Ajker Patrika

৩২ হাজার রুপির লেহেঙ্গা দোকানদারের সামনেই কাটলেন হবু বর

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১২: ৫৮
ছুরি দিয়ে লেহেঙ্গা কাটছেন সুমিত। ছবি: ভিডিও থেকে নেওয়া
ছুরি দিয়ে লেহেঙ্গা কাটছেন সুমিত। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিক্রিত লেহেঙ্গা ফেরত নিতে রাজি না হওয়ায় দোকানদারকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছে হবু বর। ভারতের মহারাষ্ট্রে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সুমিত সায়ানি নামের ওই যুবককে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে মহারাষ্ট্রের কল্যাণ শহরের এক জনপ্রিয় দোকান থেকে নিজের হবু বউয়ের জন্য লেহেঙ্গা কেনেন সুমিত। লেহেঙ্গাটির দাম ৩২ হাজার ভারতীয় রূপি। পরে, লেহেঙ্গাটি তার হবু বউয়ের পছন্দ না হওয়ায় গতকাল রোববার, সেটি ফেরত দিতে যান সুমিত ও তার বাগ্‌দত্তা।

তবে, দোকানদার জানান, বিক্রিত কোনো কিছু তারা আর ফেরত নেন না। চাইলে ওই পণ্যটির বদলে অন্য আরেকটি নেওয়া যাবে। তবে, নগদ টাকা ফেরত দেওয়া হবে না। আর এতেই চটে যান ওই যুবক। পকেট থেকে একটি ছুরি বের করে লেহেঙ্গাটিতে এলোপাতাড়ি ছুরি চালাতে শুরু করেন তিনি। নিচে ফেলে পায়ে পিষতে শুরু করেন সেটিকে। এরপর লেহেঙ্গা ছেড়ে কাউন্টারে গিয়ে সেটির ব্লাউজটিকেও কেটে ফেলেন। পরে, দোকানদারকে হুমকি দিয়ে বলেন, ‘টাকা ফেরত না দিলে আপনাকেও এভাবে কেটে ফেলব।’

দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয় এই পুরো দৃশ্য। ওই ফুটেজে , হুমকি-ধামকির পর দোকানে বেশ উত্তেজিতভাবে পায়চারি করতে দেখা যায় সুমিতকে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে সুমিতকে গ্রেপ্তার করে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...