Ajker Patrika

এভাবে সেঞ্চুরি ফেলে এলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৩৭
এভাবে সেঞ্চুরি ফেলে এলেন সাকিব

প্রতি ম্যাচে ব্যাটিং বিপর্যয় যেন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। আজ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। একপর্যায়ে ৫৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে দলকে এগিয়ে নিচ্ছিলেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। তবে সেঞ্চুরির কাছে গিয়েও হাতছাড়া করেছেন সাকিব। শার্দুল ঠাকুরের করা ৩৪ তম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। ওয়ানডেতে ১৫ বার ৮০ পেরিয়েছেন তিনি। সেঞ্চুরি করতে পেরেছেন ৯টিতে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে বাংলাদেশ। তাওহীদ ৬৮ বলে ৪১ ও নাসুম আহমেদ ১২ বলে ৭ রান করেছেন। 

সাকিবের বিদায়ে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তাঁকে হারানোর ধাক্কা সামলে ওঠার আগে রবীন্দ্র জাদেজাকে ম্যাচের প্রথম উইকেট উপহার দেন শামীম হোসেন পাটোয়ারি (১)। দলের বিপর্যয় সামলে সেঞ্চুরির পথে ছুটছিলেন সাকিব। সেখান থেকে আউট হয়েছেন ৮৫ বলে ৮০ রান করে। তাঁর ইনিংসে ৬ চার ৩টি ছক্কার মার রয়েছে। ৩ ছক্কার প্রথমটিতে ওয়ানডে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি পূর্ণ করেন সাকিব। ডাউন দ্য উইকেটে এসে অক্ষর প্যাটেলকে ওয়াইড লং অনের ওপর দিয়ে ছক্কা মারেন তিনি। ফিফটি পূর্ণ করতে ৬৫ বল লাগে বাংলাদেশ অধিনায়কের। 

এক বল পর মিডউইকেট দিয়ে অক্ষরের ওই ওভারে দ্বিতীয় ছক্কা মারেন সাকিব। সাকিবের তৃতীয় ছক্কাটি রবীন্দ্র জাদেজাকে। অধিনায়ককে দারুণ সঙ্গ দিচ্ছেন হৃদয়। ৬১ বলে ৪০ রানে অপরাজিত আছেন এই তরুণ ব্যাটার। তাঁর ইনিংসে ৩ চার ও ২টি ছক্কা।

সাকিব-হৃদয়ের জুটি থেকে এসেছে ১০১ রান। এই জুটিতেই বড় রানের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু সাকিবের আউটে সেই আশা কিছুটা মিইয়ে গেছে। সাকিবের আউটের পর উইকেটে এসেছেন শামীম হোসেন পাটোয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত