কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
কারাগার থেকে প্রায়ই প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্দেজকে চিঠি লেখেন সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি আর্থিক জালিয়াতির মামলায় বর্তমানে দিল্লির মান্ডোলি জেলে বন্দী রয়েছেন তিনি। সেখান থেকে আবারও চিঠি লিখলেন। জানালেন, জ্যাকুলিনের জন্য নবরাত্রির ৯ দিন উপোস করবেন তিনি, যাতে ‘মঙ্গল’ হয় নায়িকার, সঙ্গে তাদের দুজনের চারপাশে থাকা সমস্ত নেতিবাচকতাও যেন দূর হয়।
জ্যাকুলিনকে ‘বাঘিনী’ বলে সম্বোধন করে সুকেশ চিঠিতে লিখেছেন, ‘বেবি তোমার দোহার শোতে তোমাকে অনেক সুন্দর লাগছিল। বাবু তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই।’
এর পরই নবরাত্রিতে ৯ দিন উপোস করার কথা জানান সুকেশ। তাঁর কথায়, ‘আগামীকাল থেকে নবরাত্রি শুরু হচ্ছে। আমি জীবনে প্রথমবার তোমার মঙ্গলের জন্য ৯ দিনই উপোস করব, যাতে আমাদের চারপাশ থেকে সব নেতিবাচকতা দূর হয়ে যায়।’
সুকেশ আরও লিখেছেন, ‘দেখবে সত্যের জয় হবে। খুব শিগগিরই একে অপরের সঙ্গে আমাদের দেখা হবে। যাই হোক না কেন, চিরকাল একসঙ্গে থাকব আমার বেবি গার্ল।’
‘বেবি, এই পৃথিবীর কোনো খাঁচা তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পারবে না। আমি সব সময় তোমার সুরক্ষায় আছি। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। তোমার জন্য আমার বেঁচে থাকা। তোমার জন্য আমি কাউকে খুনও করতে পারি, নিজে মরতেও পারি।’ লেখা ছিল জ্যাকুলিনকে পাঠানো সুকেশের চিঠিতে।
সুকেশের কেসে নিজেও ফেঁসেছেন জ্যাকুলিন। বেশ কয়েকবার তাঁকে ইডির জেরার মুখোমুখি হতে হয়েছে। হাজিরা দিতে হয়েছে আদালতেও। যদিও বলিউড অভিনেত্রীর দাবি, পরিচয় লুকিয়ে তাঁর সঙ্গে আলাপ করেছিলেন সুকেশ।
তবে জ্যাকুলিনের দাবি মানতে নারাজ ইডি। বরং তাদের দাবি, জ্যাকুলিন জানতেন সুকেশের অন্ধকার জগতের কথা। সুকেশের থেকে মোটা অঙ্কের টাকা ও একাধিক উপহারও নেন অভিনেত্রী।
শুটিং বন্ধের নির্দেশনার জন্য প্রতিবাদ জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি আহসান হাবিব নাসিম। পাশাপাশি তিনি জানান আবাসিক এলাকায় বন্ধ করতে হবে শুটিং। পরামর্শ দেন বাণিজ্যিক শুটিং জোন গড়ে তোলার।
২ ঘণ্টা আগেএসব ওটিটি প্ল্যাটফর্মের অনেক কনটেন্টে যৌন ইঙ্গিতসূচক বিষয় দেখানো হয়েছে। অনেকক্ষেত্রে সরাসরি যৌন দৃশ্যও প্রচারিত হয়েছে। অশ্লীলতা ছড়িয়ে দর্শক টানাই এদের প্রধান উদ্দেশ্য। তাই এসব ওটিটি প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রথমবারের মতো বাংলা সিনেমায় কাজ করতে চলেছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শরমন জোশী। একই সিনেমায় তাঁর সঙ্গে দেখা যাবে খায়রুল বাসার ও তানজিন তিশাকে। এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন শরমন।
৬ ঘণ্টা আগেএবার সিনেমা হলের ব্যবসাতেও নেমে পড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ১০০টি সিনেমা হল তৈরি হচ্ছে তাঁর উদ্যোগে। বেশি দর্শক নয়, ৪০-৫০ জন ধারণক্ষমতাসম্পন্ন হল বানাচ্ছেন তিনি।
৮ ঘণ্টা আগে