গাজার ২৪ হাজার এতিম শিশুর আহত, ক্ষুধার্ত আর নিঃসঙ্গ জীবন
গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া হামাস–ইসরায়েল যুদ্ধ এখন পঞ্চম মাসে। যুদ্ধের ভয়াবহতা, ক্ষতির মাত্রা প্রতিনিয়তই বেড়ে চলেছে। এর মধ্যেই অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় এক মাস আগে জন্ম নেয় এক কন্যাশিশু। জন্মের এক মাস হয়ে গেলেও কন্যাশিশুটির কোনো নাম নেই। কারণ, তার মা হান্না ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন।