অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তবে এ সাফল্য একদিনে আসেনি, সাফল্য অর্জনের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্মরণ করেছেন তাঁর ও পরিবারের জীবনযুদ্ধের কথা।
এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমার দিল্লির চাঁদনি চকে তাঁর জীবনের প্রথম দিনগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘চাঁদনি চকের একই বাড়িতে আমরা ২৪ জন থাকতাম। তখন আমরা সবাই একই ঘরে ঘুমাতাম। সকালে শরীরচর্চার জন্য আমরা সবাই একে অপরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতাম।’
অক্ষয় এরপর তাঁর পরিবারের নয়াদিল্লি থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ার স্মৃতিচারণ করেন। তখন ১০০ রুপির ভাড়া বাসায় মুম্বাইয়ের সাইন কোলিওয়াড়া এলাকায় তাঁর পরিবার বসবাস করত। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরের শপথ করে বলছি, এমন একটি দিনও ছিল না যেদিন আমরা হাসতাম না। এখন আমাদের সামর্থ্য আছে, এরপরও মাঝে মাঝে আমরা দুঃখ পাই। কিন্তু তখন দুঃখের কিছু ছিল না, কষ্টের মধ্যেও আমরা খুশি ছিলাম।’
অক্ষয় কুমার আরও বলেন যে তাঁর পরিবার সিনেমা দেখার জন্য শনিবার একবেলা খাবার না খেয়ে থাকত। তাঁর কথায়, ‘টিকিটের টাকা বাঁচাতে আমরা সকালে খাবার খেতাম না।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। সিনেমাটির মাধ্যমে আবারও বক্স অফিসে ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। গত আগস্টে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ বক্স অফিসে সাফল্য পেলেও, মিশন রানিগঞ্জের ক্ষেত্রে তেমনটা হলো না। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁর আর পরিণীতি চোপড়া-র সিনেমার গায়ে সেঁটে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা।
মুক্তির দিনে ২.৮ কোটি আয় দিয়ে শুরু করে গত ৬ দিনে ভারতের বাজার থেকে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৯০ কোটি রুপি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
অক্ষয় কুমার এই মুহূর্তে বলিউডের অন্যতম সফল অভিনেতাদের একজন। তবে এ সাফল্য একদিনে আসেনি, সাফল্য অর্জনের জন্য লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা স্মরণ করেছেন তাঁর ও পরিবারের জীবনযুদ্ধের কথা।
এএনআই কে দেওয়া এক সাক্ষাৎকারে, অক্ষয় কুমার দিল্লির চাঁদনি চকে তাঁর জীবনের প্রথম দিনগুলির কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘চাঁদনি চকের একই বাড়িতে আমরা ২৪ জন থাকতাম। তখন আমরা সবাই একই ঘরে ঘুমাতাম। সকালে শরীরচর্চার জন্য আমরা সবাই একে অপরের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতাম।’
অক্ষয় এরপর তাঁর পরিবারের নয়াদিল্লি থেকে মুম্বাইয়ে স্থানান্তরিত হওয়ার স্মৃতিচারণ করেন। তখন ১০০ রুপির ভাড়া বাসায় মুম্বাইয়ের সাইন কোলিওয়াড়া এলাকায় তাঁর পরিবার বসবাস করত। তাঁর কথায়, ‘আমি ঈশ্বরের শপথ করে বলছি, এমন একটি দিনও ছিল না যেদিন আমরা হাসতাম না। এখন আমাদের সামর্থ্য আছে, এরপরও মাঝে মাঝে আমরা দুঃখ পাই। কিন্তু তখন দুঃখের কিছু ছিল না, কষ্টের মধ্যেও আমরা খুশি ছিলাম।’
অক্ষয় কুমার আরও বলেন যে তাঁর পরিবার সিনেমা দেখার জন্য শনিবার একবেলা খাবার না খেয়ে থাকত। তাঁর কথায়, ‘টিকিটের টাকা বাঁচাতে আমরা সকালে খাবার খেতাম না।’
উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের সিনেমা ‘মিশন রানিগঞ্জ’। সিনেমাটির মাধ্যমে আবারও বক্স অফিসে ফ্লপের মুখ দেখতে হল অক্ষয় কুমারকে। গত আগস্টে মুক্তি পাওয়া ‘ওএমজি ২’ বক্স অফিসে সাফল্য পেলেও, মিশন রানিগঞ্জের ক্ষেত্রে তেমনটা হলো না। নেটিজেনরা ইতিমধ্যেই তাঁর আর পরিণীতি চোপড়া-র সিনেমার গায়ে সেঁটে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা।
মুক্তির দিনে ২.৮ কোটি আয় দিয়ে শুরু করে গত ৬ দিনে ভারতের বাজার থেকে সিনেমাটি আয় করেছে মাত্র ১৬.৯০ কোটি রুপি।
১৮৯৯ সালের ১৩ নভেম্বরের ভয়াবহ গল্প উঠে এসেছে মিশন রানিগঞ্জে। যখন হঠাৎ পানি ঢুকে বন্ধ হয় ভূগর্ভে থাকা খনির বড় অংশ। আটকা পড়েন ৭১ জন শ্রমিক। সেই সময় ত্রাতা হয়ে এসেছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিং গিল। খনির ওপর থেকে বোরহোল করে ‘ক্যাপসুল’ নামিয়ে চালানো হয়েছিল উদ্ধারকাজ। এই যশোবন্ত সিং গিলের চরিত্রেই দেখা যাচ্ছে অক্ষয়কে। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া।
বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে। এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তাঁরা।
৩৪ মিনিট আগেঅত ভালো ছাত্র ছিলেন না সুরিয়া। টেনেটুনে পাস করতেন। ফেল ছিল তাঁর নিত্যসঙ্গী। সেই গড়পড়তা ছাত্র এখন হাজারো শিক্ষার্থীর ভরসা। ২০০৬ সালে তামিল এই অভিনেতা গড়ে তোলেন আগারাম ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি থেকে তামিলনাড়ুর প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করেন তি
৩৯ মিনিট আগেএকসময় টিভি নাটকে ছিল পারিবারিক গল্পের রাজত্ব। মাঝে প্রেম আর কমেডি গল্পের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এই ধরনের নাটক। সংখ্যায় কম হলেও সম্প্রতি আবার ফিরছে পারিবারিক গল্পের নাটক। গত বছরের শেষ দিকে কে এম সোহাগ রানা শুরু করেন ‘দেনা পাওনা’ নামের ধারাবাহিকের কাজ। শুরুতে ইউটিউবে ৮ পর্বের মিনি সিরিজ হিসেবে পরিকল্
৪৩ মিনিট আগেকালজয়ী রূপকথা ‘স্নো হোয়াইট’কে নতুনভাবে পর্দায় নিয়ে এসেছে ডিজনি। প্রায় ২৭০ মিলিয়ন ডলার বাজেটে তৈরি হয়েছে স্নো হোয়াইট। ডিজনির অন্যতম ব্যয়বহুল এই মিউজিক্যাল ফ্যান্টাসি মুক্তির আগে থেকেই নানা বিতর্কে জড়িয়েছিল। গত ২১ মার্চে মুক্তির পর বিতর্ক বেড়েছে আরও।
১ ঘণ্টা আগে