Ajker Patrika

রাম চরিত্রে অভিনয়ের জন্য অ্যালকোহল, সিগারেট ও মাংস ছাড়ছেন রণবীর

বিনোদন ডেস্ক
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ১২: ৩০
Thumbnail image

প্রভাস-কৃতী শ্যাননের ‘আদিপুরুষ’-এর ব্যবসায়িক ব্যর্থতার পর পরিচালক নীতেশ তিওয়ারি ভেবেইছিলেন তাঁর রামায়ণ ছবির পরিকল্পনায় ইতি টানবেন। এমনকি তিনি তেমনটাই জানিয়েছিলেন রণবীর কাপুরকেও। তবে এবার ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডে জানিয়েছে, বড় পর্দায় ‘রামায়ণ’ আনতে যাচ্ছেন নীতেশ। আর পরিকল্পনা অনুযায়ীই ‘রামায়ণ’-এর রাম চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতা চরিত্রে দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকে।

ভারতীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, সিনেমাটিতে রামের চরিত্রে অভিনয়ের জন্য বড়সড় ত্যাগ করতে যাচ্ছেন রণবীর। রামের চরিত্রে অভিনয়ের জন্য অ্যালকোহল, সিগারেট ও মাংস ছাড়ছেন তিনি। এমনকি এর জন্য বিশেষ ধ্যানও শুরু করছেন রণবীর।

ভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।

সীতা চরিত্রে দেখা যাবে দক্ষিণের সাই পল্লবীকেপ্রসঙ্গত, ‘আদিপুরুষ’ বিতর্কের পর ভারতের যেকোনো পরিচালকের জন্যই যে ‘রামায়ণ’ অবলম্বনে ছবি তৈরি করা চ্যালেঞ্জিং হবে, তা বলাই বাহুল্য। এমন অবস্থায় পরিচালক নীতেশ কী ভাবছেন তাঁর ছবি নিয়ে?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন পরিচালক। তাঁর সোজাসাপটা জবাব, ‘দেখুন, আমি যে কনটেন্ট তৈরি করছি, কোথাও গিয়ে সেটা আমাকেও দেখতে হবে। অতঃপর দর্শক হিসেবে যদি আমি আঘাতপ্রাপ্ত না হই, তাহলে অন্য কারও ভাবাবেগে যে সেটা আঘাত করবে না, তা নিয়ে আমি নিশ্চিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত