Ajker Patrika

ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়া নুসরাত ভারুচা ভারতে ফিরছেন

বিনোদন ডেস্ক
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৩: ৪৩
Thumbnail image

ইসরায়েলে হামাসের হামলায় আটকে পড়ার পরে বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচার সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তাঁর পরিবার। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, নুসরাত নিরাপদে আছেন এবং ভারতীয় দূতাবাসের সহায়তায় ইসরায়েল থেকে তিনি এখন ভারতের পথে।

নুসরাতের মুখপাত্র পিটিআইকে বলেন, ‘আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। দূতাবাসের সহায়তায় তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তিনি একটি ট্রানজিট ফ্লাইটের মাধ্যমে বাড়ির পথে আছেন।’

 তাঁরা আরও বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমরা আর কিছু জানাতে পারছি না, তবে তিনি ভারতে অবতরণ করার সঙ্গে সঙ্গে আমরা সবাইকে অবহিত করব। ঈশ্বরকে অনেক ধন্যবাদ যে তিনি নিরাপদে ভারতের পথে আছেন।’

এদিকে নুসরাতের মা ইন্ডিয়া টিভিকে জানিয়েছেন, ‘আমরা এখন খুব খুশি, আমার মেয়ে নিরাপদে ফিরছে।’

বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। ছবি: ইনস্টাগ্রামএর আগে আজ রোববার নুসরাত ভারুচার টিমের এক সদস্য সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুসরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ (শনিবার) দুপুর ১২.৩০-এর দিকে, তখন তিনি একটি বেসমেন্টে নিরাপদ ছিলেন। নিরাপত্তার জন্য আর বিস্তারিত প্রকাশ করা যাবে না। তারপর থেকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তাঁকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনার চেষ্টা করছি এবং আশা করি তিনি সুস্থ এবং অক্ষত অবস্থায় ফিরে আসবেন।’

নুসরাত হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরায়েলে গিয়েছিলেন, সেখানে তাঁর ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়েছে। নুসরাত ভারুচা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সাহি হালেভি, আমির বওত্রাস, নিশান্ত দাহিয়া ছাড়াও অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত