খুলনা প্রতিনিধি
খুলনা এসওএস শিশুপল্লিতে ইসরাত জাহান ইশা (১৬) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইশা শিশুপল্লির নবম শ্রেণির ছাত্রী এবং সোনাডাঙ্গা মডেল থানার আল আমিন মহল্লার বাসিন্দা খালেক শেখের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এটা আত্মহত্যা বা অন্য কিছু।
ইশার নানা জুয়েল শেখ মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমার নাতনি বেঁচে নেই। ইশার ১৬ মাস বয়সে তার মা মারা যায়। এর পর থেকে তাকে এসওএস শিশুপল্লির হোমে রেখে লেখাপড়া করানো হয়। সে সেখানে ১৪ বছর ধরে অবস্থান করছে। ওই হোমের কেউ আমার নাতনির ব্যাপারে খারাপ কোনো কথা বলতে পারবে না।’
তিনি জানান, গতকাল রাতে ইশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে শিশুপল্লির কয়েকজন কর্মকর্তা তা দেখে তাকে হাসপাতালে নেন এবং রাত সাড়ে ১২টার কিছু পরে তাকে মৃত ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
জুয়েল শেখ অভিযোগ করে বলেন, ‘পুলিশকে খবর না জানিয়ে তারা নিজেরা নামিয়ে প্রথমে খুমেক হাসপাতাল এবং পরে আমাদের খবর দেয়। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসওএস পল্লির কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যে রশি বা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ইশা করেছিল, সেটাও তাঁরা দেখাতে ব্যর্থ হয়েছেন।’ এটি রহস্যজনক বলে দাবি করেন তিনি।
খুলনা এসওএস শিশুপল্লিতে ইসরাত জাহান ইশা (১৬) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইশা শিশুপল্লির নবম শ্রেণির ছাত্রী এবং সোনাডাঙ্গা মডেল থানার আল আমিন মহল্লার বাসিন্দা খালেক শেখের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে বোঝা যাবে এটা আত্মহত্যা বা অন্য কিছু।
ইশার নানা জুয়েল শেখ মোবাইল ফোনে এই প্রতিবেদককে বলেন, ‘আমার নাতনি বেঁচে নেই। ইশার ১৬ মাস বয়সে তার মা মারা যায়। এর পর থেকে তাকে এসওএস শিশুপল্লির হোমে রেখে লেখাপড়া করানো হয়। সে সেখানে ১৪ বছর ধরে অবস্থান করছে। ওই হোমের কেউ আমার নাতনির ব্যাপারে খারাপ কোনো কথা বলতে পারবে না।’
তিনি জানান, গতকাল রাতে ইশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলে শিশুপল্লির কয়েকজন কর্মকর্তা তা দেখে তাকে হাসপাতালে নেন এবং রাত সাড়ে ১২টার কিছু পরে তাকে মৃত ঘোষণা করেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
জুয়েল শেখ অভিযোগ করে বলেন, ‘পুলিশকে খবর না জানিয়ে তারা নিজেরা নামিয়ে প্রথমে খুমেক হাসপাতাল এবং পরে আমাদের খবর দেয়। হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এসওএস পল্লির কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। যে রশি বা ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা ইশা করেছিল, সেটাও তাঁরা দেখাতে ব্যর্থ হয়েছেন।’ এটি রহস্যজনক বলে দাবি করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটের মাঠে নেমে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহিন বিশ্বাস এষা। শুরু থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাস ছিল ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোটের এই এজিএস প্রার্থীর দিকে। তবে ভোটের ফলাফলে তিনি লড়াই জমাতে পারছেন না।
১৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের ছয়টি ও ছেলেদের দুটি হলের ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় চারগুণ ভোটে এগিয়ে গিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। সে ধারাবাহিকতা দেখা গেল ছেলেদের শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ফলাফলেও।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মেয়েদের সব কয়টি হলেই শীর্ষ তিন পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন মোস্তাকুর রহমান জাহিদ, সালাহউদ্দিন আম্মার ও সালমান সাব্বির। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল মোট ছয়টি। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা পর্যন্ত এ ছয়টি হলেরই ফল ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে