সিনেমা শুরুর আগেই ভারী গলায় ভেসে আসে সতর্কবার্তা, ‘ধূমপান/মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তামাক, সিগারেট, মদের দৃশ্যেও পর্দার এক কোণে এমন সতর্কবার্তা চোখে পড়ে। অথচ বলিউড শাহেনশাহ যখন পান-মশলার বিজ্ঞাপন করেন, ফলাও করে প্রচার করেন পান-মশলার গুণকীর্তন— তখন একটু অবাকই হতে হয়। এমন বিজ্ঞাপনে কাজ করা কি অমিতাভ বচ্চনকে মানায়?
সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চনের এক ভক্ত। অভিনেতার এক ফেসবুক পোস্টের তলায় ওই ভক্ত প্রশ্ন রেখেছেন, ‘আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকল?’
এ প্রশ্ন এড়িয়ে যাননি অমিতাভ। দীর্ঘ জবাব দিয়েছেন।
উত্তরে বলিউড শাহেনশাহ লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো ব্যবসার ভালোর জন্য তার পাশে দাঁড়ানোর আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে। এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি। তবে আপনার যদি মনে হয় আমার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে বলি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এ কাজ করছে।’
শুধু অমিতাভ বচ্চন নয়; অজয় দেবগন, শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো সুপারস্টারদেরও পান-মশলার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগে ক্যানসারে আক্রান্ত এক ভক্ত অজয়কে অনুরোধ করেছিলেন, এই পণ্যের প্রচার না করতে। কিন্তু অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওই অনুরোধে।
সিনেমা শুরুর আগেই ভারী গলায় ভেসে আসে সতর্কবার্তা, ‘ধূমপান/মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’। তামাক, সিগারেট, মদের দৃশ্যেও পর্দার এক কোণে এমন সতর্কবার্তা চোখে পড়ে। অথচ বলিউড শাহেনশাহ যখন পান-মশলার বিজ্ঞাপন করেন, ফলাও করে প্রচার করেন পান-মশলার গুণকীর্তন— তখন একটু অবাকই হতে হয়। এমন বিজ্ঞাপনে কাজ করা কি অমিতাভ বচ্চনকে মানায়?
সম্প্রতি এমন প্রশ্ন তুলেছেন অমিতাভ বচ্চনের এক ভক্ত। অভিনেতার এক ফেসবুক পোস্টের তলায় ওই ভক্ত প্রশ্ন রেখেছেন, ‘আপনি কেন পান মশলার বিজ্ঞাপন করছেন? আপনি তো সকলের আদর্শ। তাহলে আপনার আর অন্যদের মধ্যে কী পার্থক্য থাকল?’
এ প্রশ্ন এড়িয়ে যাননি অমিতাভ। দীর্ঘ জবাব দিয়েছেন।
উত্তরে বলিউড শাহেনশাহ লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো ব্যবসার ভালোর জন্য তার পাশে দাঁড়ানোর আগে ভাবতে নেই কেন সঙ্গ দিচ্ছি। হ্যাঁ, তবে ব্যবসার দিক থেকে দেখলে নিজের ব্যবসাটাও দেখতে হবে। এই বিজ্ঞাপনের জন্য আমি টাকা পাচ্ছি। তবে আপনার যদি মনে হয় আমার এটা করা ঠিক হচ্ছে না, তাহলে বলি আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই কিন্তু এ কাজ করছে।’
শুধু অমিতাভ বচ্চন নয়; অজয় দেবগন, শাহরুখ খান, রণবীর সিংয়ের মতো সুপারস্টারদেরও পান-মশলার বিজ্ঞাপনে দেখা গেছে। এর আগে ক্যানসারে আক্রান্ত এক ভক্ত অজয়কে অনুরোধ করেছিলেন, এই পণ্যের প্রচার না করতে। কিন্তু অভিনেতা কোনো প্রতিক্রিয়া দেখাননি ওই অনুরোধে।
গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় ‘ভুলে যাই আমি’ শিরোনামের গান গেয়ে আলোচনায় এসেছিলেন সংগীতশিল্পী পারশা মাহজাবীন। এবার তানজীব সারোয়ারের সঙ্গে পারশা গাইলেন নতুন গান।
৭ ঘণ্টা আগেগত রোজার ঈদের চার সিনেমা ওটিটিতে এসেছে কোরবানির ঈদে। এবার ওটিটিতে মুক্তির পালা কোরবানির ঈদের সিনেমা। ‘এশা মার্ডার: কর্মফল’ দিয়ে শুরু হচ্ছে ঈদের সিনেমার ওটিটি যাত্রা।
৯ ঘণ্টা আগেজীবনের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রের দর্শকদের জন্য তৈরি হলো নতুন নাটক ‘দ্রোহ’।
৯ ঘণ্টা আগেগতকাল রোববার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যান এ কে রাতুল। জানা গেছে, রোববার বেলা সাড়ে ৩টার দিকে জিমে শরীরচর্চা করার সময় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন।
১৫ ঘণ্টা আগে