সাকিবের কাছেই ভারত হেরে গেছে, বলছেন গিল
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের সংবাদসম্মেলনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। পরশু গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যেন পুল শট, হুক শটের মতো খেলছিলেন তিনি। মাঠেও গতকাল দেখা গেল সেই আক্রমণাত্মক সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক যেন ছিলেন, ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’