Ajker Patrika

সংসদ নির্বাচন করা নিয়ে কী বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১: ৫৮
সংসদ নির্বাচন করা নিয়ে কী বললেন সাকিব

শ্রীলঙ্কার বিপক্ষে গত ৯ সেপ্টেম্বর ম্যাচ শেষ করে পরদিন দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে ঠিক কেন সাকিব দেশে ফিরেছিলেন, সেটা নিয়ে ধোঁয়াশা আছে। গুঞ্জন আছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এশিয়া কাপের মাঝে দেশে এসেছিলেন সাকিব। 

নির্বাচন নিয়ে প্রশ্ন অবশ্য সাকিব এড়িয়ে গেছেন। আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বিকেলে কলম্বোর টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ। সেখানে নির্বাচন নিয়ে এক প্রশ্নে সাকিব বলেছেন, ‘এখানে আমি শুধু ভারত ম্যাচ নিয়ে কথা বলছি, অন্য কিছু না।’

এদিন সংবাদ সম্মেলনে সাকিবকে একটু ভিন্ন চেহারায় দেখা গেছে। সংবাদকর্মীদের প্রশ্নে পাল্টা প্রশ্ন ছুড়তে দেখা গেছে বার কয়েক। ভারতের সঙ্গে ম্যাচে লক্ষ্য নিয়ে জানতে চাইলে সাকিব পাল্টা জিজ্ঞেস করেন, ‘আপনি নামলে কী করতেন? নামার আগে? (অবশ্যই জেতার চেষ্টা করতাম)।’ তারপর সাকিব বলেন, ‘আমরাও সেটা চেষ্টা করছি।’ 

এশিয়া কাপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন সাকিবএরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের বলা কথা, ‘দ্বিপক্ষীয় সিরিজে ভালো দল বড় টুর্নামেন্টে আমাদের সমস্যা হয়’ কথার সূত্র ধরে একটি প্রশ্নও বাংলাদেশ অধিনায়ক ভালোভাবে নেননি! পাল্টা সাকিব জিজ্ঞেস করেন, ‘আমরা কি এখানে কালকের ভারত ম্যাচ নিয়ে কথা বলছি?’

সংবাদকর্মী ভারত ম্যাচ প্রশ্ন নিশ্চিত করার পর সাকিব বলেন, ‘এটা (ম্যাচ সহজ হবে না কঠিন হবে) তো খেলার পরে বলতে পারব। খেলার আগে কীভাবে বলি, সহজ হবে না কঠিন হবে। আমরা যাব আমাদের যতটা সম্ভব ভালো করা যায়, জেতার জন্য। বাকিটা আসলে খেলার পরে এই প্রশ্নের উত্তর দিতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত