নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তাসকিন আহমেদরা ফাইনালে খেলার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ে পেয়েছিলেন সাকিব আল হাসানরা। বাকি সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব জানিয়েছেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়াই তাঁদের লক্ষ্য।
নিজেদের সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি। সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তাঁর নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব।
আজ কলম্বোয় সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
সাকিবের মতে, ক্রিকেটারদের আলাদা আলাদা পারফরমই একসঙ্গে যোগ করলে ভালো ফল পেতে সহায়তা করবে দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’
ভালো প্রস্তুতি নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে তাসকিন আহমেদরা ফাইনালে খেলার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন। কিন্তু টুর্নামেন্টে প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ দল।
গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচে জয়ে পেয়েছিলেন সাকিব আল হাসানরা। বাকি সব ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। ফাইনালের স্বপ্নভঙ্গ আগেই হয়েছে। আগামীকাল সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। সাকিব জানিয়েছেন, রোহিত শর্মাদের বিপক্ষে জয় পাওয়াই তাঁদের লক্ষ্য।
নিজেদের সর্বশেষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এশিয়া কাপেও হতাশাজনক পারফরম্যান্স। বিশ্বকাপের আগে অধিনায়ক সাকিবের জন্যও দুশ্চিন্তার কারণ এটি। সাকিব অবশ্য মনে করছেন, ভালো করতে হলে সবাইকেই অবদান রাখতে হবে। শুধু তাঁর নিজের পারফরম্যান্স দিয়ে ভালো কিছু অসম্ভব।
আজ কলম্বোয় সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত, সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’
সাকিবের মতে, ক্রিকেটারদের আলাদা আলাদা পারফরমই একসঙ্গে যোগ করলে ভালো ফল পেতে সহায়তা করবে দলকে। বাংলাদেশ দলের অধিনায়ক বললেন, ‘যার যার আলাদা কাজগুলো একসঙ্গে যোগ করলে, তখন হয়তো আমরা ভালো করব। সবাই চেষ্টা করবে আমি জানি, তার জায়গা থেকে একটুও কম কাজ করবে না, যাতে যে বিশ্বকাপ ভালো করতে না পারে। আমি আশাবাদী আমাদের দল ভালো করবে।’
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে আজ দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলের একাদশ কেমন হবে, সেই সম্ভাব্য হিসেবটাই করা যাক। দুবাইয়ের স্পিন সহায়ক কন্ডিশনে গ্রুপপর্বে নিজেদের তিনটি ম্যাচই খেলেছে ভারত। অস্ট্রেলিয়া গ্রুপপর্বে ম্যাচগুলো খেলেছে পাকিস্তানের লাহোর ও রাওয়ালপিন্ডিতে।
৪২ মিনিট আগেট্রাভিস হেড মানেই ভারতের হেডেক (মাথাব্যথা)। গত কয়েক বছর ধরে হেডের কাছেই ভারত গুরুত্বপূর্ণ ম্যাচ খুইয়েছে বেশ কয়েকবার। আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের।
২ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ দেখা হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতকে তাদেরই মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে পারেনি বাংলাদেশ। এর আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হয়েছে ধবলধোলাই। তবে এসব ব্যর্থতা পেছনে ফেলে আসছে এপ্রিলে সিরিজ খেলার সুযোগ ক্রিকেট দলের সামনে। দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
৩ ঘণ্টা আগে