‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।
টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।
টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।
‘বান্টি অউর বাবলি’, সুপারহিট এই ছবির সিক্যুয়েল ‘বান্টি অউর বাবলি টু’। প্রকাশ হয়েছে ছবির টিজার। এবার আর অভিষেক বচ্চন নয়, বান্টির চরিত্রে অভিনয় করবেন সাইফ আলি খান। বারো বছর পর আবারও একসঙ্গে পর্দায় আসছেন সাইফ আলি খান ও রানি মুখার্জি। ছবির ঘোষণার পর থেকেই অপেক্ষায় দর্শকেরা।
টিজারটি এসেছে একটু অন্য ধাচে। টিজারে দেখা যায় বান্টির চরিত্রে অভিনয় করতে হাজির সাইফ আলী খান ও বাবলির চরিত্রে অভিনয় করতে হাজির রানি মুখার্জি। সেইমতোই টেক দেওয়ার আগে শুটিং সেটে নিজেদের মধ্য়ে কথা বলছিলেন তাঁরা। কিন্তু টিজার শুটের আগেই সেখানে হাজির সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরী। রানি ও সাইফকে তাঁরা জানান, তাঁরাই নতুন বান্টি আর বাবলি। তখনই পরিচালক বরুণের উপর রেগে যান রানি। তিনি বলেন, ‘আমিই তো বাবলি’। তাঁর কথার উত্তরে পরিচালক বলেন, আদিত্য চোপড়া বদলে দিয়েছেন চিত্রনাট্য। পরিচালকের কথা শুনে রেগে ফ্লোর ছাড়েন রানি। প্রযোজককে দেখা করতে বলেন তাঁর সঙ্গে। তবে শুধু রানি নয়, ক্ষেপে যান সাইফও। তিনি পরিচালককে ডাকেন ভ্যানে। অন্যদিকে আনন্দে আত্মহারা সিদ্ধান্ত ও শর্বরী। তাঁরা শুট করতে চায় কিন্তু বন্ধ হয়ে যায় ফ্লোরের আলো। এরপর সেট থেকে বেরিয়ে যান সকলে।
টিজার প্রসঙ্গে ছবির বাবলি অর্থাৎ রানি মুখার্জি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘টিজারে যা দেখানো হয়েছে তা আসলে ছবির অংশ। ছবিটি কমেডিতে ভরপুর। প্রতিটা দৃশ্যই দর্শককে নতুনকরে হাসির খোড়াক জোগাবে।’ ছবির বান্টি সাইফ আলি খানের মতে,‘এই ছবি অনেকটা ইঁদুর বিড়ালের খেলার মতো। এখানে দুটো কাপলের গল্প রয়েছে। খুব সুন্দর করে লেখা হয়েছে চিত্রনাট্য।’ আগামী ১৯ নভেম্বর সিনেমাহলে মুক্তি পাবে ‘বান্টি অউর বাবলি টু’।
সৌদি আরবের প্রথম দিকের কয়েকজন নারী র্যাপারের একজন জারা। সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সৌদির সীমানা পেরিয়ে তিনি এখন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে থাকছেন। আরবি, ইংরেজির পাশাপাশি সুইডিশ ভাষাতেও সাবলীল এই তরুণী। জানান, আরও একটি ভাষা শেখার ইচ্ছা আছে তাঁর। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর গান...
৯ ঘণ্টা আগেবিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
১৫ ঘণ্টা আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
১৫ ঘণ্টা আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
১৫ ঘণ্টা আগে