অনলাইন ডেস্ক
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হলো দোতলা এই রেস্তোরাঁর যাত্রা। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন। ইলন মাস্কের ভাষ্যমতে, ‘ভবিষ্যতের ডাইনিং সংস্কৃতিকে বর্তমানে নিয়ে এসেছে টেসলা ডাইনার।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাস্কের এই রেস্তোরাঁ আধুনিক প্রযুক্তি আর ৫০-এর দশকের আমেজ মিলিয়ে নির্মিত। রেস্তোরাঁটির সবচেয়ে বড় চমক বলা হচ্ছে এর রোবট পরিবেশককে। টেসলার নিজস্ব হিউম্যানয়েড ‘অপ্টিমাস’ রোবট অতিথিদের খাবার পরিবেশন করছে। পাশাপাশি রয়েছে ৪৫ ফুট দীর্ঘ সিনেমা স্ক্রিন, যার অডিও সিস্টেম টেসলা গাড়ির ইন-কার সাউন্ডের সঙ্গে সরাসরি সিঙ্ক করে দেওয়া হয়েছে। ফলে, গাড়িতে বসেই সিনেমা উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় পরিবেশিত খাদ্যপণ্যের অধিকাংশই স্থানীয়ভাবে সংগৃহীত ও ‘অর্গানিক’। প্রতিষ্ঠানটির দাবি, ‘এই ডাইনারের জন্য ব্যবহৃত প্রায় সব উপাদান এমন উৎস থেকে নেওয়া, যেগুলো একটি পূর্ণ চার্জে টেসলা গাড়ি যে পরিসীমায় চলতে পারে, তার মধ্যেই অবস্থিত।”
অতিথিরা চাইলে টেসলা গাড়িতে বসেই গাড়ির স্ক্রিন থেকে খাবার অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডার সরাসরি চলে যাবে টেসলা ডাইনারের রান্নাঘরে। যাঁরা টেসলায় আসেননি, তাঁরাও রেস্তোরাঁয় ঢুকে বসে খেতে পারবেন।
তবে, টেসলা ডাইনারের এই অভিনব অভিজ্ঞতা অর্জনে গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। টেসলা ডাইনারে সবচেয়ে কম দামে পেতে পারেন— ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিপ কফি, এসপ্রেসো অথবা আইসড টি। দাম পড়বে ৪ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ শ টাকা। একটা এগ স্যান্ডুইচ খেতে আপনাকে গুনতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার!
সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক তাঁর এই নতুন রেস্তোরাঁ নিয়ে লিখেছেন, ‘আমাদের রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার যদি সফল হয়, তবে বিশ্বের বড় বড় শহর ও দীর্ঘপথের সুপার চার্জার স্টেশনগুলোতে এমন ডাইনার গড়ে তোলা হবে।’ টেক্সাসে স্পেসএক্স-এর হাব স্টারবেসেও এর একটি শাখা খোলা হবে বলে জানান তিনি।
ক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হলো দোতলা এই রেস্তোরাঁর যাত্রা। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন। ইলন মাস্কের ভাষ্যমতে, ‘ভবিষ্যতের ডাইনিং সংস্কৃতিকে বর্তমানে নিয়ে এসেছে টেসলা ডাইনার।’
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যমতে, মাস্কের এই রেস্তোরাঁ আধুনিক প্রযুক্তি আর ৫০-এর দশকের আমেজ মিলিয়ে নির্মিত। রেস্তোরাঁটির সবচেয়ে বড় চমক বলা হচ্ছে এর রোবট পরিবেশককে। টেসলার নিজস্ব হিউম্যানয়েড ‘অপ্টিমাস’ রোবট অতিথিদের খাবার পরিবেশন করছে। পাশাপাশি রয়েছে ৪৫ ফুট দীর্ঘ সিনেমা স্ক্রিন, যার অডিও সিস্টেম টেসলা গাড়ির ইন-কার সাউন্ডের সঙ্গে সরাসরি সিঙ্ক করে দেওয়া হয়েছে। ফলে, গাড়িতে বসেই সিনেমা উপভোগ করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।
টেসলার পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় পরিবেশিত খাদ্যপণ্যের অধিকাংশই স্থানীয়ভাবে সংগৃহীত ও ‘অর্গানিক’। প্রতিষ্ঠানটির দাবি, ‘এই ডাইনারের জন্য ব্যবহৃত প্রায় সব উপাদান এমন উৎস থেকে নেওয়া, যেগুলো একটি পূর্ণ চার্জে টেসলা গাড়ি যে পরিসীমায় চলতে পারে, তার মধ্যেই অবস্থিত।”
অতিথিরা চাইলে টেসলা গাড়িতে বসেই গাড়ির স্ক্রিন থেকে খাবার অর্ডার করতে পারবেন, আর সেই অর্ডার সরাসরি চলে যাবে টেসলা ডাইনারের রান্নাঘরে। যাঁরা টেসলায় আসেননি, তাঁরাও রেস্তোরাঁয় ঢুকে বসে খেতে পারবেন।
তবে, টেসলা ডাইনারের এই অভিনব অভিজ্ঞতা অর্জনে গুনতে হবে বেশ মোটা অঙ্কের অর্থ। টেসলা ডাইনারে সবচেয়ে কম দামে পেতে পারেন— ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিপ কফি, এসপ্রেসো অথবা আইসড টি। দাম পড়বে ৪ ডলার। বাংলাদেশি টাকায় যা প্রায় পাঁচ শ টাকা। একটা এগ স্যান্ডুইচ খেতে আপনাকে গুনতে হবে ১২ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় হাজার!
সামাজিক মাধ্যম এক্সে ইলন মাস্ক তাঁর এই নতুন রেস্তোরাঁ নিয়ে লিখেছেন, ‘আমাদের রেট্রো-ফিউচারিস্টিক ডাইনার যদি সফল হয়, তবে বিশ্বের বড় বড় শহর ও দীর্ঘপথের সুপার চার্জার স্টেশনগুলোতে এমন ডাইনার গড়ে তোলা হবে।’ টেক্সাসে স্পেসএক্স-এর হাব স্টারবেসেও এর একটি শাখা খোলা হবে বলে জানান তিনি।
নৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
২৮ মিনিট আগেআমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
১ ঘণ্টা আগেতৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
২ ঘণ্টা আগেইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে