২০১৫ সালে বলিউডে অভিষেক হয় সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। বাবা ও বোনের পর এবার বলিউডে অভিষেক হবে সুনীলপুত্র আহান শেঠির। সাজিদ নাদিয়াওয়ালার রোমান্টিক অ্যাকশন ঘরানার ‘তাড়াপ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। প্রথম ছবিতে আহানের নায়িকা হিসেবে দেখা মিলবে তারা সুতারিয়ার। লুক, ফিটনেস দিয়ে আহান ইতিমধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় নাম হিসেবে আলোচনায়।
গত মার্চেই ‘তাড়াপ’ ছবির শুটিং শেষ করেছেন আহান। এবার মুক্তি পেল ছবির ট্রেইলার। ‘তাড়াপ’-এর ট্রেইলার যতটা প্রশংসিত হচ্ছে, তার চেয়ে বেশি অভিবাদন পাচ্ছেন আহান। ট্রেইলারেই মন জয় করে নিয়েছেন আহান। তারকাদের পাশাপাশি সমালোচকদের রিভিউ—সব জায়গায় প্রশংসায় ভাসছেন। গভীর চাহনি, চমৎকার অভিব্যক্তি, ফাইটিং—সবকিছুই দুর্দান্ত ছিল আহানের। ট্রেইলারে যতবার আহান এসেছেন, ততবার মুগ্ধ করেছেন।
‘তাড়াপ’-এ ঈশান ও রামিশা নামে এক জুটির গল্প বলা হয়েছে। ট্রেলারে দেখা যায়, রামিশার সঙ্গে পরিচয়ের পর থেকে ঈশান বদলে যেতে শুরু করে। রামিশা যখন তার জীবন থেকে চলে যায়, ঈশান ফের নিজের পুরোনো জীবনে ফিরে যেতে শুরু করে।
ট্রেলারে যেভাবে আহান ও তারার রসায়ন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে গল্পের বুনন যেদিকে এগিয়েছে, তাতে দর্শকের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে রামিশা ও ঈশানের কি শেষ পর্যন্ত মিল হবে? গল্প কোন দিকে মোড় নেবে? এসব তথ্য জানতে হলে অপেক্ষা করতে হবে ‘তাড়াপ’ মুক্তি পাওয়ার দিন পর্যন্ত। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
প্রথম ছবি মুক্তির আগেই সুনীলপুত্রে মুগ্ধ বলিউডের অন্যতম প্রযোজক ভূষণ কুমার। গুঞ্জন রয়েছে, টি সিরিজের বিখ্যাত ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আহানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আহানের প্রথম ছবির কিছু অংশ দেখার পর তাঁর সঙ্গে কাজের কথা পাকা করে ফেলেন ভূষণ।
যদিও এই ছবির গুঞ্জনের রেশ কাটতে না-কাটতে নতুন গুঞ্জন, অক্ষয় কুমারের সঙ্গে সাজিদ নাদিওয়ালার পরবর্তী অ্যাকশন কমেডিতেও দেখা যাবে আহানকে। বাবার বন্ধু হওয়ায় অক্ষয় কুমারের সঙ্গে এমনিতেই পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সেলুলয়েডে অক্ষয়-আহানের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
২০১৫ সালে বলিউডে অভিষেক হয় সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির। বাবা ও বোনের পর এবার বলিউডে অভিষেক হবে সুনীলপুত্র আহান শেঠির। সাজিদ নাদিয়াওয়ালার রোমান্টিক অ্যাকশন ঘরানার ‘তাড়াপ’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। প্রথম ছবিতে আহানের নায়িকা হিসেবে দেখা মিলবে তারা সুতারিয়ার। লুক, ফিটনেস দিয়ে আহান ইতিমধ্যে নতুন প্রজন্মের সম্ভাবনাময় নাম হিসেবে আলোচনায়।
গত মার্চেই ‘তাড়াপ’ ছবির শুটিং শেষ করেছেন আহান। এবার মুক্তি পেল ছবির ট্রেইলার। ‘তাড়াপ’-এর ট্রেইলার যতটা প্রশংসিত হচ্ছে, তার চেয়ে বেশি অভিবাদন পাচ্ছেন আহান। ট্রেইলারেই মন জয় করে নিয়েছেন আহান। তারকাদের পাশাপাশি সমালোচকদের রিভিউ—সব জায়গায় প্রশংসায় ভাসছেন। গভীর চাহনি, চমৎকার অভিব্যক্তি, ফাইটিং—সবকিছুই দুর্দান্ত ছিল আহানের। ট্রেইলারে যতবার আহান এসেছেন, ততবার মুগ্ধ করেছেন।
‘তাড়াপ’-এ ঈশান ও রামিশা নামে এক জুটির গল্প বলা হয়েছে। ট্রেলারে দেখা যায়, রামিশার সঙ্গে পরিচয়ের পর থেকে ঈশান বদলে যেতে শুরু করে। রামিশা যখন তার জীবন থেকে চলে যায়, ঈশান ফের নিজের পুরোনো জীবনে ফিরে যেতে শুরু করে।
ট্রেলারে যেভাবে আহান ও তারার রসায়ন তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে গল্পের বুনন যেদিকে এগিয়েছে, তাতে দর্শকের আগ্রহ ধরে রাখা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে রামিশা ও ঈশানের কি শেষ পর্যন্ত মিল হবে? গল্প কোন দিকে মোড় নেবে? এসব তথ্য জানতে হলে অপেক্ষা করতে হবে ‘তাড়াপ’ মুক্তি পাওয়ার দিন পর্যন্ত। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
প্রথম ছবি মুক্তির আগেই সুনীলপুত্রে মুগ্ধ বলিউডের অন্যতম প্রযোজক ভূষণ কুমার। গুঞ্জন রয়েছে, টি সিরিজের বিখ্যাত ‘আশিকি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিতে আহানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আহানের প্রথম ছবির কিছু অংশ দেখার পর তাঁর সঙ্গে কাজের কথা পাকা করে ফেলেন ভূষণ।
যদিও এই ছবির গুঞ্জনের রেশ কাটতে না-কাটতে নতুন গুঞ্জন, অক্ষয় কুমারের সঙ্গে সাজিদ নাদিওয়ালার পরবর্তী অ্যাকশন কমেডিতেও দেখা যাবে আহানকে। বাবার বন্ধু হওয়ায় অক্ষয় কুমারের সঙ্গে এমনিতেই পারিবারিকভাবে ভালো সম্পর্ক রয়েছে। যদি এই গুঞ্জন সত্যি হয় তাহলে সেলুলয়েডে অক্ষয়-আহানের উপস্থিতি ছবির আকর্ষণ আরও বাড়িয়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
দেশের রক সংগীতকে যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন, তাঁদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট বলা হতো তাঁকে। আজ প্রয়াত এই ব্যান্ড তারকার ৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
৬ ঘণ্টা আগে৯টি নমিনেশন ও দুটি অস্কার পুরস্কার আছে হলিউড অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের ঝুলিতে। ১৯৮৯ সালে ‘গ্লোরি’ সিনেমার জন্য সেরা সহ-অভিনেতা এবং ২০০১ সালে ‘ট্রেনিং ডে’ সিনেমার জন্য জিতেছেন সেরা অভিনেতার পুরস্কার। সেই অভিনেতা এবার জানালেন, তাঁর কাছে অস্কারের কোনো গুরুত্ব নেই। ডেনজেল ওয়াশিংটন জানান, তিনি তাঁর ক্যার
৬ ঘণ্টা আগেউপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার গাওয়া দেশের গান ‘আমায় গেঁথে দাও না মাগো’। নজরুল ইসলাম বাবুর লেখা ও আলাউদ্দিন আলীর সুর করা গানটি এখনো গেঁথে আছে মানুষের হৃদয়ে। রুনা লায়লার গাওয়া এই গান এবার গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।
৬ ঘণ্টা আগেমুক্তির প্রথম দিনেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল টালিউডের সিনেমা ‘ধূমকেতু’ ও তামিল সিনেমা ‘কুলি’। দুটি সিনেমাই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের কীর্তি গড়েছে। ধূমকেতু প্রথম দিনে আয় করেছে ২ কোটি ১০ লাখ রুপির বেশি। অন্যদিকে বিশ্বব্যাপী কুলির আয় দাঁড়িয়েছে ১৫১ কোটি রুপির বেশি।
৬ ঘণ্টা আগে