Ajker Patrika

বক্স অফিসে ধুঁকছে মিশন রানীগঞ্জ

বক্স অফিসে ধুঁকছে মিশন রানীগঞ্জ

অক্ষয় কুমার কোনো সিনেমায় থাকলে সেটি চোখ বন্ধ করে ১০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলত একসময়। বলিউডে সে দিন আর নেই। নায়কের শেষ কয়েকটি সিনেমার দিকে তাকানো যাক। ২০২২ সালে অক্ষয় অভিনীত ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’ ফ্লপ। প্রত্যাশিত ফল করতে পারেনি ‘রামসেতু’, উল্টো অক্ষয় সমালোচিত হয়েছেন এ ধরনের প্রোপাগান্ডা সিনেমায় অভিনয়ের কারণে। 

২০২৩ সালে এ পর্যন্ত অক্ষয়ের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘সেলফি’ মুখ থুবড়ে পড়েছে। ‘ও মাই গড টু’ দিয়ে যদিও তিনি ঘুরে দাঁড়িয়েছেন, তবে এ সিনেমায় অক্ষয়ের চেয়ে বেশি আলোচিত হয়েছেন পঙ্কজ ত্রিপাঠি। অক্ষয়ের উপস্থিতি ছিল কম। সর্বশেষ ৬ অক্টোবর মুক্তি পেয়েছে ‘মিশন রানীগঞ্জ’। বক্স অফিসে এ সিনেমার অবস্থাও অতটা সন্তোষজনক নয়।

১৯৮৯ সালে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের এক কয়লাখনির গভীরে আটকে পড়েন ৬৫ জন শ্রমিক। ঘটনাস্থলে সেদিন ত্রাতা হয়ে হাজির হন যশবন্ত সিং গিল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সবাইকে খনি থেকে উদ্ধার করেন। সেই শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান নিয়ে তৈরি হয়েছে ‘মিশন রানীগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’। যশবন্ত সিং গিল হয়ে পর্দায় আছেন অক্ষয়। তাঁর স্ত্রীর চরিত্রে পরিণীতি চোপড়া। মুক্তির আগে সিনেমার ট্রেলার নিয়ে ভালোই আলোচনা হয়েছিল। তবে টিকিট প্রি-বুকিংয়ে তেমন চাহিদা দেখা যায়নি। ফলে প্রথম দিনে মাত্র ২.৭৫ কোটি রুপির ব্যবসা করতে পেরেছে মিশন রানীগঞ্জ। দ্বিতীয় দিনে ব্যবসা আরেকটু বেড়েছে—৪.৫০ কোটি রুপি। দু্ই দিনে মোট আয় ৭.২৫ কোটি। অক্ষয়ের মতো বড় তারকার সিনেমা হিসেবে এ সংখ্যা খুবই কম।

গত পাঁচ বছরে বলিউডে এমন চর্চা কম হয়নি যে খান সাম্রাজ্যের পতন আসন্ন। অর্থাৎ শাহরুখ-সালমান-আমির—তিন খানের সময় শেষ হয়ে আসছে। তাঁদের জায়গা কেড়ে নেবেন অক্ষয় কুমার আর অজয় দেবগন—এমনটাও দাবি ছিল অনেকের। কিন্তু ২০২৩ সাল বুঝিয়ে দিল, অন্তত আগামী পাঁচ বছর বলিউড সাম্রাজ্য খানদের হাতেই থাকবে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকদের অনেকে বলছেন, চিত্রনাট্য নির্বাচনে ভুল করছেন অক্ষয়। তাঁর আরও ভেবেচিন্তে সিনেমা হাতে নেওয়া উচিত। আবার কবে ২০০ বা ৩০০ কোটির ক্লাবে ঢুকবে অক্ষয়ের সিনেমা, সে অপেক্ষায় তাঁর ভক্তরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত