মডেল থেকে অভিনেত্রী। দেবের হাত ধরেই টালিউডে একের পর এক ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। পরপর পাঁচটি ছবিতে একসঙ্গে দেখা গেছে দেব-রুক্মিণীকে। এই দুই তারকার প্রেমের গুঞ্জনও চাউর আছে। ক্যারিয়ারের শুরু থেকেই দেবের নায়িকা হিসেবে পরিচিত রুক্মিণী। মাঝে অবশ্য ‘সুইজারল্যান্ড’ ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।
এবার নায়িকার মিশন বলিউড। ‘সানাক’ দিয়ে বলিউডে অভিনয় শুরু করলেন রুক্মিণী। নায়ক হিসেবে পেলেন বিদ্যুৎ জামওয়ালকে। ‘সানাক’ ছবিটি পরিচালনা করেছেন কণিষ্ক শর্মা। প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। রোমান্স আর অ্যাকশনে ভরপুর ‘সানাক’-এর ট্রেলারে মুগ্ধ দেবও।
ছবিতে দেখা যাবে, রুক্মিণীর হৃৎপিণ্ড ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। প্রয়োজন অস্ত্রোপচার। কিন্তু জীবনযুদ্ধে হার মানতে নারাজ রুক্মিণী। অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর ঘটে বিপত্তি। সেখানে সন্ত্রাসবাদীদের হামলা। পুরো হাসপাতাল জঙ্গিদের দখলে। স্ত্রীকে রক্ষা করতে এরপর হিরোর এন্ট্রি। একের পর এক জঙ্গিকে পরাস্ত করেন বিদ্যুৎ। আগামী ১৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘সানাক’।
সমালোচকদের মুখ এখন বন্ধ। একের পর এক ছবি করছেন দেব ছাড়াই। এই বাছাই সচেতনভাবেই? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণীর সোজাসাপ্টা উত্তর, ‘সমালোচনা তো শিল্পীদের জীবনের একটা অঙ্গ! অন্তত আমি তা-ই মনে করি। আমার পরিশ্রম আর আমার চরিত্র—এই দুটো নিয়ে তো বিতর্ক নেই। তাই হয়তো আমি দেবের সঙ্গে পরপর পাঁচটি ছবি করেছি, এটাই সমালোচনার বিষয়! আমি যদিও পাত্তা দিই না। আমি অভিনয়ে আসব, দেবের বিপরীতে অভিনয় করব, কোনোটাই আগে থেকে ঠিক ছিল না। আমরাও কাউকে অনুরোধ করিনি, আমাদের নিয়ে ছবি করা হোক। পরিচালকদের মনে হয়েছে, তাঁরা নিয়েছেন। আবির চট্টোপাধ্যায়, বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সুযোগ পাওয়াটাও মনে করি সময়ের ব্যাপার। আগামী দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেও করব।’
রুক্মিণী বর্তমানে দেবের বিপরীতে ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। পূজার একাধিক টিভি অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
দেখুন ‘সানাক’ ছবির ট্রেলার:
মডেল থেকে অভিনেত্রী। দেবের হাত ধরেই টালিউডে একের পর এক ছবিতে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। পরপর পাঁচটি ছবিতে একসঙ্গে দেখা গেছে দেব-রুক্মিণীকে। এই দুই তারকার প্রেমের গুঞ্জনও চাউর আছে। ক্যারিয়ারের শুরু থেকেই দেবের নায়িকা হিসেবে পরিচিত রুক্মিণী। মাঝে অবশ্য ‘সুইজারল্যান্ড’ ছবিতে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছেন।
এবার নায়িকার মিশন বলিউড। ‘সানাক’ দিয়ে বলিউডে অভিনয় শুরু করলেন রুক্মিণী। নায়ক হিসেবে পেলেন বিদ্যুৎ জামওয়ালকে। ‘সানাক’ ছবিটি পরিচালনা করেছেন কণিষ্ক শর্মা। প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার। রোমান্স আর অ্যাকশনে ভরপুর ‘সানাক’-এর ট্রেলারে মুগ্ধ দেবও।
ছবিতে দেখা যাবে, রুক্মিণীর হৃৎপিণ্ড ধীরে ধীরে বিকল হয়ে যাচ্ছে। প্রয়োজন অস্ত্রোপচার। কিন্তু জীবনযুদ্ধে হার মানতে নারাজ রুক্মিণী। অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হওয়ার পর ঘটে বিপত্তি। সেখানে সন্ত্রাসবাদীদের হামলা। পুরো হাসপাতাল জঙ্গিদের দখলে। স্ত্রীকে রক্ষা করতে এরপর হিরোর এন্ট্রি। একের পর এক জঙ্গিকে পরাস্ত করেন বিদ্যুৎ। আগামী ১৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে ‘সানাক’।
সমালোচকদের মুখ এখন বন্ধ। একের পর এক ছবি করছেন দেব ছাড়াই। এই বাছাই সচেতনভাবেই? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণীর সোজাসাপ্টা উত্তর, ‘সমালোচনা তো শিল্পীদের জীবনের একটা অঙ্গ! অন্তত আমি তা-ই মনে করি। আমার পরিশ্রম আর আমার চরিত্র—এই দুটো নিয়ে তো বিতর্ক নেই। তাই হয়তো আমি দেবের সঙ্গে পরপর পাঁচটি ছবি করেছি, এটাই সমালোচনার বিষয়! আমি যদিও পাত্তা দিই না। আমি অভিনয়ে আসব, দেবের বিপরীতে অভিনয় করব, কোনোটাই আগে থেকে ঠিক ছিল না। আমরাও কাউকে অনুরোধ করিনি, আমাদের নিয়ে ছবি করা হোক। পরিচালকদের মনে হয়েছে, তাঁরা নিয়েছেন। আবির চট্টোপাধ্যায়, বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে সুযোগ পাওয়াটাও মনে করি সময়ের ব্যাপার। আগামী দিনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলেও করব।’
রুক্মিণী বর্তমানে দেবের বিপরীতে ‘কিশমিশ’ ছবির শুটিংয়ে ব্যস্ত। পূজার একাধিক টিভি অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
দেখুন ‘সানাক’ ছবির ট্রেলার:
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৬ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৬ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৬ ঘণ্টা আগে