গাজায় প্রায় চার মাস ধরে স্থল ও আকাশপথে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১১৭ দিন ধরে চলা এই হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজার। আহতও হয়েছে প্রায় ৬৬ হাজার। গাজার প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার প্রশাসন জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৬ হাজার ৯০০ জন। একই সময়ে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৯৪৯ জনে। এদিকে গাজার খান ইউনিস অঞ্চলে ইসরায়েলি হামলায় সব হারিয়ে এখন পর্যন্ত উদ্বাস্তু হয়েছে ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনওসিএইচএ জানিয়েছে, এখন পর্যন্ত খান ইউনিসের উপকণ্ঠে অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ মানবিক সহায়তা চেয়ে আবেদন করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই লোকগুলো সম্প্রতি পশ্চিম খান ইউনিস থেকে অব্যাহত হুমকি ও শত্রুতার কারণে বাস্তুচ্যুত হয়েছে।’
এদিকে গাজায় বর্তমানে প্রচণ্ড ক্ষুধার পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম ঘেব্রেইসাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘চেক পয়েন্টের আশপাশে অহেতুক দেরি করার কারণে মানুষের মধ্যে খাবার পৌঁছে দিতে দেরি হচ্ছে। এটি গাজার মানুষের চরম হতাশার কথা তুলে ধরে, যারা প্রচণ্ড ক্ষুধাসহ নারকীয় পরিস্থিতিতে বাস করছে।’
অপরদিকে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েক শ মাইল দীর্ঘ টানেল নেটওয়ার্ককে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দিতে কাজ শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এরই মধ্যে টানেলগুলোতে পাম্প থেকে পানি ফেলা শুরু করেছে।
আইডিএফ জানিয়েছে, তারা পাম্পের সাহায্যে সমুদ্র থেকে পানি এনে টানেলে ফেলা শুরু করেছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইডিএফ ইউনিট ও কর্মকর্তারা যৌথভাবে গাজা উপত্যকার হামাসের টানেলে বিপুল পরিমাণে পানি প্রবেশ করানোর জন্য বেশ কয়েকটি স্থানে মেশিন বসিয়েছে।
জানুয়ারির শুরুতে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, তাদের অনুমান হামাসের টানেল নেটওয়ার্ক প্রায় ৩৫০-৪০০ মাইল দীর্ঘ। আগে এই টানেলের দৈর্ঘ্য যা ছিল বলে অনুমান করেছিল ইসরায়েল তার অনেক বেশি। ইসরায়েলি কর্মকর্তাদের অনুমান, অন্তত ৫ হাজার ৭০০ শ্যাফট বা সুড়ঙ্গপথ ধরে এসব টানেলে চলাচল করা যায়।
গাজায় প্রায় চার মাস ধরে স্থল ও আকাশপথে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ১১৭ দিন ধরে চলা এই হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজার। আহতও হয়েছে প্রায় ৬৬ হাজার। গাজার প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
গাজার প্রশাসন জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৬ হাজার ৯০০ জন। একই সময়ে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৯৪৯ জনে। এদিকে গাজার খান ইউনিস অঞ্চলে ইসরায়েলি হামলায় সব হারিয়ে এখন পর্যন্ত উদ্বাস্তু হয়েছে ১ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ।
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ইউএনওসিএইচএ জানিয়েছে, এখন পর্যন্ত খান ইউনিসের উপকণ্ঠে অন্তত ১ লাখ ৮৪ হাজার মানুষ মানবিক সহায়তা চেয়ে আবেদন করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘এই লোকগুলো সম্প্রতি পশ্চিম খান ইউনিস থেকে অব্যাহত হুমকি ও শত্রুতার কারণে বাস্তুচ্যুত হয়েছে।’
এদিকে গাজায় বর্তমানে প্রচণ্ড ক্ষুধার পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম ঘেব্রেইসাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ কথা বলেছেন। তিনি বলেছেন, ‘চেক পয়েন্টের আশপাশে অহেতুক দেরি করার কারণে মানুষের মধ্যে খাবার পৌঁছে দিতে দেরি হচ্ছে। এটি গাজার মানুষের চরম হতাশার কথা তুলে ধরে, যারা প্রচণ্ড ক্ষুধাসহ নারকীয় পরিস্থিতিতে বাস করছে।’
অপরদিকে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় হামাসের নিয়ন্ত্রণে থাকা কয়েক শ মাইল দীর্ঘ টানেল নেটওয়ার্ককে সমুদ্রের পানি দিয়ে ডুবিয়ে দিতে কাজ শুরু করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এরই মধ্যে টানেলগুলোতে পাম্প থেকে পানি ফেলা শুরু করেছে।
আইডিএফ জানিয়েছে, তারা পাম্পের সাহায্যে সমুদ্র থেকে পানি এনে টানেলে ফেলা শুরু করেছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বেশ কয়েকটি আইডিএফ ইউনিট ও কর্মকর্তারা যৌথভাবে গাজা উপত্যকার হামাসের টানেলে বিপুল পরিমাণে পানি প্রবেশ করানোর জন্য বেশ কয়েকটি স্থানে মেশিন বসিয়েছে।
জানুয়ারির শুরুতে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বলেছিলেন, তাদের অনুমান হামাসের টানেল নেটওয়ার্ক প্রায় ৩৫০-৪০০ মাইল দীর্ঘ। আগে এই টানেলের দৈর্ঘ্য যা ছিল বলে অনুমান করেছিল ইসরায়েল তার অনেক বেশি। ইসরায়েলি কর্মকর্তাদের অনুমান, অন্তত ৫ হাজার ৭০০ শ্যাফট বা সুড়ঙ্গপথ ধরে এসব টানেলে চলাচল করা যায়।
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
৯ মিনিট আগেসাইবার প্রতারণার মামলায় উদ্ধার করা ২ কোটিরও বেশি রূপি ফেরত না দিয়ে নিজেরাই আত্মসাৎ করেছেন দিল্লি পুলিশের দুই সাব-ইন্সপেক্টর (এসআই)। সেই টাকা নিয়ে পালিয়ে গিয়ে গোয়া, মানালি আর কাশ্মীর ভ্রমণ করেছেন তারা এই কপোত-কপোতী। পরিকল্পনা করেছিলেন নতুন পরিচয়ে জীবন শুরুর, তবে শেষ রক্ষা হয়নি। চার মাসের তদন্ত শেষে
১ ঘণ্টা আগেজাপানের সঙ্গে বিশাল বাণিজ্যচুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক মাসের বাণিজ্য আলোচনার পর এই চুক্তির ঘোষণা এল। তবে, এই চুক্তির বিনিময়ে ট্রাম্প জাপানের কাছ থেকে তাঁর দেশে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন।
১ ঘণ্টা আগেভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর গত সোমবার হঠাৎ করেই স্বাস্থ্যগত পদত্যাগ করেছেন। কিন্তু তাঁর এই ঘোষণার আগেই রাজনৈতিক অঙ্গনে ধারাবাহিক কিছু ঘটনা ঘটেছে, যা তাঁর এই সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২ ঘণ্টা আগে