আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বলিউড ছবি ‘রোহিঙ্গা’। প্রেক্ষাগৃহে নয়, বিশ্বব্যাপী এটি মুক্তি পেতে যাচ্ছে অ্যাপল টিভিতে।
২০১৯ সালের শেষ দিকে ‘রোহিঙ্গা’ ছবির শুটিং শুরু করেন মিথিলা। ভারতীয় পরিচালক হায়দার খান মূলত আলোকচিত্রী। বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন হায়দার। মিথিলা বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে হায়দার খানের সঙ্গে পরিচয়। তাঁর সঙ্গে একটি পণ্যের ফটোশুটে অংশ নিই। প্রথম দেখায় তিনি বলেছিলেন, “তোমার চেহারাটা ইউনিক। তোমার সঙ্গে একটা বড় কাজ হবে আমার।” এর কিছুদিন পর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।’
ভারতের আসাম, মানালি ও ত্রিপুরাতে শুটিং হয়েছে। প্রথম দিন শুটিং করতে গিয়ে মিথিলা জানতে পারেন, ‘রোহিঙ্গা’ ছবির গল্প তাঁকে কেন্দ্র করেই লেখা। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে মিথিলা বলেন, ‘প্রথম দিন অনেক ভয় লাগছিল। ফ্লাইট থেকে নেমেই শুটিংস্পটে যেতে হয়েছে। শুটিং শুরুর আগে সহশিল্পীর সঙ্গে এক ঘণ্টা মহড়া করেছি।’
মিথিলা জানান, এই ছবিতে তিনি রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন। আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁকে। এমনিতেই মিথিলা ভালো হিন্দি বলতে পারেন। তবু, শুটিংয়ের সময় একজন অনুবাদক রাখা হয়েছিল। মিথিলা বলেন, ‘বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এ ছবির উপজীব্য নয়। এমনকি কোনো রাজনীতিও এ ছবিতে দেখানো হবে না। ছবিতে মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে।’
ছবিতে মিথিলার নায়ক ‘মিস্টার ভুটান’ খ্যাত স্যাঙ্গে। ভুটানের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডের ছবিতেও তাঁকে দেখা গেছে। সালমান খানের ‘রাঁধে’-তে খলচরিত্রে অভিনয় করেছেন স্যাঙ্গে।
আগামী ১৫ নভেম্বর মুক্তি পাচ্ছে মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া জামান মিথিলার বলিউড ছবি ‘রোহিঙ্গা’। প্রেক্ষাগৃহে নয়, বিশ্বব্যাপী এটি মুক্তি পেতে যাচ্ছে অ্যাপল টিভিতে।
২০১৯ সালের শেষ দিকে ‘রোহিঙ্গা’ ছবির শুটিং শুরু করেন মিথিলা। ভারতীয় পরিচালক হায়দার খান মূলত আলোকচিত্রী। বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ ছবিতে সহকারী পরিচালকের দায়িত্ব সামলেছেন হায়দার। মিথিলা বলেন, ‘এক বন্ধুর মাধ্যমে হায়দার খানের সঙ্গে পরিচয়। তাঁর সঙ্গে একটি পণ্যের ফটোশুটে অংশ নিই। প্রথম দেখায় তিনি বলেছিলেন, “তোমার চেহারাটা ইউনিক। তোমার সঙ্গে একটা বড় কাজ হবে আমার।” এর কিছুদিন পর তাঁর ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।’
ভারতের আসাম, মানালি ও ত্রিপুরাতে শুটিং হয়েছে। প্রথম দিন শুটিং করতে গিয়ে মিথিলা জানতে পারেন, ‘রোহিঙ্গা’ ছবির গল্প তাঁকে কেন্দ্র করেই লেখা। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে মিথিলা বলেন, ‘প্রথম দিন অনেক ভয় লাগছিল। ফ্লাইট থেকে নেমেই শুটিংস্পটে যেতে হয়েছে। শুটিং শুরুর আগে সহশিল্পীর সঙ্গে এক ঘণ্টা মহড়া করেছি।’
মিথিলা জানান, এই ছবিতে তিনি রোহিঙ্গা তরুণী হুসনে আরার চরিত্রে অভিনয় করেছেন। আরাকান ও হিন্দি—দুই ভাষায় কথা বলতে দেখা যাবে তাঁকে। এমনিতেই মিথিলা ভালো হিন্দি বলতে পারেন। তবু, শুটিংয়ের সময় একজন অনুবাদক রাখা হয়েছিল। মিথিলা বলেন, ‘বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু এ ছবির উপজীব্য নয়। এমনকি কোনো রাজনীতিও এ ছবিতে দেখানো হবে না। ছবিতে মূলত একজন রোহিঙ্গা মেয়ের ভালোবাসার গল্প দেখানো হয়েছে।’
ছবিতে মিথিলার নায়ক ‘মিস্টার ভুটান’ খ্যাত স্যাঙ্গে। ভুটানের একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। বলিউডের ছবিতেও তাঁকে দেখা গেছে। সালমান খানের ‘রাঁধে’-তে খলচরিত্রে অভিনয় করেছেন স্যাঙ্গে।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৬ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৬ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৬ ঘণ্টা আগে