বিনোদন ডেস্ক
কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
সিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২ ঘণ্টা আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
২ ঘণ্টা আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
২ ঘণ্টা আগে