Ajker Patrika

তিন মাসে রাধিকার তিন ছবি

তিন মাসে রাধিকার তিন ছবি

হিন্দি, তামিল, তেলুগু, মারাঠি, বাংলা— অনেক ভাষার ছবিতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ২০১৮ সালে বলিউডে দারুণ সময় কাটিয়েছেন তিনি। ওই বছর মুক্তি পায় তাঁর কয়েকটি ছবি ও সিরিজ। যার মধ্যে উল্লেখযোগ্য ‘সেক্রেড গেমস’, ‘ঘুল’, ‘লাস্ট স্টোরিজ’, ‘আন্ধাধুন’ ও ‘প্যাডম্যান’।

এরপর ভারতের আঞ্চলিক ভাষা ও হলিউডের কয়েকটি প্রজেক্টের কাজ করলেও বলিউডে আর সেভাবে পাওয়া যায়নি তাঁকে। বিরতি ভেঙে আবারো বলিউডের ছবিতে সরব হচ্ছেন রাধিকা আপ্তে। এরইমধ্যে কয়েকটি নতুন কাজে যুক্ত হয়েছেন। গত তিন মাসে তিনটি ছবির শুটিং শেষ করেছেন রাধিকা— ‘ফরেনসিক’, ‘মনিকা, ও মাই ডার্লিং’ ও ‘মিসেস আন্ডারকাভার’।

রাধিকা আপ্তেকিছুদিনের মধ্যেই তিনি শুরু করবেন আমাজন প্রাইমের ‘মেড ইন হ্যাভেন ২’ সিরিজের শুটিং। রাধিকা বলেন, ‘এত অল্প সময়ে চারটি প্রজেক্টের কাজ শেষ করা খুবই চ্যালেঞ্জিং ছিল। নতুন চরিত্র, আলাদা আলাদা প্রস্তুতি—শারীরিক ও মানসিকভাবে মানিয়ে নেওয়া খুবই কঠিন ছিল। কিন্তু এখন এভাবেই মানিয়ে নিতে হবে।

রাধিকা আপ্তেরাধিকা আপ্তের হাতে আছে আরো কয়েকটি বলিউডের ছবি। তিনটি ছবির শুটিং শেষ করে তিনি স্বামীর সঙ্গে সময় কাটাতে গেছেন লন্ডনে। ছুটি শেষে ফিরে বাকি ছবি ও সিরিজের শুটিংয়ে ব্যস্ত হয়ে উঠবেন অভিনেত্রী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত