Ajker Patrika

অনন্যা হাঁটবেন কোন পথে?

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৩
অনন্যা হাঁটবেন কোন পথে?

এক্সেল এন্টারটেইনমেন্ট ও টাইগার বেবির নতুন ছবিতে অভিনয় করবেন অনন্যা পান্ডে। ছবির নাম ‘খো গায়ে হাম কাঁহা’। ছবিতে মুম্বাইয়ের তিন বন্ধুর গল্প দেখানো হবে। ছবিটি প্রযোজনা করছেন ফারহান আখতার, রিতেশ সিধারনি, জোয়া আখতার ও রিমা কাগতি। ছবির মূল চরিত্রে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও আদর্শ গৌরবকে। সিদ্ধান্ত ও অনন্যা একসঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন এই ছবিতে। এর আগে একসঙ্গে শুটিং শেষ করেছেন শকুন বাত্রার ছবি। সেই ছবির নাম এখনো ঠিক হয়নি। সিদ্ধান্ত ও অনন্যা ছাড়াও ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে।

অনন্যা পান্ডেকে শেষ দেখা গিয়েছিল ‘খালি পিলি’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে প্যান ইন্ডিয়া ছবি ‘লাইগার’। এই ছবিতে তিনি দক্ষিণি তারকা বিজয় দেবরকোন্ডার সঙ্গে জুটি বেঁধেছেন।

অনন্যা পান্ডেচাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে। তাতে কী হয়েছে? বলিউডে কত তারকাসন্তানেরই তো প্রতিদিন আগমন ঘটছে। স্টারকিড হওয়ায় ইদানীং অনন্যা পান্ডের চেয়ে বেশি কেউ ট্রোলিংয়ের শিকার হননি। যোগ্যতাটা নিজেকে তৈরি করতে হয়, সেটা পদে পদে ভালোই বুঝতে পারছেন অনন্যা। কারণ হিটের দেখা নেই। বলিউডে অনন্যার তিন বছর হতে চলেছে। এর মধ্যে মাত্র তিনটি ছবি মুক্তি পেয়েছে। দুটি ছবিকেই ফ্লপ বলা যায়। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে অভিষেক। ‘পতি পত্নী অউর ওহ’ হিট, তা-ও প্রশংসা পেয়েছেন কার্তিক আরিয়ান। তবে প্রথম ছবিতেই সেরা নবাগত হিসেবে ফিল্মফেয়ার জিতেছিলেন। চাঙ্কি বলেন, ‘আমার অভিনয়জীবনের ৩৪ বছরে চারবার মনোনীত হয়েছিলাম ফিল্মফেয়ার পুরস্কারের জন্য। ‘‘তেজাব”, “আঁখে’’, “হাউসফুল” এবং “আপনা স্বপ্না মানি মনি’’ ছবির জন্য। কিন্তু একবারও আমার হাতে পুরস্কার ওঠেনি। তাই প্রথম ছবিতেই ও এই পুরস্কার জিতে নিল, তখন নিজের চোখের জল আটকে রাখতে পারিনি।’ অতএব, পুরস্কার পেলেও ধরে নেওয়া যেতে পারে তিনি এখনো বলিউডে পায়ের তলার মাটি খুঁজে পাননি। তবু যেহেতু তিনি চাঙ্কি পান্ডের মেয়ে, তাই ইন্ডাস্ট্রিতে তাঁর গুরুত্ব কিছুটা আছেই।

অনন্যা পান্ডেছবির চেয়ে প্রেমেও কম আলোচিত নন। ‘খালি পিলি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অনন্যা ও ঈশান। বহু বিতর্ক নিয়ে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও, ঈশান-অনন্যা জুটির অনস্ক্রিন প্রেমের জল কি তবে গড়াল বাস্তব জীবনেও? তাঁদের গতিবিধি তেমনটা বললেও, আপাতত এ নিয়ে মুখ খুলতে রাজি নন।

অনন্যা পান্ডের ইনস্টাগ্রামে উঁকি দিলে দেখবেন, সেখানে তিনি হিট। প্রতিনিয়ত ছবি দিচ্ছেন। আর জুড়ে দিচ্ছেন অভিনব সব ক্যাপশনও। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক করেছেন। অনন্যা খুব ভালো ব্যালে নৃত্যশিল্পী। অভিনয়ে আসার আগে অনন্যা পান্ডে শাহরুখ খান অভিনীত ‘রইস’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত