নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক নাটকীয়তার পর অবশেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন এই অভিজ্ঞ ওপেনার।
২০০৭ বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলট, ২০১১ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা, ২০১৯ বিশ্বকাপে তাসকিন আহমেদের পর ফিটনেস ইস্যুতে এবার বাদ পড়লেন তামিম। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সহকারী অধিনায়ক হিসেবে আছেন লিটন কুমার দাস।
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশই সবার শেষে দল ঘোষণা করল। আজ রাত সোয় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে একটু ভিন্নভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। দলে রাখা হয়েছে পাঁচ পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে।
সাকিব ও মেহেদী হাসান মিরাজের পাশাপাশি স্পিন বোলিং আক্রমণে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। ১৫ সদস্যের দলে আটজনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে—তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। এঁদের মধ্যে চারজনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার রেকর্ড আছে।
মিডল অর্ডারের মেরুদণ্ড হিসেবে আছেন সাকিব, আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। টপ অর্ডারে তানজিদ তামিম, লিটন দাস ও শান্তর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
তবে দল ঘোষণার আগমুহূর্তে তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে গতকাল রাত থেকে শুরু হয়েছিল নতুন নাটকীয়তা। কারণ, দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, এখনো কিছুটা চোটের অস্বস্তি আছে তাঁর। আর ‘আনফিট’ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে নিয়ে যেতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ফিটনেস ইস্যু নিয়ে গতকাল অস্ট্রেলিয়া থেকে ফিরেই হাথুরু ও সাকিব রাতে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। মধ্যরাতে হওয়া বিসিবি সভাপতির বাসভবনে এই আলোচনাও কতটা ফলপ্রসূ হয়েছে তা অস্পষ্ট ছিল।
একই ব্যাপার নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন আবারও বৈঠকে বসেন বিসিবির নীতিনির্ধারকেরা, মধ্যস্থতার জন্য নিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজাকেও। সবাই মিলে তামিমের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল ৫টা ৪৫ মিনেটে একবার দল ঘোষণার কথা থাকলেও পরে সেই সময় পরিবর্তন করে ম্যাচ শেষে জানানো হয়। কাল বিকেল ৪টায় ভাড়া করা বিমানে গুহাটিতে রওনা দেব বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
অনেক নাটকীয়তার পর অবশেষে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৫ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন এই অভিজ্ঞ ওপেনার।
২০০৭ বিশ্বকাপে খালেদ মাসুদ পাইলট, ২০১১ বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা, ২০১৯ বিশ্বকাপে তাসকিন আহমেদের পর ফিটনেস ইস্যুতে এবার বাদ পড়লেন তামিম। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। সহকারী অধিনায়ক হিসেবে আছেন লিটন কুমার দাস।
২০২৩ বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশই সবার শেষে দল ঘোষণা করল। আজ রাত সোয় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর মাধ্যমে একটু ভিন্নভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। দলে রাখা হয়েছে পাঁচ পেসার—তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবকে।
সাকিব ও মেহেদী হাসান মিরাজের পাশাপাশি স্পিন বোলিং আক্রমণে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। ১৫ সদস্যের দলে আটজনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে—তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মেহেদী হাসান। এঁদের মধ্যে চারজনের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার রেকর্ড আছে।
মিডল অর্ডারের মেরুদণ্ড হিসেবে আছেন সাকিব, আছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। টপ অর্ডারে তানজিদ তামিম, লিটন দাস ও শান্তর ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
তবে দল ঘোষণার আগমুহূর্তে তামিম ইকবালের ফিটনেস ইস্যুতে গতকাল রাত থেকে শুরু হয়েছিল নতুন নাটকীয়তা। কারণ, দীর্ঘদিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তামিম। কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছিলেন, এখনো কিছুটা চোটের অস্বস্তি আছে তাঁর। আর ‘আনফিট’ ক্রিকেটার নিয়ে বিশ্বকাপে নিয়ে যেতে চান না বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ফিটনেস ইস্যু নিয়ে গতকাল অস্ট্রেলিয়া থেকে ফিরেই হাথুরু ও সাকিব রাতে আলোচনায় বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। মধ্যরাতে হওয়া বিসিবি সভাপতির বাসভবনে এই আলোচনাও কতটা ফলপ্রসূ হয়েছে তা অস্পষ্ট ছিল।
একই ব্যাপার নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে চলাকালীন আবারও বৈঠকে বসেন বিসিবির নীতিনির্ধারকেরা, মধ্যস্থতার জন্য নিয়ে এলেন মাশরাফি বিন মুর্তজাকেও। সবাই মিলে তামিমের ব্যাপারে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল ৫টা ৪৫ মিনেটে একবার দল ঘোষণার কথা থাকলেও পরে সেই সময় পরিবর্তন করে ম্যাচ শেষে জানানো হয়। কাল বিকেল ৪টায় ভাড়া করা বিমানে গুহাটিতে রওনা দেব বাংলাদেশ। ২৯ সেপ্টেম্বর সেখানেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১১ ঘণ্টা আগে