Ajker Patrika

খুলনায় শিশুপল্লিতে কিশোরীর রহস্যজনক মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনা এসওএস শিশুপল্লিতে ইসরাত জাহান ইশা (১৬) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইশা শিশুপল্লির নবম শ্রেণির ছাত্রী এবং সোনাডাঙ্গা মডেল থানার আল আমিন মহল্লার বাসিন্দা খালেক শেখের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এটা আত্মহত্যা বা অন্য কিছু।

ইশার নানা জুয়েল শেখ মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমার নাতনি বেঁচে নেই। ইশার ১৬ মাস বয়সে তার মা মারা যায়। এর পর থেকে তাকে এসওএস শিশুপল্লির হোমে রেখে লেখাপড়া করানো হয়। সে সেখানে ১৪ বছর ধরে অবস্থান করছে। ওই হোমের কেউ আমার নাতনির ব্যাপারে খারাপ কোনো কথা বলতে পারবে না।’

তিনি জানান, গতকাল রাতে ইশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে শিশুপল্লির কয়েকজন কর্মকর্তা তা দেখে তাকে হাসপাতালে নেন এবং রাত সাড়ে ১২টার কিছু পরে তাকে মৃত ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

জুয়েল শেখ অভিযোগ করে বলেন, ‘পুলিশকে খবর না জানিয়ে তারা নিজেরা নামিয়ে প্রথমে খুমেক হাসপাতাল এবং পরে আমাদের খবর দেয়। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসওএস পল্লির কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যে রশি বা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ইশা করেছিল, সেটাও তাঁরা দেখাতে ব্যর্থ হয়েছেন।’ এটি রহস্যজনক বলে দাবি করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত