গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। হামাসও প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে গোষ্ঠীটি জানিয়েছে, তারা তিন ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাব এখনো গভীরভাবে খতিয়ে দেখছে। তবে চুক্তির বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর, ফ্রান্স ও কাতারের কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, হামাস প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।
মাজেদ আল-আনসারি বলেন, ‘প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো সফলভাবে একীভূত করা সম্ভব হয়েছে। প্রস্তাবটি ইসরায়েলি পক্ষ অনুমোদন করেছে এবং আমরা হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবের ব্যাপারে প্রাথমিক ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি।’
ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও এবং হামাস প্রাথমিক নিশ্চয়তা দিলেও চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পর আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা করছি।
মাজেদ আল-আনসারি আরও বলেছেন, ‘আমাদের সামনে আরও দীর্ঘ কঠিন পথ পাড়ি দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘তবে আমরা আশাবাদী। কারণ উভয় পক্ষই এখন সেই প্রেক্ষাপটে সম্মত হয়েছে, যা পরবর্তী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। আমরা আশাবাদী যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এ সম্পর্কে ভালো খবর জানাতে সক্ষম হব।’
তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। দেশটির অপর এক সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইসরায়েল এখনো হামাসের তরফ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। ইসরায়েল সরকার আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষা করছে।
এদিকে হামাসের কর্মকর্তারা বলছেন, তাঁরা এখনো তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি গভীরভাবে নিরীক্ষা করছেন। গোষ্ঠীটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, ‘হামাস প্যারিস যুদ্ধবিরতির প্রস্তাব হাতে পেয়েছে। তবে আমরা কোনো পক্ষের কাছে প্রতিক্রিয়া জানাইনি। আমরা এখনো এটি গভীরভাবে নিরীক্ষা করছি।’
হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা তাহের আল-নোনো বলেছেন, ‘আমরা বলছি না যে, শান্তি আলোচনার বর্তমান পর্যায়ে কোনো ফলাফল নেই এবং একই সঙ্গে আমরা এটাও বলছি না যে, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’
ফিলিস্তিনের একটি সূত্র লেবাননের আল-মায়েদিন সম্প্রচারমাধ্যমকে জানিয়েছেন, কাতার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ ও মেনে নেওয়ার কথা বলে মূলত একটি অকালপক্ব কাজ করেছে।
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। হামাসও প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তবে গোষ্ঠীটি জানিয়েছে, তারা তিন ধাপের এই যুদ্ধবিরতি প্রস্তাব এখনো গভীরভাবে খতিয়ে দেখছে। তবে চুক্তির বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ফ্রান্সের রাজধানী প্যারিসে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মিসর, ফ্রান্স ও কাতারের কর্মকর্তাদের মধ্যকার আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে উল্লেখ করেছেন। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি জানান, হামাস প্রাথমিকভাবে এই প্রস্তাব মেনে নেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছে।
মাজেদ আল-আনসারি বলেন, ‘প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে যুদ্ধবিরতির প্রস্তাবগুলো সফলভাবে একীভূত করা সম্ভব হয়েছে। প্রস্তাবটি ইসরায়েলি পক্ষ অনুমোদন করেছে এবং আমরা হামাসের পক্ষ থেকেও এই প্রস্তাবের ব্যাপারে প্রাথমিক ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি।’
ইসরায়েল এই যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিলেও এবং হামাস প্রাথমিক নিশ্চয়তা দিলেও চুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চুক্তির বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পর আমরা এখন তাদের চূড়ান্ত সম্মতির অপেক্ষা করছি।
মাজেদ আল-আনসারি আরও বলেছেন, ‘আমাদের সামনে আরও দীর্ঘ কঠিন পথ পাড়ি দিতে হবে।’ তিনি আরও বলেন, ‘তবে আমরা আশাবাদী। কারণ উভয় পক্ষই এখন সেই প্রেক্ষাপটে সম্মত হয়েছে, যা পরবর্তী যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে। আমরা আশাবাদী যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা এ সম্পর্কে ভালো খবর জানাতে সক্ষম হব।’
তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩ বিষয়টি নিয়ে ইসরায়েল সরকারের কাছে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে। দেশটির অপর এক সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইসরায়েল এখনো হামাসের তরফ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি। ইসরায়েল সরকার আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষা করছে।
এদিকে হামাসের কর্মকর্তারা বলছেন, তাঁরা এখনো তিন ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবটি গভীরভাবে নিরীক্ষা করছেন। গোষ্ঠীটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, ‘হামাস প্যারিস যুদ্ধবিরতির প্রস্তাব হাতে পেয়েছে। তবে আমরা কোনো পক্ষের কাছে প্রতিক্রিয়া জানাইনি। আমরা এখনো এটি গভীরভাবে নিরীক্ষা করছি।’
হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা তাহের আল-নোনো বলেছেন, ‘আমরা বলছি না যে, শান্তি আলোচনার বর্তমান পর্যায়ে কোনো ফলাফল নেই এবং একই সঙ্গে আমরা এটাও বলছি না যে, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।’
ফিলিস্তিনের একটি সূত্র লেবাননের আল-মায়েদিন সম্প্রচারমাধ্যমকে জানিয়েছেন, কাতার হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ ও মেনে নেওয়ার কথা বলে মূলত একটি অকালপক্ব কাজ করেছে।
প্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
১০ মিনিট আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১ ঘণ্টা আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগে