শিক্ষার্থীর ৯৫ শতাংশই পুরোনো ইউনিফর্ম রাখার পক্ষে ভোট দেয়। মাত্র ৫ শতাংশ শিক্ষার্থী আধুনিক ডিজাইনের পক্ষে ছিল।
এই ইউনিফর্মকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউনিফর্ম বলা হয়। প্রাচীন এই ইউনিফর্ম দেখলে যে কেউ সহজেই চিনতে পারে। রাজা ষষ্ঠ এডওয়ার্ড প্রতিষ্ঠা করার পর আর এ স্কুলের পোশাকের কোনো পরিবর্তন হয়নি।
দাতব্য শিক্ষাপ্রতিষ্ঠান ক্রাইস্টস হাসপাতালে এতিম ও দরিদ্র পরিবারের শিশুদের উন্নতমানের শিক্ষার সুযোগ দেওয়া হয়। র্যাপ সংগীতশিল্পী টাইও ক্রুজ এ স্কুলে পড়েছেন। লন্ডনের বাসিন্দারা এই শিশুদের মুক্তহস্তে দান করতেন। শিক্ষার্থীদের জন্য তাঁরা নতুন জামাকাপড় পাঠাতেন।
স্কুলটির প্রাথমিক ইউনিফর্ম ছিল টিউডর শৈলী অনুসারে বেশ রঙিন। ইউনিফর্মের জন্য নীল এবং হলুদ রং বেছে নেওয়ার পেছনে ধারণা করা হয়, দুটি রংই সস্তা। পাশাপাশি এ স্কুলের শিশুদের অন্যান্য স্কুলে পড়া শিশুদের থেকে আলাদা করার জন্য নীল ও হলুদ রং বেছে নেওয়া হয়ে থাকতে পারে।
স্কুলের প্রধান শিক্ষক জন ফ্রাঙ্কলিন বলেন, এটি স্পষ্ট যে, বিগত প্রজন্মের শিক্ষার্থীদের মতো এখনকার শিক্ষার্থীরাও এ ইউনিফর্মকে গর্ব হিসেবে ধারণ করে। একে ঐক্য ও পরিচয়ের এক ইতিবাচক অনুষঙ্গ হিসেবে দেখে তারা।’
শিক্ষার্থীদের অধিকাংশই এ ইউনিফর্মকে স্কুলের ঐতিহ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করে। তারা বলে, অন্যদের চেয়ে আলাদা ইউনিফর্মের কারণে তাদের সহজেই চেনা যায়। এতে তারা নিজেদের মধ্যে একতা অনুভব করে।
সাবেক এক শিক্ষার্থী জেসন ফ্লেমিং ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল অনলাইনকে বলেন, ‘আমি আনন্দিত যে তাঁরা এ ইউনিফর্ম আগের মতো রাখছেন। আমি এ ইউনিফর্ম সব সময় পছন্দ করতাম। এ পোশাকের অর্থ হলো, আমরা সবাই এক এবং গুরুত্বপূর্ণ কিছুর অংশ।’ ফ্লেমিং জনপ্রিয় সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে।
বাইরের মানুষের কাছে ক্রাইস্টস হাসপাতাল বোর্ডিং স্কুলটি ‘নীল কোটের স্কুল’ নামে পরিচিত। তবে শিক্ষার্থীরা স্কুলকে বলে, ‘হাউজি’ এবং তাঁদের লম্বা কোটকে বলে ‘হাউজি কোট’।
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৮ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৮ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৮ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২২ দিন আগে