বক্স অফিসে ধুঁকছে মিশন রানীগঞ্জ
অক্ষয় কুমার কোনো সিনেমায় থাকলে সেটি চোখ বন্ধ করে ১০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলত একসময়। বলিউডে সে দিন আর নেই। নায়কের শেষ কয়েকটি সিনেমার দিকে তাকানো যাক। ২০২২ সালে অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ। প্রত্যাশিত ফল করতে পারেনি ‘রামসেতু’, উল্টো অক্ষয় সমালোচিত হয়েছেন এ ধরনে