Ajker Patrika

হামাসের অর্ধেক সেনাই হতাহত, পালিয়ে বেড়াচ্ছেন সিনাওয়ার: ইসরায়েল

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ৩৬
হামাসের অর্ধেক সেনাই হতাহত, পালিয়ে বেড়াচ্ছেন সিনাওয়ার: ইসরায়েল

গাজায় থাকা হামাসের সেনাদের অর্ধেকের বেশি ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন। গাজায় হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারও পালিয়ে বেড়াচ্ছেন। হামাসের সেনাদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগও নেই। এমনটাই দাবি করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে দাবি করেছে, গাজায় হামাসকে নির্মূল করা এখন মাত্র কয়েক মাসের ব্যাপার। এই অভিযানে আর খুব বেশি সময় লাগবে না। বছর লাগার প্রশ্নই আসে না। 

বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ জয়ের’ প্রতিজ্ঞা করেছেন। যদিও গাজায় বিভিন্ন অঞ্চলে এখনো হামাসের সদস্যরা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী হামাসকে তাড়িয়ে দিয়েছিল, সেসব এলাকায় গোষ্ঠীটির সদস্যরা আবারও ফিরে এসে লড়াই করছেন। 

এই পরিস্থিতিতে গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত উত্তর গাজা ছাড়িয়ে দক্ষিণ গাজার রাফায় অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন। যদিও উত্তর গাজায় এখনো হামাসের সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্যালান্ত বলেছেন, ‘ইয়াহিয়া সিনওয়ার গাজায় এক গুপ্তস্থান থেকে আরেক গুপ্তস্থানে লুকিয়ে বেড়াচ্ছেন। হামাসের সেনাদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই।’ 
 
এদিকে, গতকাল সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা হামাসের প্রত্যেক নেতাকে হত্যা করব। তাই আমাদের গাজা উপত্যকায় অভিযান চালিয়ে যেতে হবে। লক্ষ্য অর্জিত হওয়ার আগে আমরা থামব না। আমরা সময় নেব। প্রয়োজনে কয়েক মাস কিংবা কয়েক বছর।’ 

সেদিনই ইসরায়েলের মধ্যাঞ্চল লাতরুনে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর একটি ইউনিট পরিদর্শনকালে নেতানিয়াহু বলেন, ‘হামাসের ২৪টি ব্যাটালিয়নের মধ্যে ১৮টিই ধ্বংস করা হয়েছে। আর পরিপূর্ণ জয়ের কোনো বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘গাজায় আমাদের নিরাপত্তার শর্ত নিশ্চিত না করার আগ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জিত হবে না এবং এর আগে আমরা যুদ্ধও থামাব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত