ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। পরশু গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যেন পুল শট, হুক শটের মতো খেলছিলেন তিনি। মাঠেও গতকাল দেখা গেল সেই আক্রমণাত্মক সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক যেন ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’
এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গেছে ভারত। আর ফাইনালের দৌড় থেকে বাংলাদেশও ছিটকে যায় আগেভাগেই। কলম্বোর প্রেমাদাসায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সে সময় পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ৮৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ১০ ওভার বোলিংয়ে ৪৩ রান দিয়ে সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন সাকিব।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন শুভমান গিল। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি গতকাল পেয়েছেন ভারতীয় ওপেনার। সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘সাকিব দুর্দান্ত খেলেছেন। আমাদের থেকে ম্যাচটা তিনিই কেড়ে নিয়েছেন।’
বাংলাদেশ ২৬৫ রান করলেও ৪০ ওভার শেষে স্কোর ছিল ৬ উইকেটে ১৮৮ রান। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৭ রান। নাসুমের ৪৪ রানের পাশাপাশি দুই টেলএন্ডার ব্যাটার শেখ মাহেদী করেছেন ২৯ রান এবং তানজিম হাসান সাকিব করেছেন ১৪ রান। ২৬৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জয়ের পথে ভারত ভালোভাবেই ছিল বলে মনে করছেন গিল। ভারতীয় ওপেনার বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়েছি বলে মনে করি না। তাদের (বাংলাদেশ) লোয়ার অর্ডার ব্যাটারদের ১০-১৫ রান বেশি করার সুযোগ দিয়েছি।’
ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। পরশু গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যেন পুল শট, হুক শটের মতো খেলছিলেন তিনি। মাঠেও গতকাল দেখা গেল সেই আক্রমণাত্মক সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক যেন ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’
এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গেছে ভারত। আর ফাইনালের দৌড় থেকে বাংলাদেশও ছিটকে যায় আগেভাগেই। কলম্বোর প্রেমাদাসায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সে সময় পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ৮৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ১০ ওভার বোলিংয়ে ৪৩ রান দিয়ে সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন সাকিব।
দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন শুভমান গিল। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি গতকাল পেয়েছেন ভারতীয় ওপেনার। সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘সাকিব দুর্দান্ত খেলেছেন। আমাদের থেকে ম্যাচটা তিনিই কেড়ে নিয়েছেন।’
বাংলাদেশ ২৬৫ রান করলেও ৪০ ওভার শেষে স্কোর ছিল ৬ উইকেটে ১৮৮ রান। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৭ রান। নাসুমের ৪৪ রানের পাশাপাশি দুই টেলএন্ডার ব্যাটার শেখ মাহেদী করেছেন ২৯ রান এবং তানজিম হাসান সাকিব করেছেন ১৪ রান। ২৬৬ রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জয়ের পথে ভারত ভালোভাবেই ছিল বলে মনে করছেন গিল। ভারতীয় ওপেনার বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়েছি বলে মনে করি না। তাদের (বাংলাদেশ) লোয়ার অর্ডার ব্যাটারদের ১০-১৫ রান বেশি করার সুযোগ দিয়েছি।’
রুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
২১ মিনিট আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
৩৯ মিনিট আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগেমালদ্বীপ হোক বা ভুটান—দ্বিতীয়ার্ধে কোনো ম্যাচেই ছন্দময় ফুটবল খেলতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভুটানের বিপক্ষে অবশ্য গোল পেয়েছিল একটি, কিন্তু মালদ্বীপের আগে গোল হজম করতে হয়েছে দুটি।
১ ঘণ্টা আগে