Ajker Patrika

ডলার কেনার নামে প্রতারণা, কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত
কোটি টাকার জাল নোটসহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ছবি: সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈকে (৩০) গ্রেপ্তার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বুধবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই দুজনের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জানা যায়, গুলশান-২ এলাকায় কয়েকজন ব্যক্তি বাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরে গুলশানের একটি হোটেলে রাতে অভিযান চালিয়ে আরও ৮৯ লাখ ৯২ হাজার টাকার জাল নোটসহ তাপস বাড়ৈ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত