‘সাকিব ভাই ভালো কিছু করেছেন দেশের জন্য’
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে আজ দুপুর পর্যন্ত ঠিক পথেই এগোচ্ছিল জিম্বাবুয়ে। তবে চা বিরতির পর সব আলো নিজের করে নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের ভেলকিতে ধসে পড়ে জিম্বাবুয়ে, ২ উইকেটে ১৬১ থেকে তাদের হয়ে যায় ৯ উইকেটে ২১৭। জিম্বাবুইয়ানদের ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন তাইজুল, পেয়েছেন টেস্টে ১৬