Ajker Patrika

কমেডিতে ভরপুর নতুন ‘বান্টি অউর বাবলি’

কমেডিতে ভরপুর নতুন ‘বান্টি অউর বাবলি’

‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।

সাইফ আলি খান, রানি মুখার্জি ও সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরীটিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।

সিদ্ধান্ত চতুর্বেদী, শর্বরীটিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত