Ajker Patrika

সাকিবের কাছেই ভারত হেরে গেছে, বলছেন গিল 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ১৭
সাকিবের কাছেই ভারত হেরে গেছে, বলছেন গিল 

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনের কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। পরশু গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে যেন পুল শট, হুক শটের মতো খেলছিলেন তিনি। মাঠেও গতকাল দেখা গেল সেই আক্রমণাত্মক সাকিবকে। বাংলাদেশের অধিনায়ক যেন ছিলেন ‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’ 

এশিয়া কাপের ফাইনালে আগেই উঠে গেছে ভারত। আর ফাইনালের দৌড় থেকে বাংলাদেশও ছিটকে যায় আগেভাগেই। কলম্বোর প্রেমাদাসায় গতকাল বাংলাদেশ-ভারত ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। আনুষ্ঠানিকতার ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়ে ৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সে সময় পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ১১৫ বলে ১০১ রানের জুটি গড়তে অবদান রাখেন সাকিব। ৮৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ১০ ওভার বোলিংয়ে ৪৩ রান দিয়ে সূর্যকুমার যাদবের গুরুত্বপূর্ণ উইকেটটি নিয়েছেন সাকিব। 

দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কের অলরাউন্ড পারফরম্যান্সের প্রশংসা করেছেন শুভমান গিল। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি গতকাল পেয়েছেন ভারতীয় ওপেনার। সংবাদ সম্মেলনে গিল বলেন, ‘সাকিব দুর্দান্ত খেলেছেন। আমাদের থেকে ম্যাচটা তিনিই কেড়ে নিয়েছেন।’ 

বাংলাদেশ ২৬৫ রান করলেও ৪০ ওভার শেষে স্কোর ছিল ৬ উইকেটে ১৮৮ রান। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে যোগ করেছে ৭৭ রান। নাসুমের ৪৪ রানের পাশাপাশি দুই টেলএন্ডার ব্যাটার শেখ মাহেদী করেছেন ২৯ রান এবং তানজিম হাসান সাকিব করেছেন ১৪ রান। ২৬৬  রান তাড়া করতে নেমে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে অলআউট হয়ে যায় ভারত। জয়ের পথে ভারত ভালোভাবেই ছিল বলে মনে করছেন গিল। ভারতীয় ওপেনার বলেন, ‘আমরা মোমেন্টাম হারিয়েছি বলে মনে করি না। তাদের (বাংলাদেশ) লোয়ার অর্ডার ব্যাটারদের ১০-১৫ রান বেশি করার সুযোগ দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত