অনলাইন ডেস্ক
গায়ের জোরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৯৪৮ সালে প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল ও দেশটির দোসররা। এর প্রতিবেশী দেশগুলো এবং আরব বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, কিন্তু কোনোটিই গত বছরের ৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনের মতো দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলার পর পেরিয়ে গেছে ১১৯ দিন। ১৯৪৮ সালের পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধই এতটা দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘদিন যুদ্ধ হয় প্রথম লেবানন যুদ্ধের সময়। ১৯৮২ সালে সংঘটিত সেই যুদ্ধ চলেছিল টানা ১১৬ দিন। মূলত হামাস-ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের সময়কাল পার করেই সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এরপর, ২০০৬ সালে সংঘটিত দ্বিতীয় লেবানন যুদ্ধ চলছিল টানা ৩৪ দিন। তার আগে ১৯৭৩ সালে ইয়াম কিপ্পুরের যুদ্ধ ছিল ১৯ দিনের। তারও আগে আরব বিশ্বের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েল।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ২৮৭ জন। তার আগে ইসরায়েলে হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি বেসামরিক ও সামরিক লোক নিহত হয়েছিল।
গায়ের জোরে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ১৯৪৮ সালে প্রায় ২০ মাস ধরে ফিলিস্তিনি ভূখণ্ডে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল ও দেশটির দোসররা। এর প্রতিবেশী দেশগুলো এবং আরব বিশ্বের সঙ্গে বেশ কয়েকটি যুদ্ধে জড়িয়েছিল ইসরায়েল, কিন্তু কোনোটিই গত বছরের ৭ অক্টোবর থেকে চলা আগ্রাসনের মতো দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, গত ৭ অক্টোবর শুরু হওয়া গাজায় ইসরায়েলি হামলার পর পেরিয়ে গেছে ১১৯ দিন। ১৯৪৮ সালের পর ইসরায়েলের সঙ্গে আর কোনো যুদ্ধই এতটা দীর্ঘায়িত হয়নি।
ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর সবচেয়ে দীর্ঘদিন যুদ্ধ হয় প্রথম লেবানন যুদ্ধের সময়। ১৯৮২ সালে সংঘটিত সেই যুদ্ধ চলেছিল টানা ১১৬ দিন। মূলত হামাস-ইসরায়েল যুদ্ধ সেই যুদ্ধের সময়কাল পার করেই সবচেয়ে দীর্ঘমেয়াদি যুদ্ধ হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এরপর, ২০০৬ সালে সংঘটিত দ্বিতীয় লেবানন যুদ্ধ চলছিল টানা ৩৪ দিন। তার আগে ১৯৭৩ সালে ইয়াম কিপ্পুরের যুদ্ধ ছিল ১৯ দিনের। তারও আগে আরব বিশ্বের সঙ্গে ছয় দিনের যুদ্ধে জড়িয়ে পড়েছিল ইসরায়েল।
এদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ২৭ হাজার ১৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৬৬ হাজার ২৮৭ জন। তার আগে ইসরায়েলে হামাসের হামলায় দেশটিতে ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি বেসামরিক ও সামরিক লোক নিহত হয়েছিল।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৩ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৮ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১২ ঘণ্টা আগে