সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।
সফলতা পেলে সবার আগে তাঁর পরিবারেই বেশি উচ্ছ্বাস দেখা যায়। সাকিব আল হাসানই বা কেন তার ব্যতিক্রম হবেন? ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর স্ত্রীর ভালোবাসায় সিক্ত হয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
কলম্বোর প্রেমাদাসায় বাংলাদেশ-ভারত ম্যাচটি গতকাল এক অর্থে ছিল আনুষ্ঠানিকতার। আগামীকাল কলম্বোয় যে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল খেলবে, তা জানা গিয়েছিল আনুষ্ঠানিকতার ম্যাচের আগের দিনই। তবে ‘শেষ ভালো যার, সব ভালো তার’ বলেও তো একটা কথা আছে। যেখানে এশিয়া কাপটাই বাংলাদেশের জন্য কেটেছে হতাশাজনক, সেখানে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারাই কো বিশেষ কিছু। আর প্রতিপক্ষ ভারত হলে তো কথাই নেই। গতকাল ভারতের বিপক্ষে ৬ রানের এক রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। ৮৫ বলে ৮০ রান ও ৪৩ রানে ১ উইকেটের অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। স্বামীর দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করতে দেরি করেননি স্ত্রী উম্মে আল হাসান শিশির। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের স্ত্রী ফেসবুকে পোস্ট করেছেন, ‘আই লাভ ইউ সাকিব আল হাসান।’ এই লেখার পর লাভ ইমোজি দিয়েছেন। তারপর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে শিশির লিখেছেন, অসাধারণ এক জয়। পুরো দলকে অভিনন্দন।’
এই জয়ে ভারতের বিপক্ষে বহুজাতিক টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমবার বাংলাদেশ জিতেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর জিতেছে ২০১২ এশিয়া কাপে। ২০১২ সালে মিরপুরে ভারতের দেওয়া ২৯০ রানের লক্ষ্য ৪ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে যায় বাংলাদেশ। সেই ম্যাচেও ম্যাচ-সেরা হয়েছেন সাকিব। ৩১ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সাকিব।
ক্রিকেটের কাঠামোগত পরিবর্তন করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বেশি একটা সময় নেয় না। কোনো নিয়মে পরিবর্তন আনতে হলে সেই ব্যাপারে দেওয়া হয় প্রস্তাবনা। বর্তমানে আইসিসির প্রস্তাবিত দুই স্তরের টেস্ট নিয়ে চলছে অনেক আলাপ-আলোচনা। এই ব্যাপারে এখন বেশ চিন্তায় পড়ে গেছে ইংল্যান্ড।
২৫ মিনিট আগেবুলাওয়েতে গত সপ্তাহে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারায় নিউজিল্যান্ড। একই মাঠে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটা জিম্বাবুয়ের জন্য প্রতিশোধের ম্যাচ। এমনকি এই ম্যাচ জিতলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জিতবে জিম্বাবু
১ ঘণ্টা আগেক্রিকেটার, কোচদের বিরুদ্ধে নানা রকম ঘটনায় ওঠে সমালোচনার ঝড়। কখনো স্থায়ীভাবে, কখনো সাময়িকভাবে দল থেকে বরখাস্ত করা হয় কোচ-ক্রিকেটারদের। এবার কাউন্টির সাবেক কোচকে যৌন হয়রানির অভিযোগে ৯ মাস বরখাস্ত করা হয়েছে। যদিও সেই কোচের নাম জানা যায়নি।
২ ঘণ্টা আগেচোট যেন এবারের জিম্বাবুয়ে সফরে নিউজিল্যান্ডের পিছুই ছাড়ছে না। টেস্ট সিরিজ শুরুর আগে পড়ে একের পর এক ক্রিকেটার বিভিন্ন রকম চোটে আক্রান্ত হয়ে ছিটকে যাচ্ছেন সিরিজ থেকে। এমনকি ম্যাচ শুরুর যখন ২৪ ঘণ্টাও বাকি থাকে না, সেই সময় ক্রিকেটার বাদ পড়ার দুঃসংবাদ পায় কিউইরা।
২ ঘণ্টা আগে