Ajker Patrika

বোলিংয়ে দুর্দান্ত সাকিব ব্যাটিংয়ে ডাক, হারল মায়ামিও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৩: ২৭
সাকিবের ব্যর্থতার দিনে হেরেছে তাঁর দল মায়ামি ব্লেজ। ছবি: ফেসবুক
সাকিবের ব্যর্থতার দিনে হেরেছে তাঁর দল মায়ামি ব্লেজ। ছবি: ফেসবুক

ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।

কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।

টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।

৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র‍্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র‍্যাটন ট্রেলব্লেজার্স

খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত