ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করে রানী মুখার্জি মনে করেন, এখনো অনেক পথচলা বাকি তাঁর। শেখা বাকি অনেক কিছুই। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে ১৯৯৬ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রানী। মেয়ে আদিরার জন্মের পর বিরতি নিয়েছিলেন। ‘হিচকি’ ছবির মাধ্যমে ফেরেন ২০১৮ সালে।
রানী জানিয়েছেন, এখনো নতুন ধরনের কাজ করার প্রেরণা তিনি ভক্তদের কাছ থেকেই পান। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রানী বলেন, ‘এত বছরে আমার পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো, শেখা থামালে চলবে না। বিবাহিত ও এক সন্তানের মা হয়ে যাওয়া নায়িকাকে আমাদের সমাজে এখনো সহজে মেনে নেওয়া হয় না। কিন্তু এত বছর পরেও যে আমি ছবি করতে পারছি, তার জন্য দর্শকের কাছে কৃতজ্ঞ। আর এমন ছবিই করছি, যেগুলো প্রাসঙ্গিক।’
‘মর্দানি’ সিরিজ়ের সাফল্যের পরে যশ রাজ ফিল্মসের ব্যানারে রানীর পরবর্তী ছবি ‘বান্টি অওর বাবলি ২’। বাবলি ওরফে রানী মুখার্জি একই আছেন, বদলে গেছে বান্টি। সিক্যুয়ালে অভিষেক বচ্চনের জায়গায় দেখা যাবে সাইফ আলি খানকে। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন সাইফ-রানী। সাইফ-রানীর কমেডি এর আগেও দেখেছেন দর্শক। পছন্দও করেছেন এই জুটিকে। আগামী ১৯ নভেম্বর ছবির নতুন সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী রানী জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রের নাম ভিম্মি ওরফে বাবলি। মানুষকে প্রতারণার কাজ ছেড়ে এখন সে ফ্যাশন ডিজাইনার। নায়িকার কথায়, তাঁর চরিত্রটি সব সময়েই ‘সেন্টার অব অ্যাট্রাকশন’ হতে চায়। অর্থাৎ সবাই সব সময় তাকেই নজরে রাখবে, এমনটাই ইচ্ছা তার। সেভাবেই ফ্যাশন ডিজাইনার চরিত্রটি তৈরি করা হয়েছে বলে জানান অভিনেত্রী।
ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করে রানী মুখার্জি মনে করেন, এখনো অনেক পথচলা বাকি তাঁর। শেখা বাকি অনেক কিছুই। ‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে ১৯৯৬ সালে বলিউডে যাত্রা শুরু করেছিলেন রানী। মেয়ে আদিরার জন্মের পর বিরতি নিয়েছিলেন। ‘হিচকি’ ছবির মাধ্যমে ফেরেন ২০১৮ সালে।
রানী জানিয়েছেন, এখনো নতুন ধরনের কাজ করার প্রেরণা তিনি ভক্তদের কাছ থেকেই পান। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে রানী বলেন, ‘এত বছরে আমার পাওয়া সবচেয়ে বড় শিক্ষা হলো, শেখা থামালে চলবে না। বিবাহিত ও এক সন্তানের মা হয়ে যাওয়া নায়িকাকে আমাদের সমাজে এখনো সহজে মেনে নেওয়া হয় না। কিন্তু এত বছর পরেও যে আমি ছবি করতে পারছি, তার জন্য দর্শকের কাছে কৃতজ্ঞ। আর এমন ছবিই করছি, যেগুলো প্রাসঙ্গিক।’
‘মর্দানি’ সিরিজ়ের সাফল্যের পরে যশ রাজ ফিল্মসের ব্যানারে রানীর পরবর্তী ছবি ‘বান্টি অওর বাবলি ২’। বাবলি ওরফে রানী মুখার্জি একই আছেন, বদলে গেছে বান্টি। সিক্যুয়ালে অভিষেক বচ্চনের জায়গায় দেখা যাবে সাইফ আলি খানকে। ১২ বছর পর একসঙ্গে কাজ করছেন সাইফ-রানী। সাইফ-রানীর কমেডি এর আগেও দেখেছেন দর্শক। পছন্দও করেছেন এই জুটিকে। আগামী ১৯ নভেম্বর ছবির নতুন সিক্যুয়েল মুক্তি পাওয়ার কথা।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী রানী জানিয়েছেন, ছবিতে তাঁর চরিত্রের নাম ভিম্মি ওরফে বাবলি। মানুষকে প্রতারণার কাজ ছেড়ে এখন সে ফ্যাশন ডিজাইনার। নায়িকার কথায়, তাঁর চরিত্রটি সব সময়েই ‘সেন্টার অব অ্যাট্রাকশন’ হতে চায়। অর্থাৎ সবাই সব সময় তাকেই নজরে রাখবে, এমনটাই ইচ্ছা তার। সেভাবেই ফ্যাশন ডিজাইনার চরিত্রটি তৈরি করা হয়েছে বলে জানান অভিনেত্রী।
২০১২ সালের দিকে কলকাতার এক কনসার্টে আইয়ুব বাচ্চু ও আমি গেয়েছিলাম। আমার পর ও উঠেছিল মঞ্চে। অনেক রাত পর্যন্ত গেয়েছিল। আমি বাসা থেকে ফ্রেশ হয়ে ওর হোটেলে অপেক্ষা করছিলাম দেখা করার জন্য। ও এসেই আমাকে বলল, আমার একটাই ইন্টারেস্ট আছে, পার্ক স্ট্রিটের নাইট ক্লাবে বাজাব।
১ ঘণ্টা আগে২০২২ সালে সংগীতশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হলেও ভেঙে পড়েননি সিঁথি। চিকিৎসা চালিয়ে গেছেন। অপারেশন ও কেমোথেরাপির পর এখন পুরোপুরি সুস্থ তিনি। এর মধ্যে সন্তানের মা হয়েছেন। একেবারে কাছের কয়েকজন ছাড়া কেউ জানত না সিঁথির অসুস্থতার কথা।
১ ঘণ্টা আগেহলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।
১ ঘণ্টা আগেঅস্কারজয়ী ভারতীয় সুরকার ও গায়ক এ আর রাহমানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়—ধর্মান্তর এবং সুফি ইসলাম গ্রহণ। এ নিয়ে একাধিকবার খোলাখুলি কথা বলেছেন তিনি। ২০১৫ সালে প্রকাশিত নাসীর মুন্নি কবিরের লেখা ‘এ আর রাহমান: দ্য স্পিরিট অব মিউজিক’ গ্রন্থে তিনি জানান কীভাবে একজন হিন্দু জ্যোতিষী তাঁর জন্য
১৫ ঘণ্টা আগে