তিন মাসে রাধিকার তিন ছবি
হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি, বাংলা— অনেক ভাষার ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ২০১৮ সালে বলিউডে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ওই বছর মুক্তি পায় তাঁর কয়েকটি ছবি ও সিরিজ। যার মধ্যে উল্লেখযোগ্য ‘সেক্রেড গেমস’, ‘ঘুল’, ‘লাস্ট স্টোরিজ’, ‘আন্ধাধুন’ ও ‘প্যাডম্যান’।