ক্রীড়া ডেস্ক
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স
খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।
ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানে ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের পারফরম্যান্স ছিল না আশানুরূপ। তাঁর ব্যর্থতার দিনে দল মায়ামি ব্লেজও হেরেছে কাছাকাছি গিয়ে।
কেমান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে গত রাতে মায়ামির প্রতিপক্ষ ছিল কেম্যান বে স্টিংরেজ। বোলিংয়ে সাকিব ২ ওভারে ১১ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে টিকেছেন কেবল ২ বল। তবে আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। অধিনায়ক হিসেবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সাকিবদের এই ম্যাচে ৬ রানে হারিয়েছে কেম্যান বে স্টিংরেজ।
টস জিতে আগে ব্যাটিং নিয়ে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেটে ৯৭ রান করেছে কেম্যান বে স্টিংরেজ। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন দলটির ওপেনার বৃত্ত অরবিন্দ। ২২ বলের ইনিংসে মেরেছেন ৫ চার ও ১ ছক্কা। মায়ামির সাকিব, অর্নব আইয়ার, জহুর খান, ক্রিস্টোফার রামসরন—এই চার বোলারের প্রত্যেকেই চারটি করে উইকেট পেয়েছেন। ৯৮ রানের লক্ষ্যে নেমে মায়ামি নির্ধারিত ১০ ওভারে ৯ উইকেটে ৯১ রানে আটকে যায়। স্টিংরেজের লেগস্পিনার পিটার হ্যাটজুগলু ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট।
৬ ম্যাচে ৫ জয় ও ১ হারে ১০ পয়েন্ট নিয়ে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের পয়েন্ট তালিকায় সবার ওপরে কেম্যান বে স্টিংরেজ। ৮, ৬, ৪ ও ২ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে ক্যারিবিয়ান টাইগার্স, ভেগাস ভাইকিংস, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স ও মায়ামি ব্লেজ। যাদের মধ্যে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেলব্লেজার্স
খেলেছে চারটি করে ম্যাচ। পাঁচটি করে ম্যাচ খেলেছে ভেগাস ভাইকিংস ও মায়ামি ব্লেজ।
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাত্র ওড়া শুরু করেছিল। কিন্তু ওড়ার অল্প সময় পরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি বিধ্বস্ত হয়েছে। বিমান দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা যাচ্ছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দুর্ঘটনা নিয়ে পোস্ট করছেন।
১৭ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের পর বাংলাদেশ দল এখন ফুরফুরে মেজাজে। লিটন দাস, পারভেজ হোসেন ইমনরা সিরিজ জয় থেকে কেবল এক ম্যাচ দূরে। ঠিক তার বিপরীত অবস্থা এখন পাকিস্তান দলের। বাংলাদেশের কাছে হারের পর কঠোর সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানিরা।
১ ঘণ্টা আগেভুটানের জাতীয় নারী লিগে দল পেয়েছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলতে আজ সকালে ঢাকা থেকে ভুটানের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এবারই প্রথম বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তাঁদের।
২ ঘণ্টা আগেতিন বছর আগে এমন এক জুলাইয়ে আলোচিত হয়েছিল শেখ মোরসালিনের নাম। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বসুন্ধরা কিংসের বিপক্ষে দূরপাল্লার শটে দৃষ্টিনন্দন এক গোলে নজর কাড়েন সবার। তখনো বসুন্ধরার খেলোয়াড় তিনি; তবে ধারে খেলছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
৩ ঘণ্টা আগে