Ajker Patrika

বক্স অফিসে ‘ফুকরে ৩’-এর দাপট

বিনোদন ডেস্ক
Thumbnail image

‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ফুকরে ৩’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২৮ সেপ্টেম্বর। মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ভক্তদের হৃদয়ে রাজত্ব করার পাশাপাশি বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির মাত্র ১৬ দিনের মাথায় বিশ্বব্যাপী সিনেমাটির আয় ১০০ কোটি পেরিয়েছে।

অনেকটা নিঃশব্দে মুক্তি পেলেও মাত্র ১৬ দিনের মধ্যেই যেন হইচই ফেলে দিয়েছে মৃঘদীপ সিং লাম্বা পরিচালিত সিনেমাটি। ভারতীয় বক্স অফিসে ৮৬ কোটি রুপি আয়ের সঙ্গে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১০৭ কোটি রুপিতে।

শুধু ভারতেই নয়, সারা বিশ্বের ভক্তদের থেকেই ভালোবাসা পাচ্ছে ‘ফুকরে ৩’। ফলে বিশ্বব্যাপী বক্স অফিসে ধারাবাহিক ভাবে ভালো আয় করেছে সেটি। বলাই বাহুল্য যে, চলতি বছরে ‘পাঠান’, ‘গদর ২’, ‘ওএমজি ২’ এবং ‘জওয়ান’ ছবির পাশাপাশি ‘ফুকরে ৩’ ছবিটিও বড় মাইল ফলক অর্জন করতে সক্ষম হয়েছে।

কমেডি ড্রামা ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন–রিচা চাড্ডা, বরুণ শর্মা, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখ।

‘ফুকরে’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ‘ফুকরে’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এর পর ২০১৭ সালে মুক্তি পায় দ্বিতীয়টি-‘ফুকরে রিটার্নস’। আর চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মুক্তি পেল ‘ফুকরে ৩’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত