এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবির নতুন ছবিতে অভিনয় করবেন অনন্যা পান্ডে। ছবির নাম ‘খো গায়ে হাম কাঁহা’। ছবিতে মুম্বাইয়ের তিন বন্ধুর গল্প দেখানো হবে। ছবিটি প্রযোজনা করছেন ফারহান আখতার, রিতেশ সিধারনি, জোয়া আখতার ও রিমা কাগতি। ছবির মূল চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও আদর্শ গৌরবকে। সিদ্ধান্ত ও অনন্যা একসঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন এই ছবিতে। এর আগে একসঙ্গে শুটিং শেষ করেছেন শকুন বাত্রার ছবি। সেই ছবির নাম এখনো ঠিক হয়নি। সিদ্ধান্ত ও অনন্যা ছাড়াও ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
অনন্যা পান্ডেকে শেষ দেখা গিয়েছিল ‘খালি পিলি’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’। এই ছবিতে তিনি দক্ষিণি তারকা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন।
চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। তাতে কী হয়েছে? বলিউডে কত তারকাসন্তানেরই তো প্রতিদিন আগমন ঘটছে। স্টারকিড হওয়ায় ইদানীং অনন্যা পান্ডের চেয়ে বেশি কেউ ট্রোলিংয়ের শিকার হননি। যোগ্যতাটা নিজেকে তৈরি করতে হয়, সেটা পদে পদে ভালোই বুঝতে পারছেন অনন্যা। কারণ হিটের দেখা নেই। বলিউডে অনন্যার তিন বছর হতে চলেছে। এর মধ্যে মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিকেই ফ্লপ বলা যায়। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে অভিষেক। ‘পতি পত্নী অউর ওহ’ হিট, তা-ও প্রশংসা পেয়েছেন কার্তিক আরিয়ান। তবে প্রথম ছবিতেই সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার জিতেছিলেন। চাঙ্কি বলেন, ‘আমার অভিনয়জীবনের ৩৪ বছরে চারবার মনোনীত হয়েছিলাম ফিল্মফেয়ার পুরস্কারের জন্য। ‘‘তেজাব”, “আঁখে’’, “হাউসফুল” এবং “আপনা স্বপ্না মানি মনি’’ ছবির জন্য। কিন্তু একবারও আমার হাতে পুরস্কার ওঠেনি। তাই প্রথম ছবিতেই ও এই পুরস্কার জিতে নিল, তখন নিজের চোখের জল আটকে রাখতে পারিনি।’ অতএব, পুরস্কার পেলেও ধরে নেওয়া যেতে পারে তিনি এখনো বলিউডে পায়ের তলার মাটি খুঁজে পাননি। তবু যেহেতু তিনি চাঙ্কি পান্ডের মেয়ে, তাই ইন্ডাস্ট্রিতে তাঁর গুরুত্ব কিছুটা আছেই।
ছবির চেয়ে প্রেমেও কম আলোচিত নন। ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনন্যা ও ঈশান। বহু বিতর্ক নিয়ে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, ঈশান-অনন্যা জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে গড়াল বাস্তব জীবনেও? তাঁদের গতিবিধি তেমনটা বললেও, আপাতত এ নিয়ে মুখ খুলতে রাজি নন।
অনন্যা পান্ডের ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখবেন, সেখানে তিনি হিট। প্রতিনিয়ত ছবি দিচ্ছেন। আর জুড়ে দিচ্ছেন অভিনব সব ক্যাপশনও। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক করেছেন। অনন্যা খুব ভালো ব্যালে নৃত্যশিল্পী। অভিনয়ে আসার আগে অনন্যা পান্ডে শাহরুখ খান অভিনীত ‘রইস’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবির নতুন ছবিতে অভিনয় করবেন অনন্যা পান্ডে। ছবির নাম ‘খো গায়ে হাম কাঁহা’। ছবিতে মুম্বাইয়ের তিন বন্ধুর গল্প দেখানো হবে। ছবিটি প্রযোজনা করছেন ফারহান আখতার, রিতেশ সিধারনি, জোয়া আখতার ও রিমা কাগতি। ছবির মূল চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও আদর্শ গৌরবকে। সিদ্ধান্ত ও অনন্যা একসঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন এই ছবিতে। এর আগে একসঙ্গে শুটিং শেষ করেছেন শকুন বাত্রার ছবি। সেই ছবির নাম এখনো ঠিক হয়নি। সিদ্ধান্ত ও অনন্যা ছাড়াও ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।
অনন্যা পান্ডেকে শেষ দেখা গিয়েছিল ‘খালি পিলি’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’। এই ছবিতে তিনি দক্ষিণি তারকা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন।
চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। তাতে কী হয়েছে? বলিউডে কত তারকাসন্তানেরই তো প্রতিদিন আগমন ঘটছে। স্টারকিড হওয়ায় ইদানীং অনন্যা পান্ডের চেয়ে বেশি কেউ ট্রোলিংয়ের শিকার হননি। যোগ্যতাটা নিজেকে তৈরি করতে হয়, সেটা পদে পদে ভালোই বুঝতে পারছেন অনন্যা। কারণ হিটের দেখা নেই। বলিউডে অনন্যার তিন বছর হতে চলেছে। এর মধ্যে মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিকেই ফ্লপ বলা যায়। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে অভিষেক। ‘পতি পত্নী অউর ওহ’ হিট, তা-ও প্রশংসা পেয়েছেন কার্তিক আরিয়ান। তবে প্রথম ছবিতেই সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার জিতেছিলেন। চাঙ্কি বলেন, ‘আমার অভিনয়জীবনের ৩৪ বছরে চারবার মনোনীত হয়েছিলাম ফিল্মফেয়ার পুরস্কারের জন্য। ‘‘তেজাব”, “আঁখে’’, “হাউসফুল” এবং “আপনা স্বপ্না মানি মনি’’ ছবির জন্য। কিন্তু একবারও আমার হাতে পুরস্কার ওঠেনি। তাই প্রথম ছবিতেই ও এই পুরস্কার জিতে নিল, তখন নিজের চোখের জল আটকে রাখতে পারিনি।’ অতএব, পুরস্কার পেলেও ধরে নেওয়া যেতে পারে তিনি এখনো বলিউডে পায়ের তলার মাটি খুঁজে পাননি। তবু যেহেতু তিনি চাঙ্কি পান্ডের মেয়ে, তাই ইন্ডাস্ট্রিতে তাঁর গুরুত্ব কিছুটা আছেই।
ছবির চেয়ে প্রেমেও কম আলোচিত নন। ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনন্যা ও ঈশান। বহু বিতর্ক নিয়ে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, ঈশান-অনন্যা জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে গড়াল বাস্তব জীবনেও? তাঁদের গতিবিধি তেমনটা বললেও, আপাতত এ নিয়ে মুখ খুলতে রাজি নন।
অনন্যা পান্ডের ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখবেন, সেখানে তিনি হিট। প্রতিনিয়ত ছবি দিচ্ছেন। আর জুড়ে দিচ্ছেন অভিনব সব ক্যাপশনও। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক করেছেন। অনন্যা খুব ভালো ব্যালে নৃত্যশিল্পী। অভিনয়ে আসার আগে অনন্যা পান্ডে শাহরুখ খান অভিনীত ‘রইস’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৬ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৬ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৬ ঘণ্টা আগে