Ajker Patrika

আই লাভ ইউ, সাকিবকে শিশির 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ০২
আই লাভ ইউ, সাকিবকে শিশির 

সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। 

কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’ 

এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত