Ajker Patrika

প্রভাসের সঙ্গে বক্স অফিসে সংঘর্ষ এড়াতেই কি ‘ডাঙ্কি’ পেছাচ্ছেন শাহরুখ 

বিনোদন ডেস্ক
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৬: ০৩
Thumbnail image

আসছে বড়দিন উপলক্ষে আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমার। একই দিনে মুক্তির পাওয়ার কথা দক্ষিণের সুপারস্টার প্রভাসের ‘সালার’ সিনেমার। একই দিনে দুটি সিনেমার মুক্তি ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। এবার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে বক্স সালারের সঙ্গে সংঘর্ষ এড়াতে পিছিয়ে যেতে পারে শাহরুখের ‘ডাঙ্কি’।
 
এদিকে ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়াবালানের মতে দুটি সিনেমা একইদিনে মুক্তি দেওয়া একদম ঠিক হবে না। তাঁর কথায়, ‘দুটো বড় ছবি একই সময় মুক্তি পেলে দুটো ছবিরই আর্থিক ক্ষতি হবে। শুধু তাই নয়, ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে ছবি দুটির।’

‘ডাঙ্কি’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীতভারতীয় সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা শোনা না গেলেও শোনা যাচ্ছে এই বছরের শেষে মুক্তি পাবে না শাহরুখের ‘ডাঙ্কি’। এটি আসতে পারে আগামী বছর।

বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। যদি পুরো কাজ সময়ের ভেতর শেষ হয়ে যায় তাহলে নির্ধারিত সময়ই মুক্তি পেতে পারে ‘ডাঙ্কি’। তবে আসন্ন সিনেমাটি মুক্তি পিছিয়ে যাওয়া প্রসঙ্গে এখন পর্যন্ত কোন ঘোষণা আসেনি নির্মাতার পক্ষ থেকে থেকে।

 ‘সালার’ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীতএর আগে প্রভাসের ‘সালার’-এর মুক্তির তারিখও পেছানো হয়। গত ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও তা পিছিয়ে বড়দিনে মুক্তি দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, প্রভাসের ক্যারিয়ারে চলছে দুঃসময়, পর পর ফ্লপ সিনেমা। বক্স অফিসে সুবিধা করতে পারেনি ‘আদিপুরুষ’। বিতর্ক-সমালোচনাও কম হয়নি সিনেমাটি নিয়ে। বিতর্ককে সঙ্গী করেই নতুন সিনেমা ‘সালার’-এর ফার্স্ট লুকে অ্যাকশন অবতারে ধরা দিয়েছিলেন প্রভাস।

প্রভাসের ‘সালার’ পরিচালনা করেছেন প্রশান্ত নীল। প্রভাস ছাড়াও অভিনয় করেছেন–পৃথ্বীরাজ সুকুমারন, শ্রুতি হাসান, এবং মীনাক্ষী চৌধুরী-সহ অন্যান্যরা।

ডাঙ্কি পরিচালনা করেছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। এ ছাড়া দেখা যাবে ভিকি কৌশলকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত