Ajker Patrika

ঠাকুরগাঁও হাসপাতালে ‘দলীয়’ অভিযোগে চাকরি গেল ৩৫ জনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

দুই চোখে পানি, রিনা রানী মৃদু কাঁপা কণ্ঠে বলেন, ‘স্বামী নেই। এই চাকরিটা করেই বাচ্চাদের চালাই। এখন বলছে, আর চাকরি নাই। আমি কোথায় যাব?’

অভিযোগ শোনেনি কেউ। ব্যাখ্যা চাওয়ার সুযোগটুকুও মেলেনি। শুধু একটিই কথা বলা হয়েছে, ‘তোমাদের নিয়োগ স্বৈরাচারী সরকারের দলীয় প্যাডে, তাই বাতিল।’

তাঁর মতো ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে একসঙ্গে চাকরি হারিয়েছেন ৩৫ জন নারী-পুরুষ কর্মী।

হাসপাতাল সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে আউটসোর্সিংয়ের মাধ্যমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়োগ পান ৬৯ জন। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্স নিয়োগ দেয় পরিচ্ছন্নতাকর্মী, আয়া, নিরাপত্তা প্রহরী, ওয়ার্ডবয়, বাবুর্চিসহ বিভিন্ন পদে। প্রথম ধাপে চাকরি হারান নয়জন। দ্বিতীয় ৩ আগস্ট থেকে ছাঁটাই করা হয় আরও ৩৫ জনকে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, গত ২৩ জুন স্থানীয় সাংবাদিক, ছাত্রসংগঠন ও রাজনৈতিক নেতারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে অভিযোগ করেছেন, সাবেক এমপি রমেশ চন্দ্র সেন ‘দলীয় প্যাডে’ ক্ষমতার অপব্যবহার করে যাঁদের নিয়োগ দিয়েছিল, তাঁদের নিয়োগ বাতিলের জন্য। সেই পরিপ্রেক্ষিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ব্যবস্থা নেওয়ার জন্য বললে আউটসোর্সিংয়ে ৩৫ জনের নিয়োগ বাতিল করে প্রতিষ্ঠানটি।

জানতে চাইলে রিনা রানী বলেন, ‘আমি কোনো দলের লোক না। আমাকে এমপি না, হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক চপল নিয়োগ দিয়েছিলেন। এখন কয়, তুমি আর চাকরিতে নাই। দুই মাসের বেতনও পাইনি।’

দীর্ঘদিন স্টোর সহকারী সুফল কুমার বলেন, ‘বাবা অসুস্থ। চিকিৎসা করাব কী দিয়ে? হঠাৎ চাকরি যাবে, ভাবিনি। আমি রাজনীতি করি না।’

আরও যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁরা হলেন শ্যামল চন্দ্র, জহিরুল ইসলাম, নরেশ চন্দ্র, বন্যা রানী ও কাজল মিয়া। তাঁরা সবাই বলছেন একই কথা, ‘কোনো রাজনৈতিক প্যাডে নয়, আমরা কাজ করেই চাকরি পেয়েছিলাম। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন এক চিঠিতে সব শেষ।’

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সারমী ট্রেডার্সের মালিক আশরাফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘কিছু অভিযোগ এসেছিল। আমরা বিষয়টি ঠিকাদার প্রতিষ্ঠানকে জানিয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত