Ajker Patrika

ইলন মাস্কের টেসলা ডাইনারে চা খেতেও লাগবে ৫০০ টাকা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১৬: ০৫
হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। ছবি: সংগৃহীত
হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হলো দোতলা এই রেস্তোরাঁর যাত্রা। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন। ইলন মাস্কের ভাষ্যমতে, ‘ভবিষ্যতের ডাইনিং সংস্কৃতিকে বর্তমানে নিয়ে এসেছে টেসলা ডাইনার।’

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাস্কের এই রেস্তোরাঁ আধুনিক প্রযুক্তি আর ৫০-এর দশকের আমেজ মিলিয়ে নির্মিত। রেস্তোরাঁটির সবচেয়ে বড় চমক বলা হচ্ছে এর রোবট পরিবেশককে। টেসলার নিজস্ব হিউম্যানয়েড ‘অপ্টিমাস’ রোবট অতিথিদের খাবার পরিবেশন করছে। পাশাপাশি রয়েছে ৪৫ ফুট দীর্ঘ সিনেমা স্ক্রিন, যার অডিও সিস্টেম টেসলা গাড়ির ইন-কার সাউন্ডের সঙ্গে সরাসরি সিঙ্ক করে দেওয়া হয়েছে। ফলে, গাড়িতে বসেই সিনেমা উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় পরিবেশিত খাদ্যপণ্যের অধিকাংশই স্থানীয়ভাবে সংগৃহীত ও ‘অর্গানিক’। প্রতিষ্ঠানটির দাবি, ‘এই ডাইনারের জন্য ব্যবহৃত প্রায় সব উপাদান এমন উৎস থেকে নেওয়া, যেগুলো একটি পূর্ণ চার্জে টেসলা গাড়ি যে পরিসীমায় চলতে পারে, তার মধ্যেই অবস্থিত।”

অতিথিরা চাইলে টেসলা গাড়িতে বসেই গাড়ির স্ক্রিন থেকে খাবার অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডার সরাসরি চলে যাবে টেসলা ডাইনারের রান্নাঘরে। যাঁরা টেসলায় আসেননি, তাঁরাও রেস্তোরাঁয় ঢুকে বসে খেতে পারবেন।

তবে, টেসলা ডাইনারের এই অভিনব অভিজ্ঞতা অর্জনে গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। টেসলা ডাইনারে সবচেয়ে কম দামে পেতে পারেন— ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিপ কফি, এসপ্রেসো অথবা আইসড টি। দাম পড়বে ৪ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ শ টাকা। একটা এগ স্যান্ডুইচ খেতে আপনাকে গুনতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার!

Screenshot-2025-07-23-122027

সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক তাঁর এই নতুন রেস্তোরাঁ নিয়ে লিখেছেন, ‘আমাদের রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার যদি সফল হয়, তবে বিশ্বের বড় বড় শহর ও দীর্ঘপথের সুপার চার্জার স্টেশনগুলোতে এমন ডাইনার গড়ে তোলা হবে।’ টেক্সাসে স্পেসএক্স-এর হাব স্টারবেসেও এর একটি শাখা খোলা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত