Ajker Patrika

ইসরায়েলে হামাসের হামলায় মর্মাহত তারকাদের ‘ভণ্ড’ বললেন স্বরা ভাস্কর 

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ২২: ২০
ইসরায়েলে হামাসের হামলায় মর্মাহত তারকাদের ‘ভণ্ড’ বললেন স্বরা ভাস্কর 

ইসরায়েল-হামাসের রক্তক্ষয়ী যুদ্ধে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ ইসরায়েলি, পাল্টা হামলায় শ’ চারেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চলমান এই সংঘাতে ইসরায়েলের পক্ষে সরব হয়েছেন হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা।

‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদতও ইসরায়েলের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছেন তিনি। যার একটিতে তিনি লিখেছেন, ‘ইসরায়েলের পাশে আছি, আপনাদেরও থাকা উচিত। এই ভয়ংকর সন্ত্রাসী-কাণ্ডের সময় বিশ্ব চুপচাপ বসে থাকতে পারে না!’

এ ছাড়া বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ইসরায়েলি নারীদের ছবিগুলো দেখে প্রবল আঘাত কিংবা ভয় না পেয়ে স্ক্রল করা অসম্ভব। এমনকি তাদের মৃতদেহ পর্যন্ত জঙ্গিদের দ্বারা ধর্ষণ ও শ্লীলতাহানির শিকার হচ্ছে। এটা আমার মনকে ভেঙে চুরমার করে দিচ্ছে। ইসরায়েল এবং সেখানকার নারীদের জন্য মন কাঁদছে।’

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি: ইনস্টাগ্রামমার্কিন অভিনেত্রী জেমি লি কার্টিস ও কমেডিয়ান এমি স্কামবারও ইসরায়েলিদের প্রতি সমর্থন জানিয়েছেন। এক ইসরায়েলি নারীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার ভিডিও শেয়ার করে এমি স্কামবার বলেছেন, ‘হামাস চাচ্ছে ইসরায়েলকে নির্মূল করে দিতে।’

এবার কঙ্গনা–গল গ্যাদতদের তিরস্কার করে ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। অতীত স্মরণ করিয়ে স্বরা বলেন, ‘ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সীমাহীন নৃশংসতা, জোর করে তাদের বাড়িঘর দখল ও জোরপূর্বক উচ্ছেদ করা, ইসরায়েলিদের ধর্মান্ধতা ও সহিংসতা, ফিলিস্তিনি শিশু-কিশোরদের হত্যা করা, গত কয়েক দশক ধরে গাজায় অবরোধ ও ইসরায়েলের বোমাবর্ষণ, বোমা ফেলে গাজার বেসামরিক মানুষ, স্কুল ও হাসপাতাল উড়িয়ে দেওয়ার ঘটনাও যদি আপনাকে না নাড়া দেয়, তাহলে ইসরায়েলের ওপর হামাসের এই আক্রমণে আপনার মর্মাহত হওয়ার বিষয়টা আমার ভণ্ডামি বলেই মনে হচ্ছে।’

ওয়ান্ডার ওম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাদত। ছবি: ইনস্টাগ্রামউল্লেখ্য, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার সকালে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। তারা মাত্র ২০ মিনিটে দেশটির দিকে ৫ হাজার রকেট ছোড়ে। একই সঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়েন হামাস যোদ্ধারা। এই পরিস্থিতিতে হামাসের বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত